নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্‌সরা

যেখানে ঘর বাঁধবো আমি, আসে আসুক বান, তুমি যদি ভাসাও মোরে, চাইনে পরিত্রাণ!!

অপ্‌সরা › বিস্তারিত পোস্টঃ

ব্লগ পরিবারে ১০টি বছর..... :)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:০০

যদিও ব্লগ পরিবারে আমার জন্ম ১০ বছর আগের ঠিক এইদিনের কিছুদিন আগেই। তবুও ব্লগের বয়স হিসেব কষতে গেলে আমি কেনো যেন এই নিকটির কথাই স্মরণ করি। এ নিকটির বয়সকেই হিসেব করি। এর আগে আমার নিক ছিলো সূর্য্যপুত্রের হাত ধরে চন্দ্রকন্যা বা চাঁদকন্যা হিসেবেই। তখন আমি নিজে থেকে আইডি খুলতে পারতাম না বলেই সূর্য্যপুত্রের হাত ধরে চাঁদকন্যা হয়ে আসি। আর বাংলা হরফে লিখতে পেরে আমার সে কি আনন্দ!!!!! আমি চাঁদকন্যা আর আমার সূর্য্যপুত্র। আমরা দুজন একই আইডি থেকে লিখতাম এবং কে কোনটা লিখেছি নীচে লিখে দিতাম। হা হা তাই নিয়ে কারো কারো কত রকম কটাক্ষ! আমরা নাকি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি অথবা কারো কারো মত ছিলো, একজন ছেলে নিকেরই এই সব ঢং আরও কত কি? তবে যে যা বলে বলুক আমার তখন বাংলা হরফে লেখার আনন্দ! আর সবাই জানে আমি যখন আবিষ্কারের আনন্দে মাতি, আমার তখন কানে তুলো, পিঠে কূলো! যাইহোক,

আমার ব্লগ লেখার আনন্দের শুরুর এই সেই নিক- সূর্য্যপূত্র ও চাঁদকন্যা
এই নিকের বয়স ১০ বছর ১ সপ্তাহ। কাজেই বুঝা যায় এই নিকের এক সপ্তাহ পরেই আমি অচিনপাখি ওরফে অপ্সরা হয়ে এসেছিলাম। আর এই আসার কারণটাই ছিলো আমার সেকালের স্বভাবসিদ্ধ ঝগড়া স্বভাব। সূর্য্যপুত্রের সাথে ঝগড়া করে আলাদা হয়ে গেলাম, মানে সেপারেশন। হা হা এই সেপারেশন মানে কথা বন্ধ। জীবনেও তোর মুখ দেখবোনা টাইপ চির প্রতিজ্ঞা আর এই অচিনপাখি হয়ে তাকেও না চিনতে দেবার চেষ্টা। কিন্তু সূর্য্যপুত্র কি আর আমার মত ! সে হলো ঠান্ডা মাথার শয়তান। ঠিকই ধরে ফেললো। :(
ওহ তবে অচিনপাখি হবার সাথে সাথে আমি আবার বরুণাও হয়ে গেলাম। কারণ আবিষ্কারের আনন্দ। আমি তখন নিক খোলা শিখে এত অল্পে কি আর সন্তুষ্ট হবো! তাই একের পর এক টপাটপ নিক খুলছি। যাই হোক এই হলো সেই বরুণা- ওহ তার আগে একটা কথা বলে রাখি সূর্য্যপুত্র ও চাঁদকন্যায়আরও অনেক অনেক লেখা ছিলো। কিন্তু এখন সেখানে মাত্র ২টি লেখা। এর কারণও আমার সেই আগের দিনের চন্ডাল রাগ। রাগ করে দিয়েছিলাম মুছে সবগুলো পোস্ট! :( এখন দুঃখ হয়। কেনো যে আমি এমন করি! :(
যাইহোক অচিনপাখি বা অপ্সরার সাথে সাথে আমি হলাম-

বরুণা
তবে বরুণা নিকের বিশেষ মহাত্ব হলো এই নিকে বসে বসে আমি অং বং কাব্য চর্চা বা ছড়িতা লেখা শুরু করি। আমার সাথে পাল্লা দিয়ে সূর্য্যপুত্রও। ওহ উনি আবার আমাকে দেখে তখন হয়েছেন প্রতিফলন। আমি খুব ছোট থেকে প্রতিযোগীতামূলক মনোভাবের মানুষ। আমার ধারণা সূর্য্যপুত্রও তাই ছিলো। ওহ আমরা তো আবার একই রাশি। সে সিংহ আমি সিংহী। যাইহোক- বরুণা নিকের কারনেই এবং সূর্য্যপুত্র বা প্রতিফলন, পলাশমিয়া ভাইয়া একরামুল হক শামীম, ভাঙ্গা পেন্সিল এমন কিছু মানুষের কারণে আমার লেখালিখি নিয়ে শুধুই আনন্দই না একটু সিরিয়াস হতেও শেখা শুরু হয়। বরুণা নিকে আমরা যে যৌথ বসন্তদিন লিখেছিলাম আর কিছু মানুষের ভালোবাসা পেয়েছিলাম তা অবিস্মরনীয়। তবে পরিচয় গোপন করার জন্য এবং একদা একসময় পরিচয় প্রকাশ করে দেবার পর কিছু মানুষ ভীষণ কষ্ট পেয়েছিলো।বিশেষ করে জেরীমনি বা ব্লগার জেরী সে ভীষন হার্ট হয়েছিলো। সে কোনোভাবেই মানতে পারেনি গল্পটা কোনো মিথ্যে কাহিনী হতে পারে। আমিও কোনো লেখার পিছের ইতিহাস আসলে এক্সপ্লেইন করার পক্ষপাতি নই এবং সেই গল্প সত্য কি মিথ্যা সেটাও আমি কখনই বলবো না। তবুও অনেকেই বলেছিলো এই বসন্তদিনের এই সত্যিকারের মত করে লেখা মিথ্যে ভালোবাসার গল্পটার জন্য লেখিকার শুধুই ঘৃণাই প্রাপ্য। তবে গল্পটা বা ভালোবাসাটা কি সত্যিই ছিলো নাকি মিথ্যা তা হয়ত একমাত্র সূর্য্যপুত্রই ভালো বলতে পারবে। হা হা হা .... যাইহোক ....এই লেখা যে যাই ভাবুক , এটা একটা ডকুমেন্ট আমার আর সূর্য্যপুত্রের প্রপার্টি। আমরা গত বছর এ লেখার বই পাবলিশ করেছি। তবে বইটা শুধুই আমার কাছে আছে। প্রায় ২০০ কপি। আমি কোনো বুকস্টলে বইটা রাখিনি। থাকুক ওরা আমার কাছেই। মাঝে মাঝেই আমি কাউকে কাউকে সেখান থেকে উপহার দেই। পরম যতনে। কেউ জিগাসা করলে বলি হা হা গল্প কখনও সত্যি হয়! এমন কত আছে! আমি তো স্টোরি মেকার জানোনা!!!!!!!!!! :P
বসন্তদিন নিয়ে স্বপ্নজয়ভাইয়ার ই বুক - :)
অপ্সরা ও স্বপ্নজয় যৌথ প্রযোজনা ২ - ঈদ স্পেশাল ইবুক
আমার আঁকা প্রকাশিত বইটি ... :)

এ সময়গুলোতে, কালপূরুষভাইয়া, রিয়াজ শাহেদ, প্রলয় হাসান, অজন্তা আপু আরও আরও আরও অনেকেই ঘিরে ছিলেন আমাকে ঘিরে, আমাদেরকে ঘিরে। আমি কখনই এক নিকে লিখে শান্তি পাইনি। বরুণার ছড়িতা বা বসন্তদিন ধারাবাহিকের সাথে সাথেই চললো অপ্সরার ডেইলী ব্লগিং। কি মারাত্মক এডিকটেড ছিলাম সে বলে বুঝাতে পারবো না। রোজ রোজ কিছু না কিছু লিখতেই হবে। কি সাজুগুজু করলাম, রাঁধলাম, আঁকলাম, বানালাম, বেড়ালাম। মনে পড়ে নুশেরা আপুকে, সাজি আপুকে, ফেরারী পাখি আপু, পারভীন আপু
আরও কত শত মানুষেরা যারা ছিলো প্রিয় নিকের তালিকায়। ব্লগিং করে আনন্দে মেতে ওঠে অনেকেই দেখেছি আমি বুঝি তাদের আনন্দটা তবে আমার সেই আনন্দ আমি কখনও লিখে বুঝাতে পারবোনা।
অপ্সরা
যাইহোক অপ্সরা নিকে কেটে গেলো একটি বছর- আমার সে বছরের বর্ষপূর্তি পোস্ট ছিলো-
ব্লগ পরিবারে একটি বছর
কত শত প্রিয় মানুষকে যে স্মরণ করেছিলাম সে বছরে। সবাই তো অবাকই হয়েছিলো মনে হয় এ পাগলামী দেখে। আসলে ভালোবাসা প্রকাশের ভাষা খুঁজে পাইনি এ ছাড়া। যাইহোক এই সেই পোস্টের কিছু অংশ.....


কালপূরুষ- এইভাইয়াটা আমার অনেক অনেক প্রিয় একজন ভাইয়া......

মনজুরুল হক- আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসার আরেকজন ভাইয়া.......

স্বপ্নজয়- একটা দুষ্টু অথচ মায়াময় ভাইয়া.......

অরুনাভ - কেমন কেমন করে এই অরুন আলো ভাইয়াটাও আমার......

রুবেল শাহ- আমার ম্যাও ভাইয়াটা .......

সাইফুর- এই ভাইয়াটা চিকনভাইয়া .........

এ.টি.এম.মোস্তফা কামাল, ধীবর ভাইয়া, খলিল মাহমুদ ভাইয়া, শান্তির দেবদূত,জুলহাস,ভাস্কর, বিবর্তনবাদী,উধাও ভাবুক,অন্ধ দাড়কাক,অক্ষর, রাহাত, আকাশ অম্বর,আকাশ পাগলা,অদৃশ্য ,নিবিড়,আবু সালেহ,নম্রতা,ছন্নছাড়ার পেন্সিল, তনুজা,সাজি আপু,সহেলী,চিটি আপু,নির্ঝর নৈঃশব্দ্য,গেওর্গে আব্বাস,লাবণ্য প্রভা, গল্পকার,আশরাফ মাহমুদ, লীনা ফেরদৌস, নাজনীন খলিল আপু, লীনা দিলরুবা, হিমালয়,ভাঙা পেনসিল, আহমেদ রাকিব,চোরকাটা, রুবাইয়াৎ, হাইফেন, মেহরাব ম্যাভেরিক ভাইয়া, ইমন জুবায়ের ভাইয়া, মেঘদূত, তারার হাসি,নীর্ঝরিনীআপু,সোহানা আপু,সামছা আকিদা,মেহবুবা,শ্রাবনসন্ধ্যা,মমমমমমম আপু,নীরজনআপু,আইরিন আপু,ভোর,শতরুপা,রুখসানা তাজীন ......... কত কত মানুষ হারিয়ে যায় এই পরিবার থেকেও ব্লগ জীবন থেকেও .......

যাই হোক চির স্মরণীয় ক্ষতি বা হারিয়ে যাওয়া মানুষগুলোর তালিকায় আমি ইমন জুবায়ের ভাইয়া এবং সাগর সারওয়ার ভাইয়ার নামই বলবো। এ ক্ষতি কখনও পূরণ হবার নয়...... আরও একজন হারিয়ে যাওয়া মানুষের নাম মনে পড়ে রাজামশাই ভাইয়া।
ইমন জুবায়ের ভাইয়ার কথা উঠতেই মনে পড়ে গেলো অপ্সরা নিকে আমার জন্মদিনে ভাইয়ার হঠাৎ উপহার দেওয়া পোস্টটির কথা-
শুভ জন্মদিন অপ্‌সরা
এছাড়াও সেবার আমি সত্যিই অবাক- এত ভালোবাসা এত মায়া কোথায় রাখি আমি !!!
শুভ জন্মদিন অপ্‌সরা আপুমনি - স্বপ্নজয় ভাইয়া
তারকাগো লগে লগে ............. - ফেরারী পাখি আপু
প্লিজ বলোনা,কি চাও তুমি তোমার জন্মদিনে??? - রফিক এরশাদ ভাইয়া
একরামুল হক শামীম,ব্যাকটেরিয়া,অপ্‌সরা ওনাফিস ইফতেখার আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। - নীলআকাশের দুঃখ ভাইয়া

আর একজনের কথা না বললেই না সে আমার ফয়সাল ভাইয়া। তার উইশ ছাড়া তো আমার আর এই ১০ বছরে কোনো জন্মদিনই হয় না! আগামীতেও হবে না মনে হয় .....যদিও তার বিনিময়ে আমি ভাইয়াকে কিছুই কখনও দিতে পারিনি । একমাত্র আমার আঁকা ছবিটি ছাড়া।

জন্মদিনের সিন্ডিকেটধারী ব্লগার অপ্সরাপু .....

অপ্সরা নিকে আমার একটি প্রিয় পোস্ট, হিমালয়ভাইয়ার জন্য লেখা এই পোস্টটা-
হিমুর জন্য গ্লাসভর্ত্তি হিমহিম ঠান্ডা হিমেল চা

যাইহোক, অপ্সরা নিকটি ছিলো আমার আনন্দময় বিনোদনীয় নিক। এখানে আমি মনের মাধুরী মিশিয়ে আমার বাস্তব ও কল্পনা জগতের অনেক কিছুই শেয়ার করেছিলাম। সে সময় ব্লগে আনন্দ ছিলো, মান অভিমান ছিলো, ক্যাচালও ছিলো। তবে আমি তো ছিলাম আপনার মাঝে আপনি হারা। কেচাল মেচালে জড়ায় কে? আমিও মনে হয় নিরাপদ বলয়েই ছিলাম সকলের কাছেই। তবে আমার আশেপাশে প্রথম কেচালের আভাস পাই অপরবাস্তব নিয়ে পোস্টটি দেবার পরেই। বুঝতে পারি ব্লগের কেচালবাজেরা এমনকি কিছু নিরীহ মানুষেরাও খেপে উঠেছে। আমাকে আর নিরাপদ ভাবছে না তারা.....

অপ্সরা নিকে আরেকটি মজার কানাঘুষা যা প্রায়ই শুনেছি তা হলো আমি এই ব্লগের কোনো হিডেন মডু। অনেকেই অনেকবার আমাকে এসে জিগাসা করেছে। ছলে বলে বা কখনও কখনও চেপে ধরেছে, সত্যি করে বলতো তুমি মডু না!!!!!!! হা হা হা হা আরে সত্যি করে বলবো কেনো! মিথ্যে করেও যদি আমাকে মডু ভেবেই থাকো তো প্রবলেম কি বাছাধনেরা! :P

যাইহোক এই ছিলো মোটামুটি অপ্সরা নিকের ১০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস- তবে ২০১০ এর কোনো এক স্প্রিং ব্রেকের প্রাক্কালে আমার আবার অপ্সরা নিক থেকে পালাতে ইচ্ছে করে। আমি হয়ে যাই শায়মা। ২০১০ এর মার্চে আমি খুলে বসি এই নিকটি। শুধুমাত্র খেলা ছলে। যেই নিকটির মায়ায় এরপর পড়ে যাই। আমার আর তেমন কোথাও যাওয়া হয়ে ওঠে না। তবে চির বৈরাগী পালাই পালাই স্বভাবে আমি আরও আরও নিকে ঘুরেছি। তবে আসছি সেসব কথায় আরও পরে।
শায়মা নিকে আমার প্রথম পোস্ট। জাস্ট রাম শ্যাম যদু মদু টাইপ লিখলাম কিছু একটা আর কি।
আমি জ্বালবোনা, মোর বাতায়নে প্রদীপ আনি
এরপর সেই ২০১০ থেকে এখানে লিখেছি ১৭৫ টি পোস্ট। কিছু কিছু মুছেও ফেলেছি নানা কারণে। তবে এই নিকেই সর্বোচ্চ সংখ্যক পোস্ট লিখেছি আমি। অপ্সরা আমি ঘোষনা দেবার পরেও পেয়েছি অনেক অনেক মানুষের ভালোবাসা। তবে দিনে দিনে সেই নিরীহ আমির সাথে বদনামও জুটেছে আমার, বদরাগী আমি, চন্ডাল রাগের আমি, মিচকা আমি, দরকার পড়লেই বা না পড়লেও ছুড়ে ফেলে দেওয়া আমি মানে কাজের বেলায় কাজী, কাজ ফুরোলেই পাঁজী এমন টাইপ আর কি, আরও কত কি!!!!! :P
যাইহোক, তবুও তবুও কত মায়া, কত ভালোবাসায় জড়িয়ে রয়েছি আমি এই ব্লগটাতে আজ ১০টি বছর ধরে। এর মূল্যও কম নয়। এই অপরবাস্তব জগতটা আমাকে বাস্তবে চলতে শিখিয়েছে অনেক ক্ষেত্রেই। লিখতে শিখিয়েছে, ভাবতে শিখিয়েছে। ঠান্ডা মাথায় ডান্ডা মারাটাও এখান থেকেই শেখা। তবে সবচেয়ে বড় শেখাটাই আমার কিছু অরগানাইজ রাইটিং শিখতে পারা, মনের আবেগকে কিছু কিছু লেখায় ঢেলে দিতে পারতে শেখা, কল্পনার জগতে ভাসতে গিয়ে নিজেই সেখানে ভেসে যেতে পারা। কত কত স্মৃতি, কত কত মান অভিমান, ভালোবাসা, অভালোবাসার ইতিহাস জমে আছে এই ব্লগের পাতায় তা কজনেই বা জানে?

শায়মা
শায়মা নিকটিতে মূলত আমার নিউ এক্সপেরিমেন্ট শুরু। রোজ রোজ লিখতাম । যা মনে আসে তাই। নতুন রূপে, নতুন ভাবে। কথায় আছে গাইতে গাইতে গায়েন....... আমার নিজের দিকে তাকালে আমারও এমনটাই মনে হয়। অধ্যবসায়ী মানুষের কিছু না কিছু জয় তো আছেই। আর এই দিক দিয়ে আমি নিজেকে বেশ অধ্যবসায়ীই মনে করি। যাইহোক মনে পড়ে এই নিকে প্রথম দিককার লেখাগুলোর সাথে ছিলো মুকুটবিহীন সম্রাট, নস্টালজিক, কথক পলাশ, সুরঞ্জনা আপু,
আরও কত শত জন.....
এই নিকে খোকাভাই সিরিজের কবিতা লিখে আমি বেশ অনেক প্রেমিক হৃদয়ের ভালোবাসা পেয়ে যাই। বরাবরের মত তারা ভাবতে থাকে এই খোকাভাই এর নিরু, সে আমিই । আমিই সেই ছ্যাক খাওয়া নিরুপমা। ওহ আমি একি নিক খুলেছিলাম নিরুপমা। তবে সেখানে তেমন কিছু লেখা হয়নি আমার। আর খোকাভাই এর সেই নিরুও আমি নই। সে আমার কল্পনাপ্রবন মনের উন্নত কল্পনা। তবে ভীষন ভীষন আপ্লুত হই যখন মনে পড়ে সমুদ্রকন্যা লিখেছিলো তার বই এর পাতায় প্রিয় পুরুষ শীর্ষেন্দু এর ধ্রুব এর সাথে সাথে আমার খোকাভাইও তার বিশেষ প্রিয়।
শায়মা নিকে আমার আরও একটি বিশেষ সিরিজ আমার বিশেষ প্রিয়-
তুমি আমার সারাবেলা
এই গল্পের বেশিভাগ কনভারসেশন মানে ৯৯%ই আর সত্য মিথ্যেয় মিলানো ঘটানাটি আমার এককালের খুব প্রিয় বন্ধু রুমির কনভারসেশন থেকে নেওয়া। এরপর তার সাথে আমার মুখ দেখাদেখি বন্ধ হয়ে যাওয়া বিচ্ছেদ হয়। মানে তুমুল রাগ, দুঃখ, মান, অভিমান বা নাম না জানা কোনো ক্রোধ......:(
আমার চোখে আমার লেখা জন্মদিনের সেরা পোস্ট

যাইহোক, এই নিকে আমি নানা রকম লেখাই লিখেছি তবে ২০১৫ এর পরে এই নিকটির লেখার ধরনে আমি বিশেষ পরিবর্তন আনি। এই চেঞ্জটার জন্য বিশেষ একজনের অবদান আছে। তার নামটা বলাটা সে পছন্দ করবে না বলেই আমি উহ্য রাখছি। শায়মা নিক থেকে আমি কি করি আজ ভেবে না পাই ভাইয়ার সাথে ক্রমাগত ছড়িতা লিখে মহা আনন্দ পেয়েছি। জিনিভাইয়া গেম চেঞ্জার রিকিমনি ছিলো আমার নতুন করে দেখা পাওয়া কিছু অসাধারণ মানুষ। আরও বিশেষ এক জনের কথাটা উহ্য রাখলাম। হয়ত বিশেষ অভিমান বা দুঃখ থেকেই। যাইহোক কোনো দুঃখ সুখ ভালো লাগা বা ভালোবাসাই আমার কাছে চিরস্থায়ী নয় তবুও এই ব্লগটা অনেকদিন জুড়েই রয়ে গেছে আমার জীবনের সাথে এও এক বড় রহস্য।

স্পর্শিয়া
এই ১০ বছরে আমি নানা রকম নিকে নানা রকম লিখেছি। তবে স্পর্শিয়া নিকের সৃষ্টি করেছিলাম কেনো জানিনা। তবে সেখানে লিখতে গিয়ে মনটা বসে গেলো। ভুলেই গেলাম কে আমি। পাথরকুঁচির সাথে বা তার ভেতরে বসবাসের দিনগুলো ছিলো অসাধারণ। সেই অদেখা অজানা মেয়েটার সুখ, দুঃখ, হাসি কান্নাগুলো গেঁথে গেলো বুকের ভেতরে। ভুলে গেলাম আমার চারপাশ। এ এক অন্যরকম বসবাস। অবশেষে সবকিছুর পরেও তাকে জিতিয়ে দিলাম। এই নিকটির মানুষটাকেও অনেকেই ভুল বুঝেছে। অনেকেই অভিযোগ করেছিলো প্রায় প্রতারনার যে আমি এই ছদ্মনামের আড়ালে লিখছি তা কেনো জানাইনি। পাঠক বা যে কেউ এমনটা ভাবতেই পারে, বলতেও পারে তবে আমার কাজ আমি করেছি এবং করবো। কোন নিকের আড়ালে আমি কি লিখবো তা একান্তই আমার ব্যাপার।
সত্যিকারেই আমি কে? ক,জনাই বা জানে? যাইহোক এসব ছাড়াও আবার খুব খুব পরিচিত আরও কিছু নিক আছে। কখনও মনে হলে সেসব জানিয়ে দেবো। তবে হ্যাঁ যতদিন নীরবে নিভৃতে আমি সেই আমির বাইরে বসে সেখানে লিখতে চাই ততদিন সেভাবেই থাকবো।

নীল নীলপরী
এই নিকটাতে আমি লিখেছিলাম যা তার অনেক কিছুই আমি মুছে ফেলেছিলাম কেনো যেন। তারপরও কিছু কিছু লেখা এখনও পড়ে রয়েছে এই ব্লগের পাতায়। তবে লেখার চাইতে এই নিক দিয়ে আমি মন্তব্য করেছি বেশি। বেশিভাগই জিনিভাইয়া আর রিকিমনির সাথে মজার মন্তব্য আদান প্রদান!

এইবার একটা ভাইয়া নিকের কথা বলি। নিকটার সৃষ্টি হয়েছিলো এক প্রিয় বন্ধুর অনুরোধে তার জন্যই। প্রথমদিকে সে এই নিক থেকে কমেন্ট করতো। লেখালিখিতে তার চরম আলস্যের কারণে তার হয়ে আমিই সেখানে কাব্য লিখে রাখতাম। কমেন্টার হিসাবে বা ফেইসবুকে সে ছিলো দারুন প্রজ্ঞাবাণ আর বন্ধুবৎসল। ভাইয়াদের সাথে সাথে অনেক অনেক আপুরাও তাকে ভীষন পছন্দ করতো।

তো এই নিকে আমারও প্রবেশাধিকার ছিলো। মানে আমার বানিয়ে দেওয়া নিকের পাস চেঞ্জ করবে তার ঘাড়ে কয়টা মাথা!!! তো মাঝে মাঝে তার হয়ে আমি কমেন্ট আনসার করে দিতাম। অনেক হাসতাম তারপরে দুজনেই।

যাইহোক একটা সময় এই নিকে আমি বেশ কিছু কবিতা ও গল্প লিখেছিলাম। যদিও ব্লগের ইতিহাসে আমি কস্মিনকালেও এই নিকের লেখাগুলি যে আমার সে কথা স্বীকার করিনি বা বলিনি বটে তবে আমার কবিতার বই- ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়, বইটিতে যে কেউ ভালোভাবে সবগুলি কবিতা পড়লেই আর ঐ নিকটিকে চিনলেই ধরে ফেলতে পারবে আমিই সেই ব্যাক্তি ছিলাম! :)


এই সেই নিক

তবে আমার বন্ধুটি হয়ত এই লেখা দেখে ভীষন রাগ করবে তার প্রাক্তন বান্ধবীদের কাছে নিকের রহস্য বা কবিতা রহস্য প্রকাশিত হয়ে যাবার জন্য হয়ত! :P

আমার দেখা ১০ বছর আগের সেই ব্লগ আজ আর নেই। নেই শত শত নিকগুলিও। পুরোনোরা হারিয়েছে সেই নতুন ডালে এসেছে শত শত নতুন কুঁড়ি। তবে আজও কিছু গুণীজনেরা আমাদেরকে আগলে রেখেছেন পরম মমতায়। তেমনি কিছু মানুষ, আহমেদ জি এস ভাইয়া, খায়রুল আহসান ভাইয়া, ডঃ এম এ আলীভাইয়া, খলিল মাহমুদ ভাইয়া, আর ইউ ভাইয়া, রেজওয়ান তানিম,সোহানী আপু, মনিরা আপু, করুনাধারা আপু, আখেনাটেন ভাইয়া, হাসান মাহবুব ভাইয়া, প্রিয় ভাইয়া অপু তানভীর ভাইয়া,বৃতিমনি, কথাকথিকেথন, মোটা ফ্রেমের চশমা, জাহিদ অনিক, ফাতেমা ছবি আপু, গুলশান কিবরিয়া আপুনি, মাহমুদ ০০৭ ভাইয়া, গিয়াস লিটন ভাইয়া এদের জন্য ব্লগটা আজও মায়াময় এবং গৌরবান্নিত বলে আমি মনে করি।

সবশেষে জানা আপুর জন্য ভালোবাসা ও শুভকামনা। আমার জীবনের এত গুলো দিন ধরে এক আনন্দময় পরিভ্রমনের সুযোগ করে দেবার জন্য। সাথে শত্রু মিত্র সকলের জন্য ভালোবাসা। :) :) :)

মন্তব্য ২৪২ টি রেটিং +২৯/-০

মন্তব্য (২৪২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: তাইতো বলি, আজকে দুটো নিক লগইন করার মানে কি???

আমার ঢোলটা একটু পিটাইঃ:P
বয়স কম হলেও আমি কিন্তু ব্লগের সিনিয়র পাঠক। নিকের বয়স দেখে আমাকে কেউ যেন হেলা না করে...X(



পুনশ্চঃ
আজকে না পড়েই মন্তব্য করলাম। এতবড় লেখা খালি মুখে পড়া যাবে না। আগামী কল্য দেখা হইবেক।
ইতি
কনিষ্ঠ প্রেমিক।:P

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১৫

অপ্‌সরা বলেছেন: এহ রে সিনিয়র পাঠক!

একটা ভাত টিপলেই যেমন বুয়ারা বুঝে ভাত হইসে কিনা তেমনি অভীজ্ঞ চোখে এক বর্ণ লিখলেই বুঝা যায় কোন বাবুরা তিড়িং বিড়িং করে!!!!!!

আর কনিষ্ঠ প্রেমিক না বলো বাবু প্রেমিক! আই মিন বেবি। :)

২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১৬

চাঁদগাজী বলেছেন:


আপনার ১০ বছরের ব্লগিং-ইতিহাস সার্থকতার বিশাল কাহিনী, অভিনন্দন।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১৭

অপ্‌সরা বলেছেন: হা হা সার্থকতা বটে তবে বন্ধুর পথ বা প্রতিকূল পরিবেশ পাড়ি দিতে হয়নি তাও নয়।

তবে হঠিয়ে দিয়েছি সকল প্রতিরোধ! :)

৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২১

ভ্রমরের ডানা বলেছেন:


আপনার কাছে অনেক কিছু শেখার আছে! আপনি অনুসরনীয় হয়ে রইবেন!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২৪

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!

আজকের বানানো ওয়াফেল খাও .....

৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২৬

ভ্রমরের ডানা বলেছেন:

আমি মিষ্টি কম খাই! বোরহানি দাও... #:-S

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২৮

অপ্‌সরা বলেছেন: বিয়েবাড়িতে বোরহানী।


তোমার বিয়েতেই খেয়ে নিও! :)

৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:২৯

ভ্রমরের ডানা বলেছেন:

তোমার মডেলের বিয়েতে খাব... :P

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৩

অপ্‌সরা বলেছেন: পাখি ভাই লাগবে তো!!!! :)

৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৪

ভ্রমরের ডানা বলেছেন:



লাগবে না। ছেলেটাই নিজের পাখি ভাই হবে!! অলরেডি কাজ চলছে... B-)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৬

অপ্‌সরা বলেছেন: B:-)
কেমনে!!!!!

বাপরে!!!!!!

এত এক্সপার্ট মজনু!!!

৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৩৯

ভ্রমরের ডানা বলেছেন:



মডেল বলতে কথা... খবর নেওয়া খুবই সহজ! কিন্তু তোমার কাছে ছবি ছিল তুমি তো দিলা না! দাওনা আপু! প্লিজ!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪২

অপ্‌সরা বলেছেন: আসলেও নাই। আমি তাকে চিনিও না। ফটোশ্যুটের দিন আমি যাই না।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৭

চাঙ্কু বলেছেন: এত নিক মেইনটেইন কিভাবে করেন? ;)
আপনার পোষ্ট দেখে অনেক পুরাতন ব্লগারের কথা মনে পড়ে গেল।
যাইহোক, কপিনন্দন :)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৯

অপ্‌সরা বলেছেন: চাঙ্কু!!!!!!!!!!!!!!!!!!!!!!!

কই থেকে এলে এতদিন পরে!!!!!!!


পায়ে ব্যাথা ভালো হয়েছে!!!!!!!! :)


জটিলভাইয়ু কোথায় আছে! কেমন আছে! যোগাযোগ আছে!!!!!

সবাই যে কোথায় সব হারিয়ে গেলো!!!!!!!!! :(

৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৮

ভ্রমরের ডানা বলেছেন:



নাও! (ঘুষ)


এখন অন্তত নামটা ঠিক করে বল! ফাস্ট নেইম জানি লাস্ট নেইম কি! #:-S

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৫০

অপ্‌সরা বলেছেন: আমি জানিনা!!!!!!!!!!!!!!!!!


পাখি ভাই জানতে পারে!!

১০| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৪৮

মিথী_মারজান বলেছেন: দশ বছর পূর্তির শুভেচ্ছা শায়মা আপু।!:#P!:#P!:#P
আনন্দ, ভালোবাসায় সব ব্লগারদের মাতিয়ে রাখতে আপনার জুড়ি মেলা ভার।
আজীবন সামুর সঙ্গে থাকুন আর এমন উচ্ছ্বলতায় ভরিয়ে রাখুন চারপাশ।
শুভ কামনা নিরন্তর...।:)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৫২

অপ্‌সরা বলেছেন: লাভ ইউ মিথীমনি!!!!!!!! :)

১১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:৫৪

ভ্রমরের ডানা বলেছেন:

তুমিই পাখি ভাই.....



প্লিজ লাগে.... বল....ইসসসসসস...... তুমি এত্তো পিছলা আপু... ..





তুমিই পাখি ভাই.....



প্লিজ লাগে.... বল..


নাও তোমার প্রিয় মেও (ঘুষ)




৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

অপ্‌সরা বলেছেন: আই লাইক হ্যোয়াইট ম্যাও.....


এইটা কেমন নোংরা লুক!!!!!!!! :-P

১২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:০৭

চাঙ্কু বলেছেন: এতদিন পরে বাসা থেকে আসছি :-*
পায়ে ব্যাথা ভালো হইছে কিন্তু এখন হাতে ব্যাথা শুরু হইছে। এই জন্য লেখতে পারি না কোন লেখা! আফসোস :(
শুধু জটিল না, খুব কাছের কয়েকজন ব্লগার ছাড়া আসলে ব্লগের সাথে তেমন যোগাযোগ নাই। আমিতো ভেবেছিলাম জটিলের সাথে আপনার যোগাযোগ আছে!

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৩

অপ্‌সরা বলেছেন: ওহ হাতে ব্যাথা!
কিচ্ছু হবেনা!!!!!!!

ফিজিওথেরাপী নিয়ে ফেলো!

আমাদের মত কিছু কিছু অতি কর্মবান মানুষের এমন হাতে ব্যাথা হতেই পারে। তাই বলে হাতে ব্যাথার কাছে হেরে যাবো!!!!! কাভি নেহি!!!!!!!


না জটিল বা অনেকের সাথেই যোগাযোগ নেই আবার অনেকের সাথেই আছে!!! :)

জটিলকে মনে পড়ে! চাঁছাছোলা নির্ভিক সাহসী এবং অসম্ভব ক্রিয়েটিভ বন্ধু আমার! :)

১৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:০৯

মলাসইলমুইনা বলেছেন: মাঝে মাঝে নোংরামির জন্য ব্লগের আনন্দ মঠের কোনো দিকে যখন তাকাতে ইচ্ছে করে না, আমি ব্লগ আকাশের দিকে তাকাই I দেখি অনেক নক্ষত্রের আলো ম্লান করে একজন অপ্সরা আলোর পথ এঁকে ব্লগ আকাশ জুড়ে উড়ে বেড়ায় ঘুরে বেড়ায় I সেই অপ্সরা পথে লিখে রাখা গল্প, কবিতা আরো সব লেখা কি যে মুগ্ধতা নিয়ে পড়ি I সেই লেখাগুলো যেন গ্রিক মিথলজির চির তরুণ করে রাখার সেই ঝর্ণা যার জল গায়ে লাগলেই অমরত্ব - লেখাগুলো পরেও তেমন ব্লগের নোংরামি, মন খারাপ সব শেষ এক নিমেষেই | সেই অফুরান অপ্সরা লেখার ঝর্ণা আরো বেগবান হোক, বয়ে চলা পথের নুড়ি পাথর সড়িয়ে আজীবন বহতা থাকুক ব্লগের পাতায় I দশ বছরের সাথে আরো অনেক দশ বছর যোগ হয়ে ব্লগে একশো বছর পূর্তি হোক -সিরিয়াসলি বলছি কোনো আপত্তি থাকবে না I প্রিয় শায়মা, নশ্বর জীবন ব্লগে অবিনশ্বর হোক সেই চাওয়া থাকলো .... I

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫১

অপ্‌সরা বলেছেন: মলাভাইয়া এত অল্পে ভেঙ্গে পড়লে কি চলে!!!

এই আমাকে দেখো। তুমি কি ভেবেছো আমার পথ চলাটাও খুব মসৃণ ছিলো? কখনও না। বহু বন্ধুর পথ, প্রতিকূলতা পেরিয়ে আজ এখানে এসেছি আমি। এত সহজে দমে যাবার পাত্রী নহি আমি। কোনো কিছু না পেয়ে শেষে বহুদিন কিছু শত্রুর দল তথা হতাশাগ্রস্ত হেরে যাওয়া মানুষের ক্ষুদ্র দল আমার মালটি নিকের পিছে দোষ ধরতে লেগেছিলো। হা হা হা আমি দমিনি। আমি যতক্ষন জানি, কেনো এবং কি কারণে আমি কি করছি এবং তাতে কারো কোনো ক্ষতি হচ্ছে না ততক্ষন আমি আমার কাজ করে যাবো। মন দিয়ে করবো। হ্যাঁ কখনও কখনও দুষ্টামীর ছলে লুকোচুরি খেলতেও এমনটা করেছি আমি কিন্তু তাই বলে এই না নোংরামী বা একে অন্যের পিছে লাগতে মানুষ যা করে তার জন্য এমন কিছু করেছি আমি। তবে আমার পিছে লাগতে আসলে চাঁদগাজী ভাইয়ার মত নির্লিপ্ত থাকতে পারিনি। দু কথা শুনিয়েও দিয়েছি কখনও কখনও যা পরে আমার অযথা সময় নষ্ট বলেই মনে হয়েছে।

একজন দুঃসাহসী হিংসুটে হতাশাগ্রস্ত পাগল তো আমাকে চুরির অভিযোগেও ফেলেছিলো। সারা ইন্টারনেট জুড়ে যে চক্ষু অঙ্কনের ছবি ছড়িয়ে ছিটিয়ে আছে এবং উনি নিজেও তা এঁকেছেন তাহা নাকি আমি উনার ছবি দেখে এঁকেছি। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! কিন্তু বাচ্চাটা জানে না ততদিনে আমি চাঁদগাজী ভাইয়ার মত নির্লিপ্ত না হতে পারলেও ঠান্ডা মাথায় ডান্ডা মারাটা বেশ ভালোই রপ্ত করে ফেলেছি।

বেশ কিছুদিন দেখেছি সেই হিংসুটে পাগলের সাথে ধেই ধেই করে নাচতে আরও দু একজন জীবন যুদ্ধে তথা ব্লগ যুদ্ধে হেরে যাওয়া পরাজিত হতাশাগ্রস্থ নারী এবং পুরুষ পাগলদের দল। যাহাই হোক এসব আমাকে আরও শক্তিশালী করেছে, করেছে আরও আরও দক্ষ এবং যোগ্য।

যতবার আমাকে চ্যালেঞ্জ দেওয়া হবে, কসম আমি আরও দশ ধাপ এগিয়ে যাবো। কাজেই নো অভিমান, নো দুঃখ, নো অভিযোগ পাগল ছাগল হিংসুটেদের দলের উপরে। তাহারা বড়ই ক্ষুদ্র জনগোষ্ঠি। এক বা দু,জন। সাধ্য কি তাহাদের আমাদিগকে ছোঁয়!!!!!!!!! :P

১৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:১২

কাওসার চৌধুরী বলেছেন:



প্রথমে যখন আপনার ব্লগে যাই, তখন আপনার লেখায় লাইক, কমেন্ট ও পাঠক সংখ্যা দেখেই অনুমান করেছিলাম আপনি কতটুকু ভাল মানের একজন ব্লগার; এজন্য প্রথম কমেন্টটি করতে একটি ভীতু ছিলাম; আপনি এখন ব্লগে পোস্ট কম দেন বলে নতুন লেখায় কমেন্ট করার সুযোগ তেমন একটা হয় না। তবে সব সময় আপনার ব্লগে গিয়ে খোঁজ নেই, নতুন কোন পোস্ট আছে কিনা।

আপনার অনেকগুলো লেখা চুপিচুপি পড়েছি; শেখার চেষ্টা করেছি। কিন্তু নিয়মিত লেখেন না বলে মনোকষ্ট পাই; আশা করবো সময় সুযোগে লেখবেন আপু। আর ব্লগে ১০ বছর পূর্তিতে অভিনন্দন আপনাকে। শুভ কামনা রইলো........

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তোমাকে দেখলে, তোমার লেখা পড়লে কেন যেনো আমার ডঃ আলীভাইয়াকে মনে পড়ে। আলীভাইয়া এখনও সক্রিয়। হয়তো তার হীরা মনিমুক্তাসম লেখাগুলি পড়েছো তুমি। তবে তোমার মাঝেও সে প্রতিভা আছে যে প্রতিভা দেখতে পাই আমরা ব্লগ রতন আলীভাইয়ার মাঝে।

অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি! অনেক অনেক ভালো থাকো। ভালো লেখো! :)

হ্যাঁ আমি কম পোস্ট দেই। তবে এক নিকে কম মানেই অন্য গুলিতে দিছি না তা নয়। সদা ও সর্বদা আমি কিছু না কিছু লিখছি। মন দিয়ে বা আবোল তাবোল। তবে বেশ কিছুদিন যাবৎ আমি একটু অসুস্থ্যতা তথা স্ট্রিক্ট নিয়ম কানুনের মধ্য দিয়ে যাচ্ছি তাই একটু কম লগ করা হচ্ছে।

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৪১

ওমেরা বলেছেন: আপু অনেকেই আপনার অনেক অনেক প্রশংসা করছে আমি তো সুন্দর করে প্রশংসা করতে পারি না। আমি আপনাকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি ও দুয়া করছি আপনি যুগ যুগ ব্লগে টিকে থাকুন ।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৩

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ওমেরামনি!

দোয়া করি আমাকে দেখে টিকে থাকার শক্তি অর্জন করো!

ভালো মন্দ ভুল চুক জানিনা, মানিওনা শুধু জানি কেউ পেছন থেকে লুকিয়ে ড্রেইন ছুড়ে মারলে সেই দোষ ভীতু/ কাপুরুষ মানুষটির, তোমার নয়। যাহা কিছু দোষ ত্রুটি, ভুলচুক আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, কথোপোকথনের মাধ্যমে সন্মুখ সমরে কাম্য!

তাছাড়া মডারেশন প্যানেল খুব ভালো করেই জানেন এখন কে বা কাহারা একটি দুটি বা শত শত মালটির আড়ালে হীন স্বার্থ চরিতার্থের চেষ্টা চালাচ্ছে। কাজেই মূল নিকটি বা নিকগুলিকে দয়া করে আড়ালে রাখলেও তাদের মুখোশ আর আচ্ছাদিত নয়। কাজেই ...... :)

১৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৪৫

উদাসী স্বপ্ন বলেছেন: আপনে তো দেখি আমার জুনিয়র ....

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০৫

অপ্‌সরা বলেছেন: শুধু ব্লগেই জুনিয়র না। তোমার জ্ঞান গরীমা, স্পষ্টবাদীতা, সাহসিকতা সবখানেই আমি তোমার থেকে অনেক অনেক জুনিয়র!

সত্যি ভাইয়া মাঝে মাঝে ভাবি, আমার দেখা জ্ঞানলিপ্সু মানুষের মাঝে তুমি একজন।

অনেক অনেক ভালো থেকো! :)

১৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ২:৫০

আরণ্যক রাখাল বলেছেন: দিনদিন আমিও সিনিয়র ব্লগার হয়ে যাচ্ছি। এইতো চার হলো বলে!
এতো সিনিয়র কারও পোস্টে কমেন্ট করতেও তো ভয় লাগছে!
অভিনন্দন। আরো শত বছর ব্লগিং করুন আপনি

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

অপ্‌সরা বলেছেন: মোটে চার বছর!!!!!!

তবে লেখালিখি আর অর্থবোধক চিন্তাভাবনায় তুমি শতবর্ষের বুড়া! :)

১৮| ৩১ শে জুলাই, ২০১৮ ভোর ৪:০৬

রেজওয়ান তানিম বলেছেন:

যে দিন গেছে একেবারেই সে গেছে, শুভেচ্ছা শায়মা বা বরুণা, স্পর্শিয়া বা অপ্সর। কিংবা আরও যদি কিছু থাকে

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৯

অপ্‌সরা বলেছেন: আরও আরও আছে। কিছু তো নিজেই ভুলে গেছি মনে হয়! হা হা

তবে এইবার একটা ভাইয়া নিকের কথা বলি। নিকটার সৃষ্টি হয়েছিলো এক প্রিয় বন্ধুর অনুরোধে তার জন্যই। প্রথমদিকে সে এই নিক থেকে কমেন্ট করতো। লেখালিখিতে তার চরম আলস্যের কারণে তার হয়ে আমিই সেখানে কাব্য লিখে রাখতাম। কমেন্টার হিসাবে বা ফেইসবুকে সে ছিলো দারুন প্রজ্ঞাবাণ আর বন্ধুবৎসল। ভাইয়াদের সাথে সাথে অনেক অনেক আপুরাও তাকে ভীষন পছন্দ করতো।

তো এই নিকে আমারও প্রবেশাধিকার ছিলো। মানে আমার বানিয়ে দেওয়া নিকের পাস চেঞ্জ করবে তার ঘাড়ে কয়টা মাথা বলো? তো মাঝে মাঝে তার হয়ে আমি কমেন্ট আনসার করে দিতাম। হা হা হা হা অনেক হাসতাম তারপরে দুজনেই।

যাইহোক একটা সময় এই নিকে আমি বেশ কিছু কবিতা ও গল্প লিখেছিলাম। যদিও ব্লগের ইতিহাসে আমি কস্মিনকালেও এই নিকের লেখাগুলি যে আমার সে কথা স্বীকার করিনি বা বলিনি বটে তবে আমার কবিতার বই- ইচ্ছেগুলো উড়িয়ে দিলাম প্রজাপতির পাখায়, বইটিতে যে কেউ ভালোভাবে সবগুলি কবিতা পড়লেই আর ঐ নিকটিকে চিনলেই ধরে ফেলতে পারবে আমিই সেই ব্যাক্তি ছিলাম! :)

এই সেই নিক

তবে আমার বন্ধুটি হয়ত এই লেখা দেখে ভীষন রাগ করবে তার প্রাক্তন বান্ধবীদের কাছে নিকের রহস্য বা কবিতা রহস্য প্রকাশিত হয়ে যাবার জন্য হয়ত! :P

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫১

অপ্‌সরা বলেছেন: আরেকটা কথা-
এই টাইপিং এর ডিজিটাল যুগে এত সুন্দর হাতের লেখায় আমি তোমাকে না নস্টালজিককে কাকে ফার্স্ট প্রাইজ দেবো ভাবছি! :)

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৭:৩০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হায় আল্লাহ !
তুমি এত্তগুলো মাল্টি নিক চালাইতা!!!
তাইতো বলি সামু এত ঘন ঘন ডাউন হত কেন ;)

ঐ কে আছিস, জানা আপুকে খবর দে !! আসামীর নিজ স্বীকারোক্তি দেখে যাক :)

এক দশক পূর্তির শুভেচ্ছা রইল প্রিয় এ্যাঞ্জেলিকা আপু।
যেখানে আমরা অনেকেই ধরতে গেলে ব্লগ ছেড়েই দিয়েছি, অথচ তুমি পরম মমতায় সব আগলে রেখেছ।
এই সামু ব্লগ আমাকে অনেক অনেক কিছু দিয়েছে/ শিখিয়েছে যা বাস্তব জীবনে কাজে লাগিয়ে উপকৃত হয়েছি.---- আর সেই আমরাই কিনা প্রিয় সামু ছেড়ে দিয়ে অন্যান্য ব্যস্ততার সাগরে ডুব দিয়েছি---- এসব ভাবলে নিজেকে অপরাধী লাগে :(

তোমার এই পোষ্টে পুরনো অনেকের কথা মনে পড়ে নস্টালজিক হয়ে গেলাম।
অনেক অনেক ভালবাস রইল।

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৪

অপ্‌সরা বলেছেন: চালাইতা আবার কি!!! তুমি কি বলতে চাচ্ছো এখনও চালাই না!!!

হা হা হা হা

যদিও এখন ব্যস্ততা আর বাস্তবতার গ্যাড়াকলে একটু থমকে আছি বা বিরত আছি তবুও আমার ছদ্মনিকের আড়ালে নিভৃত নিরজনে নিজের মত করে লেখালিখি আজীবন চলিবেক! :)

যতদিন মনে না করি প্রকাশিত হইবোক ততদিন হইবোক না!!!!! হা হা হা ভাইয়ামনি!!!!! সোনারখনি! :)

২০| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: একটু মিষ্টি মুখ করেন-

একটু মিষ্টি মুখ করেন-

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

অপ্‌সরা বলেছেন: এই সবে চলিবেক না ভাইয়ু!

নিজে হাতে বা বাসায় বানানো মিষ্টি আনো! :)

৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৭

অপ্‌সরা বলেছেন: এই যে আমার নিউ প্রচেষ্টাং! ডিফারেন্ট টাইপস অব ওয়াফেল মেকিং চলিতেসে!!!!!!!! :)

২১| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৩

সামিয়া বলেছেন: শুভকামনা আপু

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি! :)

২২| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৭

হাসান মাহবুব বলেছেন: আমারও সামনে দশ বছর হবে। মডুর কাছে বয়স্ক ভাতার জন্যে আবেদন করবো ভাবতেছি।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

অপ্‌সরা বলেছেন: তোমার এখনও ১০ বছর হয়নি!!!!!!


চেক করে এসেছি। তুমি ৭ বছরের পোস্ট লিখেছিলে! কিন্তু আমার মনে হচ্ছিলো তুমি আমার সেই সময়কালেই এসেছিলে বা তারও আগে।

সমুদ্রকন্যাকে বলো, আমার খোকাভাই নিয়ে তার বই এর পাতায় স্বপ্নপুরুষের পোস্টের কমেন্ট আমি আজও মনে রেখেছি! :)

২৩| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার এই পথচলা আরও দীর্ঘতর হোক।
অনেক অনেক শুভকামনা রইল শায়মাপু।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২২

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া! :)

২৪| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩১

করুণাধারা বলেছেন: জন্মদিন!!!

কেক টেক কিছু নেই?

আচ্ছা ঠিক আছে, লাগবে না। এমনিতেই শুভেচ্ছা জানাই। ভালো থাকো, এমনি করেই ব্লগে অনেকদিন খুশির ঝর্না ছড়িয়ে দিতে থাকো।

(কিন্তু আমি যে তোমার গানে গানে পরিচয় হওয়া আরেকটা নিক চিনে ফেললাম!!!)

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৫

অপ্‌সরা বলেছেন: হা হা আমি জানতাম তুমি আমাকে চিনে ফেলবেই!

আর সত্যি বলতে আমি চাই আমাকে চিনে ফেলুক আমার প্রিয় মানুষেরা।

তবে নিভৃত নীরজনে কিছু কিছু লেখা মনের আবেগ পুরোপুরি ঢেলে ফেলে লিখতে চাই যখন তখন এই পরিচিত পরিচয় চাইনা।

অনেক অনেক ভালোবাসা আপুনি!

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩

অপ্‌সরা বলেছেন: কেক নাই তবে কেকের সুন্দরী বোন টেক ওরফে নানা কিসিমের ওয়াফেল আছে। কদিন ধরে ডিফারেন্ট টাইপ অব ওয়াফেল মেকিং চলিতেছে। :)








কোনটা খাইবেক বলো বলো বলো!!!!!!

২৫| ৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সামুতে দশ বছর পূর্তিতে অভিনন্দন। সর্বদা শুভকামনা রইল।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৪

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া! :)

২৬| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৮

সামিয়া আক্তার শেহা বলেছেন: দশ বছর পূর্তির শুভেচ্ছা শায়মা আপু।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা শেহা আপুনি!!!!! :)

২৭| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৪

বিথী আক্তার বলেছেন: পোষ্ট খুব ভাল লেগেছে।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা বিথী আপুনিমনি! :)

২৮| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট । আরো এগিয়ে যা্ও। আমি যতদিন ধরে তোমাকে দেখেছি একটি পোস্ট বাদে সব পোস্টই ভালো লেগেছে

গত রমজানের একটা পোস্ট আমার দিলে আঘাত করেছে। আল্লাহ তোমাকে সঠিক পথ দেখান। প্লিজ রাগ করো না আপি। এই কথাটা না বললেও তো আমার মনের ভিতর থেকে যেতো।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২

অপ্‌সরা বলেছেন: হা হা আপুনি রাগ করিনি। গত রমজানের কি পোস্ট আমি বুঝতে পারছিনা। তবে এই নিক না ঐ নিক কোন নিকে সেটাও বুঝতে পারছি না। আর আঘাত লাগার কারণটা কি বলনি বলে তখনও বুঝিনি এখনও না। তবে বললেও রাগ করতাম না বরং তোমাকে হার্ট করতে চাইনা বলে হয়তো কিছু একটা করতাম সেই পোস্টেই।

যাইহোক সবকিছুর পরেও তুমি আমার সরলমতী একজন ভালো মনের আপুনি!!!!!! তাই যাই করো আর তাই বলো আমি একটুও রাগ করি না! লাভ ইউ আপুনিমনি! :)

২৯| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৩

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় অপ্সরা আপু

দশ বছররররর, ওরে বাবা সেতো অনেক সময়!

বাস্তব জীবনে কিছু মানুষ আছে যাদের সার্নিধ্য পেতে সবারই ভাল লাগে, আর এই ভার্চ্যুয়াল জগতে তুমি তেমনি একজন মানুষ। আমার ধারণা তোমার কমেন্ট পেতে আমার মত অনেকেই ভাল লাগে। তোমার কাছ থেকে শুধু ব্লগিং নয় ভদ্রতা ও আন্তরিকতা কাকে বলে সেটাও শেখার আছে। তোমার আছো বলেই শত ব্যস্ততার মাঝেও সামুতে আসি।

দশ বছর পূর্তিতে অনেক অনেক শুভেচ্ছা। অনেক ভাল থেকো আপু।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৩

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!

তবে এই কথা সত্য আমি ভদ্রতা আর আন্তরিকতা বজায় রাখি তবে দু এক সময় খড়গ হস্তও হতে হয়েছে। কারণ কিছু কিছু মানুষ ভদ্রতার ধার না ধেরে মাথায় চড়ে বসে তখন তাদের মাথা থেকে নামিয়ে দিতে আমি দু সেকেন্ডের বেশি সময় নেই না! :P

তুমি বলো একদম ঠিক আছি না???

৩০| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

আরাফআহনাফ বলেছেন: সামুতে আপনার ১০ বছর পূর্তিতে অভিনন্দন জানবেন।
ভালো লেখার জয় হোক সর্বদা।

শুভ কামনা রইলো।

পুনশ্চ: ওয়াফেল মেকিং রেসিপিটা কি বলা যাবে - দারুন সুন্দর লাগছে - খেতেও মজাদার হবে নিশ্চয়ই। :D

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৭

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া।

অবশ্যই বলা যাবে । এটা এখন আমার নিউ প্যাশন! :)

ময়দা- ১ কাপ
চিনি ৩ টে চা
দুধ ১/৪ কাপ
বেকিং পাউডার ৩ টে চা
ভ্যানিলা এসেন্স- ৩ চা চামচ
চকলেট সস- ৩ টে চা
কোকো পাউডার- ৩ টে চা
মাখন- ৫ টে চা
ডিম- ২ টা
চকলেট কুচি ৪ টে চা

সব মিলিয়ে ওয়াফেল মেকার এ দেবে । হয়ে যাবে চকলেট ওয়াফেল। আর আরও রমন ওয়াফেল নিয়ে একটা আস্ত পোস্ট দিয়ে দেবো না হয় তোমার জন্য ভাইয়া! দাঁড়াও আরও আরও প্রাকটিস করে নেই! :)

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৯

অপ্‌সরা বলেছেন:
এই যে ওয়াফেল মেকার



আর এই যে চকলেট ওয়াফেল :)

৩১| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: পড়ে অনুসরণ না করে পারলাম না।

অভিনন্দন আপু। আরো অনেকবছর থাকুন।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়ামনি! :)

৩২| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০২

উম্মে সায়মা বলেছেন: ওয়াও শায়মা আপু! সামুতে ১০ বছর! আমার তো মনে হয় সারাজীবনেও ১০ বছর হবেনা :P
অনেক অনেক অভিনন্দন!!

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০২

অপ্‌সরা বলেছেন: গুড গুড সারাজীবনেও ১০ বছর না বাড়লে আমি হতাম সবচেয়ে খুশি মানুষ!

আমি সারাজীবন আমার সেই ১০ বছরের বালিকা বেলার সেই বেহালা শেখার সময়টাতে আটকে থাকতে চাই।

ফুপির হাতের বেহালাতেই......

করুণাধারা আপুনি যেন এই কমেন্টটা দেখে আরও আরও হাসে! :P

৩৩| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর ও সফলতায় ১০ বছর ধরে টিকে আছেন।

শুভেচ্ছা, শুভকামনা, অভিনন্দন।

কিন্তু এতগুলো নিক কেউ খোলে
অত্যন্ত আমি খুলবনা।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা খোলে। এতগুলো কেনো এর চাইতেও বেশি বেশি কেউ খোলে।

কুটনামীর জন্য, বদনামীর জন্য, সামনে এক রূপ পিছে আরেক রূপ কুৎসিত মনোবিকৃতির পরিচায়ক হবার জন্য, স্বনামে গালাগালি করতে ভয় পেয়ে বেনামে গালাগালি করে অন্তর্নিহিত জ্বালা মিটাবার জন্য, হীন স্বার্থের জন্য ব্লগীয় পরিবেশ নষ্টের জন্য ....... এমন নানাবিধ কারণে........

কিন্তু আমি খুলেছি মজার ছলে এবং কখনও কখনও নিভৃত নীরজনে একদা কোনো ক্ষনে মনের কথাগুলো অপকটে লিখে যাবার জন্য। পরিচিত নিকে লিখতে গেলে কিছু বিড়ম্বনা আছে। লেখা প্রভাবিত হয় বা আমি নিজেই প্রভাবিত হই। আমি একদম তাই অন্য কেউ হয়েই নিজের মনে লিখতে চাই কখনও কখনও। এ খেলা আসলে আমার নিজের সাথে নিজেরই খেলা। তবে ব্লগের পাঠকেরা থাকেন আমার সাথে ......

৩৪| ৩১ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩১

বাকপ্রবাস বলেছেন: ব্লগে কারো সাথে জানাশোনা নেই, নির্দিষ্ট করে কাউকে যেমন চিনিনা কারো লেখাও পড়িনা, পাতা উল্টিয়ে যারটা ভাল লাগে তারটা পড়ি। আপনার দীর্ঘ ব্লগীয় পথ চলা। আরো দীর্ঘায়ূ হোক ব্লক জীবন। শুভকামনা রইল।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০৯

অপ্‌সরা বলেছেন: ভাইয়া
আমারও কারো সাথে এই বাস্তব জীবনে জানাশোনা নেই তবুও সবাই যেন কত আপন, কত কাছের মানুষ! সবাইকে আমার ভীষন চেনা মনে হয় !

এই যেমন তোমার বাবুটাকে। মনে হয় যেন আমারই পাশের বাড়ির কেউ!

অনেক অনেক ভালোবাসা তোমার আর তোমাদের জন্য ভাইয়ামনি! :)

৩৫| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩

রাকু হাসান বলেছেন: দশ বছরের ফুলেল শুভেচ্ছা
আরও দীর্ঘ হোক পথ চলা

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া! :)

৩৬| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪১

বিজন রয় বলেছেন: দারুন জার্নি।
চলতে থাকুক অবিরত।

শুভকামনা রইল।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

অপ্‌সরা বলেছেন: বিজনভাইয়া থ্যাংক ইউ!!!!!! :)

৩৭| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৫

অচেনা হৃদি বলেছেন: ওহ, এটা তাহলে শায়মাপু!
হিহিহি...

প্রোফাইল পিক দেখে কি পরিমাণ ধাক্কা খেয়েছি বলে বোঝাতে পারবো না। ভাবলাম শায়মাপু মনে হয় তাঁর পিকখানা ব্যবহারের অনুমতি দিয়ে ফেলেছেন। হিহিহি...

আমি মনে করেছিলাম কোন সিনিয়র আপু একটার বেশি নিক খোলেন না, আজ পেলাম। শায়মাপু ইজ অপ্সরা!
তাহলে কি বুঝলাম? মেয়ে মানুষেরা মাল্টিনিক ব্যবহার করে। তবে তাঁরা মনের কথাগুলোকে ব্লগে আরও স্বাধীনভাবে শেয়ার করার জন্য ভিন্ন নিক নেন। আর পুরুষলোক মাল্টিনিক ইউজ করে একে অন্যের পিছে লেগে থাকার জন্য ;)

একটা অভিযোগ আছে শায়মাপু, আমি ব্লগে আসার পর থেকে মণ্ডল ভাইয়াসহ কয়েকজন আপনার নাম রেফার করে, আপনার মন্তব্য ফলো করতে বলে, আমিও আপনার লেখার অপেক্ষায় থাকি। কিন্তু আপনি লেখেন না কেন?

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৮

অপ্‌সরা বলেছেন: আহা প্রফাইল পিক দেখে ধাক্কা না!!!!!

তোমাকে তো আমার মোটেও নতুন ব্লগার মনে হয় না!

মনে হয় আমারই মতন লুকোচুরি খেলা কোনো নিক তুমি! :)

দেখো চোরে চোরে মাসতুতোভাই আর মালটি মালটি চেনা চেনা ভাইবোন! :P

কাজেই তোমাকে পুরান কেউ মনে হয় কিন্তু আমার। আগের মত অনেক সময় দিলে ব্লগে এতদিনে নিশ্চিৎ বলেই ফেলতে পারতাম কাহার মালটিয়া ! :)

যাইহোক আমি ইদানিং একটু কম কম থাকছি ব্লগে কারণ একটু সিক ছিলাম। তবে সিক না থাকলে আমি লিখি না তাহা নহে। আমি চুপ আছি মানেই আমি অন্য কোনো লেখায় মগ্ন আছি! অন্য কোনো নিকে! হা হা হা হা :P


অনেক ভালোবাসা অচেনা হৃদিমনি!!! এমন করে অচেনা থাকো তবে আমার মত সাহসী হয়ে উঠলে কোনোদিন বলে দিও চেনা নিকটা!!!!!! :P

৩৮| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৬

গরল বলেছেন: দেখেন কবে আবার আমাদের তারানা আপা সামুর নিকের জন্যও বায়োমেট্রিক রেজিস্ট্রেশন চালু করবেন আপনাদের কারণে, তবে এর জন্য আমি একটা পদ্ধতি আগে থেকেই বের করে রেখেছি ;) । যাই হোক আমিও ১০ বছর ধরে ব্লগ পড়ি তবে নিক খুলে লেখা প্রাক্টিস শুরু করেছি ২০১১ থেকে। দেখি কতদিন লাগে আপনাদের মত ব্লগার হতে, শুভকামনা রইল।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

অপ্‌সরা বলেছেন: ভাইয়া তুমিও অনেক পুরান ব্লগার!
তোমার নিকটা তো সে কথাই বলে....

আসলে লেখালিখি প্রথমে আনন্দেই করে মানুষ বোধ হয় , সিরিয়াস হয় পরে।

অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি! অনেক ভালো থেকো!

৩৯| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪

লাবণ্য ২ বলেছেন: শুভকামনা আপু!

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপুনি! :)

৪০| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫

পদাতিক চৌধুরি বলেছেন: হ্যাঁ, আপনি আমাদের শায়মাআপু???
কত্তদিন ধরে খুঁজেছি আপনারে। যাক অবশেষে পেলাম যখন আপুকে আগে খাওয়ানোর ব্যবস্থা করি।



দশবছর পূর্ণ হওয়ায় আপুকে জানাই কুর্নিশ । এক্ষেত্রে গঙ্গা জলে গঙ্গা পূজা করবো।



অনেক অনেক শুভেচ্ছা প্রিয়আপুকে।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২

অপ্‌সরা বলেছেন: আমাকে খুঁজেছো মানে! আমি তো ছিলামই মানে শায়মা অথবা অপ্সরায়।

তুমি মনে হয় চাঁদকন্যা বা বসন্তদিনের বরুণাকে খুঁজেছিলে ভাইয়া! :P

৪১| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বয়স তো দশ বছর পার করে ফেললে, ঠিকমত প্রতিউত্তর করো দেখিঃ
তোমাদের টানে ব্লগে এসে
ফুরাই কত kB
বালক ছেড়ে তবু কেন
ডাকছো আমায় বেবী?X(

বেবী মেবী শোনার পরে
কি আর আমি কবো?
স্বপ্ন ছিল সারা জীবন
তরুন হয়ে রবো!!:(

কনিষ্ঠ প্রেমিক হাজির
দরকার কি কাজী'র?
তুমি নাকি হচ্ছো ঘটক
কোন এক পাজির??X(

তোমার আবার, ঘটক পাখি আপা হবার শখ হলো নাকি?? ডানা মানার ঘটকালি বাদ দাও, নয়তো তোমার খবর আছে!!X(

পুনশ্চঃ
১. আমার কিন্তু কন্যা রাশি! এসব রাশির দোষ, আমার কোন দোষ নাই...:D:P
২. গেমু ও জেরীমনির খবর কী?
৩. ইমন ভাই, রাজামশাই এদের কথা লিখো নাই ক্যান?:(
৪. ২০০টা বই থেকে আমার ভাগে কি একটাও পড়বে না??:(
৫. ঠিকঠাক বলো, তোমার মেকানিক হিরোর নিক কোনটা? তাহার সহিত বিদ্রোহ!:P


ব্লগের অঘোষিত সম্রাজ্ঞীকে হিরোর পক্ষ থেকে শুভেচ্ছা। বটবৃক্ষরা বেঁচে থাকুক। তা না হলে দুষ্ট ছেলেরা খেলা করবে কোথায়??:P

গিফটোঃ

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৭

অপ্‌সরা বলেছেন: যা যা যা পুচকে বাঁদর
ঘটক কেনো হবো?
অঘটনের ঘটন
পটিয়াসী আমি রব!

ডানার সাথে কানার বিয়ে
মানার সাথে ছানার
ভেঙ্গেও দেবো দীর্ঘ বিয়ে
নানীর সাথে নানার।

কেবি বেবি যা খুশি তা
ফুরাও তুমি বাবু
সময়টাকে মূল্যহীনে
হলেই বা নয় হাবু!

আমার কিরে ?
যদি বা কেউ গাঁধার মত মরে!
টানাটানির জীবনটাতে
টান দিয়ে কেউ ধরে!

পারবে না কেউ হে হে হে হে
আমি চির স্বাধীন
মনের সুখে গাবো খাবো
নাচবো তাধিন তাধিন।

তরুণ হ বা মরন হো যা
আই ডোন্টো কেয়ার!
গাঁধার মত প্রেমিক যারা
আই ডোন্ট থিংক ফেয়ার!

কত শত দেখনু পাগল
কতক এলো গেলো!
এই শর্মা কুঠার হাতে
কবতে লিখে গেলো!

কবতে ফাঁদে পড়ে যদি
ভাবো আমায় কবি!
প্রেমেই পড়ো, যদিও মরো
টলবে না এই ভবি! :)


পরের পার্টের উত্তর পরে দিত্তি বাবু! :)



কবতে এবং কবিতাতে

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪

অপ্‌সরা বলেছেন: পুনশ্চঃ
১. আমার কিন্তু কন্যা রাশি! এসব রাশির দোষ, আমার কোন দোষ নাই...:D:P
উঃ ওক্কে!!! তাই তোর এমন মিনমিনা মেয়েলী স্বভাব! আজ বুঝলাম! :)

২. গেমু ও জেরীমনির খবর কী?
উঃ গেমু আছে বিজি আছে নিজ কার্য্যে! আর জেরীমনির সাথে সেই বরুণার ভালোবাসার গল্প বুঝি মিথ্যে এই নিয়ে মহা মনোমালিন্য! কোথায় আছে, কেমন আছে জানিনা! :( সেদিনের আমি যদি এ দিনের আমি হতাম তবে হয়ত তার ভুল ভাঙ্গিয়ে দিতাম। তার বদলে তার মনে অনেক কষ্ট দিয়েছিলাম। :(

৩. ইমন ভাই, রাজামশাই এদের কথা লিখো নাই ক্যান?:(
উঃ ঐ কানা ! চশমা পর যা!!!!!! X((

৪. ২০০টা বই থেকে আমার ভাগে কি একটাও পড়বে না??:(
উঃ পড়বে! ঠিকানা দিয়ে রাখো! পৌছে দেবো! :)

৫. ঠিকঠাক বলো, তোমার মেকানিক হিরোর নিক কোনটা? তাহার সহিত বিদ্রোহ!:P

উঃ ওহ সে তো আ.....জ চৌধুরী!!!!!!!!! তার কি সময় আছে ব্লগ পড়ার!!!!

যাইহোক গিফটো দেখিয়া আমি আনন্দিত!!!!!!!! জানো আমার না এই কসমেটিকসগুলো কিনতেই লাগে না। মানুষ গিফট দিতে দিতে আমাকে আর কিনতেই দেয় না। সবাই ভাবে আমার মত সাজুগুজু কন্যার এর চাইতে বুঝি আর ভালো গিফটো হয় না!!!!! তাই মানুষের পছন্দেই আমাকে সাজতে হয়! :(

:P

৪২| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

অচেনা হৃদি বলেছেন: হিহিহি...



আপু আমার ইচ্ছে করছে বলতে আমি শায়মাপুর আরেকটা নিক। কিন্তু ব্লগের শর্তাবলিতে আছে কেউ যদি নিজেকে অন্যের মাল্টিনিক বলে দাবি করে তাহলে তাঁর ব্লগ বন্ধ। এই ভয়ে বলছি না।

এনিওয়ে, আজ কিন্তু আপনিই প্রথম নন যে আমাকে অন্য কোন পুরনো ব্লগারের নিক মনে করেছে। আপনি তৃতীয় ব্যক্তি, তবে প্রমীলা হিসেবে প্রথম ব্যক্তি যিনি আমাকে পুরনো খেলোয়াড় ভাবছেন। ;)

আগে আমাকে যারা মাল্টি ভিটামিন মনে করেছিল তাঁদের কথায় দুঃখ পেয়েছি। তবে আজ শায়মাপু আমাকে মাল্টি মনে করায় গর্ব লাগছে। আমাকে কেউ কেউ অন্যের মাল্টি ভাবে এটা একদিন সামুপাগলাকে বলেছিলাম। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, তাই এখন কেউ মাল্টি ভাবলে দুঃখ লাগে না, গর্ব লাগে। :)

এখন আমার নিক একটাই, তবে মনে হয় খুব শীঘ্রই আমার আর একটা নিক আসবে। দেখব শায়মাপু সেটা দেখে চিনতে পারেন কিনা। =p~

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা তুমি বললে হবেনা!!!! আমাকেই বলতে হবে!!!!!

ওকে ওকে একদিন বলে দেবো তুমি যে আমার নিক!!!!!! :P


আর তোমার নিক আরেক খানা শিঘ্রী বানাও......

আমি খুঁজে দেখি!

:) :) :)

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৯

অপ্‌সরা বলেছেন: ওহ আরেকটা কথা! সামুপাগলার কথা যখন বললে তখন তোমাকে সামু পাগলার মালটিও বলতে পারো ! :)

৪৩| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

শ।মসীর বলেছেন: একই অঙ্গে কত রুপ :)

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৭

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!!!

এ তো নতুন নহে! পুরানো রূপ! :)

৪৪| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: বাসায় আসবেন।
সুরভি আপনার পছন্দের খাবার গুলো রান্না করে খাওয়াবে।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

অপ্‌সরা বলেছেন: ওকে ওকে আমিও আমার পছন্দের খাবার রান্না করে নিয়ে যাবো তোমাদের জন্য ভাইয়া! :)

৪৫| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫০

জাহিদ অনিক বলেছেন:

মাঝেমাঝে আমার ব্লগ ভালো লাগে না। ব্লগের প্রতি বিতৃষ্ণা এসে যায়।
সব মনে হয় মেকি মেকি !
তোমার কাছেও এরকম নিশ্চয়ই মনে হয়েছে অসংখ্যবার। বাট আই নো ইউ, তুমি হাল ছাড়িবার পাত্রী নহে।
সে সহে সে রহে-- তুমি রহিয়া গিয়াছো। সেই একদম যেমন ছিলে, তেমনি।
দশ বছর হয়ে গেলেও ব্লগে তোমার বয়স বাড়ে নাই। তুমি সেই ভাইয়ুইই হয়ে রয়ে আছো।


লেখাটা পড়লাম। যে যে লিংকগুলা দিয়েছো সেগুলোও পড়ার ইচ্ছে আছে। অগত্যা সোকেসে রাখলাম।

৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৭

অপ্‌সরা বলেছেন: হা হা না আমার তেমন কখনও মনে হয়নি!!!

কারণ আমি সদা ও সর্বদা নানা রঙ্গে নানা রূপে থাকতে পেরেছি!

সৃষ্টির আনন্দ অপরিসীম। কোথাও না কোথাও কোনো না কোনো নিকে আমি সৃষ্টি করেছি আমার আলাদা আলাদা জগৎ! কাজেই তেমন এক ঘেয়েমীতে ভুগিনি আমি!

আরও কয়েকটা নিক বলিনি এখনও ......

অনেক আগে থেকেই মানে প্রথম থেকেই এই ইচ্ছাটা ছিলো ১০ বছরের জন্মদিনের সকল নিকের নাম প্রকাশ করিয়া দেবো! তবুও এখনও কিছু কিছু উহ্য রাখিয়াছি!
আমার চোখে তুমি, গহন গভীর শুন্যভূমে বন্য বনভূমি

এই কবির নিকটাও কি বলে দেবো!!! :P

৪৬| ৩১ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৯

রেজওয়ান তানিম বলেছেন: ওই পুরষ্কার আপনি নিশ্চিন্তে নস্টালজিককে দিয়ে দেন, ওটা অনেক আগে হাতে লেখা। ১২/১৩ এর দিকে। গত ছয় বছরে আমি বাংলা হাতে কিছু লিখিনি, এমনকি আমার লেখাও আমি কম্পিউটারে লিখি। বিচ্ছিরি হয়ে গেছে হাতের লেখা।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০১

অপ্‌সরা বলেছেন: হায় হায় কি বলো!!!!!!

এই গুনাবলীকে এত সহজে হারাইলে বৎস!!!!!! :(


৪৭| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

অচেনা হৃদি বলেছেন: সামুপাগলার নিক...
:P

;)
এই কমেন্টে সামুপাগলা কি বলেছিল জানেন, বলেছিল আমি নাকি ফাজিল! (লিংক দিয়ে দিয়েছি, সময় থাকলে দেখে নিবেন আপু। )

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

অপ্‌সরা বলেছেন: হা হা তাই বলো!!!!!!
ইউ আর কপিং হার!!!!!!!!!!! :P

৪৮| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২১

আরইউ বলেছেন: অপ্সরা, আপনাকে ব্লগে দেখে ভালো লাগেছে। ভালো থাকুন, মঙলে থাকুন।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৫

অপ্‌সরা বলেছেন: আর ইউ ভাইয়া!!!!!!

আজও বললে না তুমি কে!!!!!!!!

আমি তো ১০ বছরের ব্লগে পুরাই প্রকাশিত হয়ে যাবো প্ল্যানই করেছিলাম!

তুমি তো আমৃত্যু প্রতিজ্ঞাবদ্ধ আছো!

তবে সদা ও সর্বদা তোমার জাগ্রত চোখ আছে সেটা জেনেই আমি আনন্দিত!

আর কৃতজ্ঞতা সেই হীন ষড়যন্ত্রে পাশে থাকবার জন্য!

লাভ ইউ ভাইয়ামনি! :)

৪৯| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনার আয়নায় ব্লগোপিক পড়তে পড়তে নিজের দিকে চেয়ে দেখি হায়!কখন চলে গেল এত্ত সময়!!!

দশের ঘরে পা পড়ে গেছে অলরেডি!
পড়লেই কি না পড়লেই কি! আমি হলাম গিয়ে আমব্লগার!
তোমাদের মতো রতনদের দেখি আকাশের তারা দেখার মতো!
আর আপন মনে পড়ে থাকি! কোথাও যেতে পারিনে বলে!

আমার তিনটা জানা ছিল! কিন্তু তুমিতো দেখি সেইরাম মাল্টি ট্যালেন্টেড মাল্টিবাজ :P
হা হা হা


অনেক অনেক অভিনন্দন। :)

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা ভালো নাম দিয়েছো আয়নার ব্লগোপিক!!!!!!

আর মাল্টি ট্যালেন্টেডদের কি আর মালটি নিকস না থাকলে চলে? বলো ভাইয়া!!!!!! :P

৫০| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: এই উপলক্ষে খাওয়া দাওয়া হবে না ?

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

অপ্‌সরা বলেছেন: হবে!!!

আপাতত ওয়াফেল উইক চলছে!!!

এটাই খাও! :)

৫১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

Sujon Mahmud বলেছেন: এত বড় পোস্ট দেইখা গলা শুখাই গেছে.....পানি খেয়ে আছি

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:১০

অপ্‌সরা বলেছেন: পানি খাওয়া হয়নি ভাইয়ু!!!!!!!

৫২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

আরইউ বলেছেন: আমি যা সত্য সুন্দর মনে করি, তা-র পক্ষে বলি, থাকি।

আমার বয়স ব্লগে যুগাধিক হয়ে গেছে। আমার আগের দু‘টো নিক বেশ জনপ্রিয় ছিল। আমার ২য় নিকে আপনার সাথে কথা হয়েছে বেশি। জানিনা আগের নিকে আমরা বন্ধু ছিলাম কিনা, আমাদের কোন নিকের সাথে কোন নিকের শত্রুতা ছিলনা। অনেক হিন্টস দিলামতো!

ভালো থাকুন, অপ্সরা...

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৬

অপ্‌সরা বলেছেন: জানি জানি জানি...... আর তাই তো আই লাইক ইউ সো মাচ ভাইয়া!!! :)

কোনো হিন্টসেই চিনতে পারলাম না !!!! :(

আই থিংক ইউ আর অলওয়েজ মাই ফ্রেন্ড!!!! :)

৫৩| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন আপু, সময় কম তাই, এক কথায়, অসাধারণ কথার মালা

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া!!! :)

৫৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১১

ধ্রুবক আলো বলেছেন: ১০ বছর থেকে ১০×১০ বছর হোক। অনেক শুভ কামনা রইলো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!

৫৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

কি করি আজ ভেবে না পাই বলেছেন: হাঁটি হাঁটি পা পা করে
গেলো সাল দশটি;
শুরুতে যা আজো সে তা
ঘাড়ে চেপে বসটি।

ট্রাই কি কম হে হলো
ঘাড় থেকে নামাতে?
পারলোনা পারলোনা
কেউ তারে থামাতে।

দেখেছি দেখেছি শত
কুয়ো-নদী-খন্দ;
লম্ফেই দম খোয়ে
ব্লগই শেষে বন্ধ।

দলেবলে কত ছলে
আসে আর যায়গো;
কি সুখে যে আসে হায়
শেষে বাঁশ খায়গো।

দম তার অফুরান
একাই সে একশো;
এমন ফুলনদেবি
আর কোথা দেখছো?

কি করে পারবে কও
অভাগারা তার সনে?
গোমর সে জানি জানি
এসো কই কানেকানে।

অপ্সরা নামে স্রেফ
আদতে সে ডাইনী;
মানুষেরা তার সনে
পারবে কি ছাই নি?

লড়াইতো হয়া চাই
মনু মনু সমানে;
মায়াবিনী সদা ছলে
হেসে কয় কে মানে?

বিরোধ করেছে যারা
আজতক হল্লায়;
সরিয়েছে কৌশলে
খুন চুষে কল্লায়।

নিজ চোখে দেখেছি তা
একরতি মিছে না;
তাইতো শতদোষেও
লাগি তার পিছে না।

উড়িতেছে ঢেঙাঢেঙ
ইদানিং 'পাপ্র'টা
বুঝিবে সে হাড়েহাড়ে
ডাইনীর খিপ্রতা।

বেশি কয়ে আছে রিস্ক
মুড তার বুঝা দায়;
বশ্যতা মেনে তার
টিকে থাকা সুজা তায়।

আজতক যে লেগেছে
ঠিক তারে যম পায়;
বস মেনে টিকে আছি
তার অনুকম্পায়। |-)


৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা :P


আহা আহা বস মানা
ঢঙ্গে জুড়ি নেই তার
মাঝে মাঝে ভাবি বসে
আমিও মেনেছি হার! :-P

(অপ্সরা নামে স্রেফ
আদতে সে ডাইনী;
মানুষেরা তার সনে
পারবে কি ছাই নি?)

খুব তুই বললি যে
আমি নাকি ডাইনী
মানুষেরা নাগালটি
মোর কভু পায়নি!

আর তুই পাংশুটে
হিংশুটে ভূতো ছা
এ খবর চেপে চুপে
রেখেছিস আজও তা!

জানতো যে সে খবর
আজ লোক জনেরা
পিটিয়ে ফাটিয়ে দিত
তোর মাথা গোবরা!

বেঁচে গেলি ছড়া ফেঁদে
মোর সাথে বেঁধে গাঁট
নইলে তোহার ব্লগে
হত আজ ধুধু মাঠ!

(বিরোধ করেছে যারা
আজতক হল্লায়;
সরিয়েছে কৌশলে
খুন চুষে কল্লায়।)

গাঁট বেধে তারপরও
এই নেমক হারামী
ঘরের কথাটি ফাঁস
করে দিলি ক/খ/গ/ঘ/চ/ছ/জ/ঝ/চ্যাছরামী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ( মানে অগুনিত নিউ ভোকাবুলারী গালি ফর ইউ!!!!!!!! )

(নিজ চোখে দেখেছি তা
একরতি মিছে না;
তাইতো শতদোষেও
লাগি তার পিছে না।)

পিছে লাগা দেখাচ্ছি
আজ নেই রক্ষা
গলা টিপে মারবো রে
পাবি তুই অক্কা! X((

প্রাপরে হিংসা করে
তুই যাহা বলেছিস!
ভূত হয়ে ঘাড়ে চেপে
কান তার মলে দিস!!! :)

এই হলো কুটনীতি
জানিস কি বলে তা?
নিজে নিরাপদে থেকে
কাঁটা দিয়ে কাঁটা তোলা..... :)

৫৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫২

সুমন কর বলেছেন: কাল রাতে অর্ধেক পড়েছিলাম, আজ জানলাম তোমার সব কাহিনী !! স্পর্শিয়া'র লেখা পড়ে সন্দেহ হয়েছিল, এখন দূর হলো। আরো দীর্ঘ হোক তোমার ব্লগ চলা.... ;) ;)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫৫

অপ্‌সরা বলেছেন: হা হা এতদিন পরে এটা জানলে!!!!!!!

আমি তো ভেবেছিলাম ঢাক ঢোল ঝাঁঝর বাঁজিয়ে সবাই এতদিনে জেনেই গেছে! :)

৫৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৩

কথাকথিকেথিকথন বলেছেন:






দশ বছরের জন্য দশবার অভিনন্দন!

লেখাটা পড়ে মনে হলো লেখাটা লেখার সময় আপনি বেশ উপভোগ করেছে। হয়তো স্মৃতির পাতায় পড়েছে ক'ফোটা এলোমেলো বৃষ্টি.....

উফফ! নিক পড়তে পড়তে আমি বড্ড ক্লান্ত!!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১১

অপ্‌সরা বলেছেন: হা হা আরও সব কানে কানে বলে দেবো! :)

৫৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:১৭

আহমেদ জী এস বলেছেন: অপ্‌সরা ,




দশ হাত শাড়ীর ভাজ খুলে খুলে দেখিয়ে গেলেন জমিনের পরত আর তার রঙ, সুতোর জেল্লা, পাড়ে নকশী কাঁথার মতো যতো নকশা ।
হাতে নিয়ে বুঝতে হয় সে শাড়ীর মসৃনতা, তার বুনটের ধার । এ শাড়ী সব হাটে বিকোয় না ।

শুভেচ্ছা এক দশকের ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!!!!!
অনেক অনেক ভালোবাসা!!!

৫৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
অপ্‌সরা আপু,

আপনাকে ব্লগীয় জন্মদিনের শুভেচ্ছা।

ভালো থাকুন নিরন্তর।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৪০

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়ু!!!!! :)

৬০| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: খোঁচামারা মন্তব্যঃ

আমি হনু আসল হিরো
তোকে কি ভয় করি??X(
আমার কি লাভ? তুই যদি হোস
পেত্নী কিংবা পরী!!:P
যাও, প্রতিউত্তর পছন্দ হওয়ায়, হিরো মেকানিকের সহিত সন্ধি করা হলো।;)
এখন ঠিক করে বলো, তোমার টোটাল নিকের সংখ্যা কত?


একটা ছিল শেয়াল ভায়া
বুদ্ধিতে সে চালাক, ;)
মাথায় তাহার ফন্দি শুধু
ভয়ে সবাই পালাক!

হাঁস-মুরগি, কুমির ছানা
বাদ যায় না কিছু,
টক-মিষ্টি আঙুর ফল
কাঁঠাল কিংবা লিচু।।:P

শেয়াল যে খুব ধূর্ত প্রাণী
জানো নাকি তুমি?
পুরান অনেক শেয়াল ছিল
এখন তারা ঘুমি??:P

পুনশ্চঃ
আঙুর ফলের ভাগ না পেলে
দেব গোড়া কেটে, (আঙুরগাছের)
আমি যদি না পাই আঙুর
যাবে না তোর পেটে।:P:P

পোস্টটি প্রিয়তে নেয়া হইলো।
তোমার জন্য অফুরান শুভেচ্ছা রইলো। :)

ছবিঃ সাবা।
(ঠ্যাঙানির ভয়ে প্রথম ছড়াটা দেয়া হল না:P)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:০৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা যাক ঠেঙ্গানিকে ভুই পাইসো তাইলে!

আর আমার টোটাল নিকের সংখ্যা যখন আমার ইচ্ছা হবে তখনই প্রকাশ করিবোক। আপাতত এই ৭ টাই জানো! :)

৬১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৪

রসায়ন বলেছেন: শুভকামনা । পুরনো ব্লগারদের আরো চাই সামুতে ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৪

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৬২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৫

জেন রসি বলেছেন: হা হা...... পোস্ট পড়ে মজা পেলাম। আরো কিছু গল্প মনে পরে গেল।:P

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

অপ্‌সরা বলেছেন: কি কি !!! বলে ফেলো দু,একটা!!!!!

৬৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:০২

জেন রসি বলেছেন: কিছু জ্ঞান গুপ্ত থাকুক। ব্লগবাসী সামলাইতে পারবে না। ;)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

অপ্‌সরা বলেছেন: হা হা হা

ব্লগবাসীদের জন্য তোমারও দেখছি ভীষন মায়া!!!!! B:-)


:P


জীবনে অনেক হেসেছি আমি তবে তোমার কথা শুনে একদিনের হাসি মনে পড়ে গেলো! এত হাসি মনে হয় আমি আমার ব্লগ জীবনে আর কখনও হাসিনি!!!!!!!!!! হাসতে হাসতে এমনই অবস্থা হয়েছিলো যে ঘুমের মধ্যেও হাসছিলাম আমি। পুরাই লাফিং গ্যাস ব্লগ একটিভিটিতে আক্রান্ত হয়েছিলাম সেদিন।

ভীষন রকম স্মরণীয় দিন এবং স্মরণীয় হাসি ছিলো তাহা, যাহা এই ব্লগ জীবনে কখনই হয়তো কাহাকেও বলা হইবেক না!!!! :P

আমার ধারণা তুমিও উহাই মনে করিয়া হাসিতেছো!

৬৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আহা!রে আমার নিজের বয়সও মনে হয় এখনো দশে পড়েনি :P আর আপু আপনার ব্লগীং বয়স দশ :(
দশবছর পূর্তি শুভেচ্ছা রইল আপু । :)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১৭

অপ্‌সরা বলেছেন: হায় হায় তুমি এত পিত্তি!!!!!!!!

জানতাম না!!!! :)

৬৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: Sayem Moon wrote on your timeline.
Oct 17, 2008 11:30pm

Welcome to fb. Boss koyekjan k suggession korlam apnake add korar jonno. Take care.

তোমার যখন ব্লগিং শুরু তখন আমি কার্জনের রাজা মানে হিরো /সেলিব্রিটি। ফেস বুকে ঢুকেই সেলিব্রিটি।
কবি সায়েম মুন (তোমাের বেবি ভাইয়া ) আমার ওয়াল এ লেখা কপি পেস্ট করে দিলাম।
কবি সায়েম মুন তারও আগে থেকে ফেসবুকে আছে।

আমার ওয়ালে প্রথম ওয়েল কাম জানিয়েছে দুইজন মেয়ে
Haniyum Maria wrote on your timeline.
bhaia welcm........

Rubaiyat Ashrafee wrote on your timeline.

bhaiya.. apnar agomone "shongrami shuvechha" janachhi

দশ বছর পূর্তিতে অভিনন্দন। :)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:২৮

অপ্‌সরা বলেছেন: কিসের মধ্যে কি ?
পান্তাভাতে ঘি!!!!!! :-/

যাইহোক আমাদের কার্জনের রাজাভাইয়া
মানে হিরোভাইয়া
ওরফে সেলিব্রিটি ভাইয়া
তথা ফেস বুকে ঢুকেই সেলিব্রিটিভাইয়া


তুমি কি শিফাত উল্লার বড় ভাই নাকি ভাইয়া!!!!!!!!

৬৬| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:২৬

জেন রসি বলেছেন: হা হা

এসব মিথ। ইতিহাসে লুকায়িত থাকে। ;)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৩১

অপ্‌সরা বলেছেন: সেই ইতিহাস কি কোথাও কখনও লেখা হবে!!!!! B-)

৬৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

জেন রসি বলেছেন: ফলাফলটাই মুখ্য। সব ইতিহাস লেখার জন্য না।

তার উপর আমি দুইদিনের মূর্খ ব্লগার। জটিল ব্যাপার স্যাপার বা এক্সপেরিমেন্ট একটু কম বুঝি। ;)

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪১

অপ্‌সরা বলেছেন: ওহ সেসব অলিখিত ইতিহাস! হা হা হা :P

৬৮| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: =p~ অভিনন্দন। আরো কয়েক দশক ব্লগিং করো।শুভকামনা রইলো।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৪৩

অপ্‌সরা বলেছেন: করিবোক করিবোক!!!

:) :) :)

৬৯| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

জেন রসি বলেছেন: যাইহোক। অভিনন্দন আপনাকে। ব্লগে আসার পরই বুঝেছিলাম আপনি এক ইন্টারেস্টিং চরিত্র। এবং আপনার সাথে ব্লগে কাটানো সময় আমি উপভোগ করেছি। :)



০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:১০

অপ্‌সরা বলেছেন: হা হা হা

২০১৫ থেকে আমার ব্লগিং এ চেঞ্জ এসেছে। আমি এটা ব্লগেই লিখেছি। তাহার কারণ যাহাই হোক তুমি আর আরও কয়েকজন ছিলে তাহার মাঝে। :)

৭০| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ইমন জোবোয়ের ভাই মারা যাওয়ার দিন অনেক কথা হয়েছিল মনে আছে। আজকে আমার কাজিন মারা গেছে সকালে স্ট্রোক করে বয়স পঞ্চাশ হয়নি। মরে গেলেই সব শেষ। তবে পোস্ট গুলো হয়তো থাকবে।

ইমন জোবায়ের ভাই তোমাকে অনেক স্নেহ করতো।এইটা হলো তোমার অর্জন।ব্লগ থেকে।

এমন হয়তো অনেক অর্জন তোমার আছে। আগামীতেও হোক।

স্মৃতি বরাবরই বেদনাদায়ক। যেমন আমার আজকে মনে পড়ছে চাচাতো ভাইয়ের কথা যখন সে বলতো সায়েম তুমি আমার আদরের ছোট ভাই তুমি কি চাও?

আমারো অনেক অর্জন ব্লগে থেকে আছে। একটা অর্জন তুমি তোমার প্রশ্রয়। আমার সব মনে আছে।





০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৪

অপ্‌সরা বলেছেন: এই বেদনাদায়ক স্মৃতিগুলির জন্য আজ তুমি বেশি ইমোশনাল আছো ভাইয়ু! :)

৭১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১২:৫৭

জেন রসি বলেছেন: সেলিম আনোয়ার ভাই ইমোশ্যনাল হয়ে যাচ্ছে। তিন নম্বর বিপদ সংকেত! ;)



০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২৫

অপ্‌সরা বলেছেন: সেলিমভাইয়ার বিপদ সংকেত ৩ থেকে ১০ হতে বেশি সময় লাগবে না!

৭২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৪৯

অন্তরন্তর বলেছেন: ১০ বছর অনেক সময়। তুমি ধৈর্য ধরে সফলতার সহিত সামুতে ব্লগিং করেছ। তুমি এমন অনেক অনেক দিন সামুতে ব্লগিং কর এই দোয়া করি। আমিও ব্লগে রেজি করার আগে অনেক বছর শুধু পড়েছি। এখনও প্রত্যেকদিন ব্লগে না আসলে ভাল লাগে না যদিও মন্তব্য করি না। শুভ কামনা সর্বদা।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৯

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক থ্যাংকস ভাইয়া!!!

আমি তোমার মন্তব্য না দেখে ভাবি তুমি আর আসোই না! :(

৭৩| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

অপু দ্যা গ্রেট বলেছেন: একটা নিক ব্যবহার করতেই আমার জান প্রান ওষ্ঠাগত । আপু ক্যামনে সম্ভব ।

যদিও আমি ব্লগে লিখছি মাত্র অল্প কয়েক বছর । তবে সামু তে আমি আছি ২০১১ থেকে । তখন শুধু পড়তাম । এই নিক যে একজনের কখনো ভাবিনি ।

যাইহোক শুভ কামনা রইল । আশা করি যত দিন ব্লগ আছে আপনাকে আমরা পাবো।

আচ্ছা আমরা একটা গেট টুগেদার করতে পারি না ?

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৪

অপ্‌সরা বলেছেন: অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ ..... ওহ হো না না অনন্ত জলিলের কাজ!!!!! বুঝতে পারছি না সেটাও আমার নিক কিনা! :P

২০১১ তে কোন নিক কে একজনের ভেবেছিলে ভাইয়ু!!!

আর গেট টুগেদার!!!

চলো চলো??? কই যেতে চাও বলো???

৭৪| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

সোহানী বলেছেন: সামুতে যদি এ্যাকটিভ সাথে দীর্ঘ সময় কোয়ালিটিফুল ব্লগিং করার পুরস্কার থাকতো তাহলে মনে হয় তুমিই তা পাওয়ার যোগ্যতা রাখো।

ভালোলাগলো তোমার স্মৃতচারণ। আমি খুব সামান্য একজন পাঠক, সবার লিকা পাঠেই আনন্দ।

শুভকামনা ১০ বছরের নিরলস ব্লগিং এ সময় দেবার জন্য। আরো ১০*১০ হবে এ প্রত্যাশায়। ভালো থাকো সব সময়।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৭

অপ্‌সরা বলেছেন: কি বললে আপুনি!!!!!!!!!!!!!
লাভ ইউ!!!! লাভ ইউ!!! লাভ ইউ!!!!!!

৭৫| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

বাবুরাম সাপুড়ে১ বলেছেন: আমার মোটে দুই বৎসর ,আমার মোটে এক ,বালেগ হতে আমার কত অপেক্ষা দেখা যাক!

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৯

অপ্‌সরা বলেছেন: ইউ আর অলরেডি বালেগ!!!! :)

৭৬| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩১

মনিরা সুলতানা বলেছেন: ওরে বাবা এত সাত দু'গুনে চৌদ্দকাহন!!!!
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা অপ্সরা !

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৬

অপ্‌সরা বলেছেন: এখ যুগ পূর্তীতে আঠাশ কাহন বলবো আপুনি!!!!!!! :P


অনেক অনেক ভালোবাসা তোমার জন্যও!!!!!!

৭৭| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে অভিনন্দন। সুদীর্ঘ দশ বছর একটি প্ল্যাটফর্মের সাথে থাকা দারুন একটি ব্যাপার।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

অপ্‌সরা বলেছেন: তোমাকেও অনেক অনেক থ্যাংকস ভাইয়া! এই সুদীর্ঘ ১০ বছরে কত শতবার কত শত ঝড় ঝঞ্জায় কারণে অকারণে তোমাকে ব্যস্ত করে তুলেছি। আনন্দ উপভোগে তেমনটা মনে করিনি যত না রাগ ক্ষোভ আর দুঃখ ক্রোধে করেছি।

তবে হ্যাঁ অভিজ্ঞতার একটা দাম আছে । সে অভিজ্ঞতার বলে নিজেই এখন নিজের যুদ্ধে যে হাতিয়ার বা অস্ত্র ব্যবহার শিখেছি তার নাম নিজের কাজে এগিয়ে চলা। এই শিক্ষা আমি নতুনদের কানেও দিতে চাই। বিশেষ করে পাবলিক প্লাটফর্মে এত কিছু ভেবে সামনে আগানো যায় না!

অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা তোমাকেও।

৭৮| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪

অর্ক বলেছেন: শায়মা আপু, আপনার জন্যে আমার খুব, খুব প্রিয় একটি স্ট্রিট ফটো। সারা পৃথিবীজুড়ে অগুনিত মানুষ উপভোগ করেছে ছবিটি।



অভিনন্দন অভিনন্দন...

আরও কিছু বলবো এখানে।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৪

অপ্‌সরা বলেছেন: আসলেই দারুন একটা ছবি!
মনে হচ্ছে ভোরের ঘুমন্ত শহরের ঘুম ভেঙ্গে ওঠার আশায় চায়ের ধোঁয়া ওঠা কেটলী নিয়ে বসে আছে কোনো এক ভোরের পাখি। :)

৭৯| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২০

ডট কম ০০৯ বলেছেন: অভিনন্দর রইল।
আমারো আর তিন মাস পরে দশ বছর পূর্ন হবে।
আপনার মত আমার এত্ত এত্ত গুলা নিক নাই। নইলে আমিও এত্ত এত্ত বড় করে পোষ্ট দিতাম। হাহহাহাহহাহাহ।

ভাল থাকুন সব সময়। শুভকামনা।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৩

অপ্‌সরা বলেছেন: নিক নাই তো কি হয়েছে!!!

এক নিকেরই ১০ বছরের ইতিহাস লিখতে পারো!

মানে তোমার দেখা সামুর ১০টা বছর!!!!!

ডেমো লাগলে হামাভাইয়ার ৭ বছরের পোস্ট দেখে নিতে পারো।

আমি তো আমার গল্প বলেছি তুমি কেনো বলবে একই কথা!!!!!!!!!! B-)

৮০| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৮

আখেনাটেন বলেছেন: সুদীর্ঘ দশ বছর টিকে থাকতে পারা বিশাল অর্জনই বটে। শত শত লেখনি হাজার হাজার মন্তব্য কোটি কোটি স্মৃতি।

অতীতের ব্লগীয় স্মৃতিগুলো নিশ্চয় বেঁচে থাকার মুহূর্তগুলোকে আরো সুখকর করে তুলবে। হাজারো হলেও নিজের সৃষ্টি।

কত আনন্দ কত বেদনা!

এভাবেই লিখতে থাকুন। পরের যুগেও যেন এরকমই আরেকটি লেখা পাওয়া যায় এই কামনা। এক ফারাও চলে গেলেও নিশ্চয় আরেক ফারাও এভাবেই অভিবাদন জানাবে। :D

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৪

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া ভেবেছিলাম করুণাধারা আপুর মত তুমিও আমার এখনও অপ্রকাশিত নিকটি মনে মনে ঠিকই চিনে ফেলবে!


যাক বাবা তুমি এখনও একটু গাধা আছো!!! :P

আমি এখনই সে নিকে প্রকাশিত হতে চাই না! :)

৮১| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

আখেনাটেন বলেছেন: আরো একটা, ঠিক আছে, শার্লক হোমসের দ্বায়িত্বটা কিছুদিনের জন্য ঘাড়ে নিতে হয় তাহলে। গানের কলি শুনে গায়িকার সন্ধান পাওয়া যায় কিনা। :D

ভাবছি সেলিম ভাইকে ওয়াটসনের দ্বায়িত্বটা দেওয়া যাবে কি না? :P

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

অপ্‌সরা বলেছেন: মাফ চাই.....

সেলিমভাইয়াজানের মত ওয়াটসনের দরকার নাই!!!!!!!!

আর শার্লক হোমস ভাইয়াজান!!!!!!! গোয়ন্দাগিরিতে ফেইল করিলেও নো চিন্তা আগামী বসন্তে প্রস্ফুটিত হইবো!

৮২| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: নতুন পাম্পারে পাম কিন্তু বেশী এসে পড়ছে। আরেকটু হলে ফেটে যাবো

০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

অপ্‌সরা বলেছেন: হা হা হা না না ফাঁটবে না!!!!!!!!!! তুমি এমনিতেই ফাঁটো ফাঁটো আছো!!!!! মানে মটু হয়ে গেছো!!!!!! :P

৮৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৩২

শেরজা তপন বলেছেন: ব্লগে আমি এখনো তোমার থেকে মাস পাঁচেকের ছোট আছি।
শায়মা, অপ্সরা, নীলপরী সবাইকে আমার চেনা- কিন্তু কখনো মেলাতে যাইনি। ভাগ্যিস এ লেখাটা পড়েছিলাম না-হলেতো কোনদিন জানতাম-ই না এত্তগুলো নিক নিয়ে কেউ লেখালেখি করে!!
যা হোক ব্লগে দশম বর্ষ পূর্তির শুভেচ্ছা! ভাল থাকুন সারাক্ষন

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৩৭

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া!!!!!

তোমার জন্মদিনের পোস্টের কথা আজও ভুলিনি কিন্তু!!!!!!!!! :)


আর এত্ত নিক নিয়ে কেউ লেখালিখি করে কিনা জানিনা তবে কেচালবাজী করে। আমি সেটা কখনও করিনি তবে আমার মাল্টি নিয়ে কেনো আমি লিখবো এটা নিয়ে অনেক কেচালবাজরাই কেচালবাজী করেছে ! :P

৮৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪৮

অর্ক বলেছেন: ছবিটার আসল ম্যাজিক ব্যাকগ্রাউন্ডে, তিনজন মানুষ শুয়ে ব’সে ঘুমোচ্ছে! ভোর না হলেও সকাল বা দুপুরবেলা। স্থান কোলকাতার কলেজ স্ট্রিট। ভ্রমণে ইচ্ছে মতো ছবি তুলে বেড়িয়েছি।

সত্যি, আপনার অর্জন বিরাট, চমকপ্রদ। আপনাকে দেখে সবসময় প্রেরিত হই, হয়ে আসছি, যে একটা মানবজীবন বৃথা যেতে পারে না। আমাদের অনেক কিছুই করার আছে। মানুষের শক্তি ও ক্ষমতা অসীম। আত্মবিশ্বাস, একাগ্রভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে গেলে আপাতদৃশ্যে যা অসম্ভব মনে হচ্ছে, তাই ঠিকঠিক এক পর্যায়ে সহজসরল হয়ে ওঠে।

এভাবেই সবার শুভেচ্ছায় থাকুন সবসময়। অনেক অনেক শুভকামনা রেখে যাচ্ছি। সদা ফল্গুপ্রবাহ থাক জীবনে।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:০০

অপ্‌সরা বলেছেন: আমি তো দু'জন মানুষ দেখছি। ৩নং টা কোথায়?

কলকাতার কলেজ স্ট্রিট আমার প্রিয় জায়গা! মার্বেল প্যালেসে গেছিলে ভাইয়া?? রবিঠাকুরের বাড়ি?

(সত্যি, আপনার অর্জন বিরাট, চমকপ্রদ। আপনাকে দেখে সবসময় প্রেরিত হই, হয়ে আসছি, যে একটা মানবজীবন বৃথা যেতে পারে না। আমাদের অনেক কিছুই করার আছে। মানুষের শক্তি ও ক্ষমতা অসীম। আত্মবিশ্বাস, একাগ্রভাবে সুনির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে গেলে আপাতদৃশ্যে যা অসম্ভব মনে হচ্ছে, তাই ঠিকঠিক এক পর্যায়ে সহজসরল হয়ে ওঠে। )

অনেক অনেক আপ্লুত হলাম ভাইয়া!

মনে হচ্ছে কোনো কারণে তুমি বিষন্ন আছো। তোমার বিদায়ী পোস্ট দেখে বললাম।

যাইহোক তুমি যাচ্ছো না ওকে??

কালকেই একটা কবিতা লিখো!! :)

৮৫| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৮

জে আর সিকদার বলেছেন: একজন ব্লগারের এত্তোগুলো নিক ! এটা শয়তানি ছাড়া কিছু নয়।

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

অপ্‌সরা বলেছেন: যে যেমন সে তেমনই ভাববে!!!!!!! এ আর নতুন কি!!!!!!!


সাধু আর চোরের গল্প শোননি!!!!!!

না শুনলে বলো আমি শুনিয়ে দেবো!!!!!

তাহলেই জেনে যাবে কে সাধুগোত্রীয় আর কে চোর গোত্রীয় ! :) :) :)

৮৬| ০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:০২

হযবরলঃ বলেছেন: জয়তু ভগিনি দুর্গা................... :)

০২ রা আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

অপ্‌সরা বলেছেন: হা হা হযবরল ভাইয়া!!!!

অনেক অনেক ভালোবাসা!

৮৭| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অপ্‌সরা'র বর্নাঢ্য ১০ বছর।
মোটামুটি ৭ বছর অপ্‌সরার সব নিক, সব পোস্টের সাথে পরিচিত।
বিশেষ করে 'শায়মা' ছিল আমার বেশি পছন্দের।
অপ্‌সরার সকল নিক থেকে বিষয় বিচিত্রে ভরপুর অসংখ্য পোস্ট নিঃসন্দেহে সামুকে সমৃদ্ধ করেছে। তার ব্লগিয় জীবন দির্ঘ হোক।
অনেক শুভ কামনা অপ্‌সরা ।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৬

অপ্‌সরা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!!!


আরও কিছু বলে দেবো এক যুগ পূর্তীতে! :)

৮৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:০১

মনিরুল ইসলাম বাবু বলেছেন: অনবদ্য ।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:১৮

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৮৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২১

অপু দ্যা গ্রেট বলেছেন: আরে আয়োজন করেন ঢাকার মধ্যেই । হাজির হয়ে যাবো ।

করলে কি মন্দ হবে ?

আসলে ছোট মানুষ তো । আমি কি এত দায়িত্ব নিতে পারি । আপনারা বড় নিন এই দায়িত্ব ।

আপতত লাইসেন্স চেক করি ।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ৯:২৬

অপ্‌সরা বলেছেন: গুড গুড লাইনসেন্স চেক করো তার পর পার্টি! :)

৯০| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:০০

ডঃ এম এ আলী বলেছেন: সুদীর্ঘ ১০ বছর ধরে অসাধারন গুনাবলী নিয়ে বৈচিত্রময় লেখা , ছবি , মন্তব্য, প্রতিমন্তব্য তথা ব্লগের প্রতিটি শাখায়
অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে যাওয়ায় রইল প্রানডালা শুভেচ্ছা। কিছু নিকের লেখায় মনে হত এটা বুঝি তোমারই লেখা , এখন মনে হল ধারনাটি মোর কাছাকাছিই ছিল যা এখন আরো পরিস্কার হলো। অতি ব্যস্ততার মাঝে সময়টি যাচ্ছে বলে এ পোষ্টের লিংকগুলিতে যাওয়া হয়ে উঠছেনা যদিও মনে রয়েছে প্রবল বাসনা । প্রিয়তে নিয়ে গেলাম সময় করে সবগুলিই দেখব ঘুরে ফিরে ।

ভাল থাকার শুভকামনা রইল

০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

অপ্‌সরা বলেছেন: হা হা থ্যাংকস ইউ!!!!!!!!

কেমন আছো ভাইয়া???


লেখালিখি আযর করছো না আজকাল???

৯১| ০৫ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: একটি বড় ভুল ছিল , ঠিক করে গেলাম ।
লেখালেখি খুব বেশীই করছি ,
তাই এখানে তেমন সময় দিতে পারছিনা।
ধন্যবাদ কুশল জানতে চাওয়ার জন্য।
কামনা করি সাজুগুজুর সাথে তোমার মঝার মঝার লেখা
চলতে থাকুক দুর্বার গতিতে যুগ যুগান্তর ধরে ।

০৫ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০১

অপ্‌সরা বলেছেন: কোথায় ভুল?
আমি তো কোনো ভুল দেখি না।

অনেক অনেক থ্যাংকস ভাইয়া। অনেক ভালো থাকো।

৯২| ০৫ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৪৯

ডঃ এম এ আলী বলেছেন:
প্রিয় আর লাইকের ঘরে টিক দেয়া হয়নি যাওয়ার কালে
অভাজনের লাইক আর প্রিয় কেই বা দেখে চোখ মেলে।

০৫ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৪

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়া তুমি মন্তব্য করেছো সেই অনেক অনেক এবং অনেক!!!!!!! :)

৯৩| ০৬ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: অভিনন্দন আপু। আগামী ১ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ব্লগে আমারো দশ বছর পূর্ণ হবে ইনশাল্লাহ। ২ সেপ্টেম্বর ২০০৮ তারিখে লিখেছিলাম প্রথম ব্লগ। দোয়া চাই আপু। এখন অবশ্য ব্যস্ততার জন্য লেখার সময় পাই না।

০৬ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫২

অপ্‌সরা বলেছেন: অনেক অনেক দোয়া আর ভালোবাসা ভাইয়ামনি!!!!!! :)

৯৪| ০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:০২

মাহবুবুল আজাদ বলেছেন: যুগ যুগান্তরের ধারায় বয়ে চলুক এ পথ চলা।

০৬ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৫৬

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

৯৫| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১০

ভাইয়ু বলেছেন: আচ্ছা আপনের আসল নামখানা কি? :|

১০ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪১

অপ্‌সরা বলেছেন: বলবো না!!!!!!

বাট তুমি কাহার ভাইয়ু!!!!!! B:-)

এই ব্লগ জীবনে অনেক ভাইয়ু পেয়েছি, বলতে গেলে আমি এই ভোক্যাব প্রচলিত করেছি.....


তুমি এতদিন পরে স্বয়ং এই নামে কোথা থেকে এলে!!!! :P

৯৬| ১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপু, আপু, আপু!

দেখ ব্লগে একটা সুন্দর গাধা পেয়েছি।।:P
http://www.somewhereinblog.net/blog/Nabila344

১০ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

অপ্‌সরা বলেছেন: হায় হায় !


গাধা কেনো!

বুঝেছি ইউ আর স্কেয়ারড অব রুপচর্চা!

যদি আবার তোমার বউ বিউটি পারলারে রূপচর্চা করতে যায় এই ভয়ে!!!!! :P

৯৭| ১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:২৩

কথাকথিকেথিকথন বলেছেন:




কান পেতেছি, বলুন!

১০ ই আগস্ট, ২০১৮ রাত ৮:৩৫

অপ্‌সরা বলেছেন: এই কানে না .....


ঐ কানে ...... B-))


তার আগে গান শোনো.....
আমি কান পেতে রই

৯৮| ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:২১

বাংলাদেশ-ফয়সাল বলেছেন: এতো নিকের ভিড়ে আপনার আসল নামটা মনে আছে তো ?

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

অপ্‌সরা বলেছেন: আছে...... সর্বদা মনে রাখি যেন ভুলেও এখানে না বলি .... :)

৯৯| ১৬ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৩৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ঘুরতে আসলাম! এসে দেখি আপনার এই পোস্ট! সামুতে এইটা বোধহয় প্রথম পোস্ট যেখানে কেউ নিজের মোটামুটি সব মাল্টিনিকের জারিজুরি ফাঁস করলো! :-B আমি শায়মা আর এই নিকের লেখাই পড়েছি বেশি! এনিওয়ে, অভিনন্দন পার্ক। কেক্কুক মিস্টি এসব খুব খারাপ খাবার! চিনি খাওয়া ঠিকনা তাই কিছুই খাইতে দিবোনা B:-/

আমারো ৯ বছর যায় ডাচম্যানে। এরমধ্যে বোধহয় ৩ বছর খু সিরিয়াস ছিলাম। বাদবাকী সময় কোনদিক দিয়ে গেলো জানিনা!
বসন্তদিন হাতে পেতে মঞ্চায়! কী উপায়?

২০ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

অপ্‌সরা বলেছেন: হ্যাঁ মানুষ মালটি বানায় কেচলামী, কুটনামী আর অন্যের পিছে লাগতে। আমি বানাই নির্জনে কিছুদিন নিজের মনের মত লিখতে।
তাই সেইখানে লেখার দিন শেষ হয়ে গেলেই আমি বলে দেই আমার নিক! তবুও কিছু কেচালবাঁজের সেটাও সহ্য হয় না। সেটা নিয়েই কেচলামী কুটনামী করতে হয়!

তাতে অবশ্য আমার কাঁচকলা ভর্তাই হয়!

যাইহোক , এড্রেস দাও ভাইয়া, বসন্তদিন পৌছে দেই!!!!!!! :)

১০০| ২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:




পোস্ট করেছি: ১৪৬টি
মন্তব্য করেছি: ২০২০৭টি
মন্তব্য পেয়েছি: ২২০০৪টি



আপনাকে আমি ব্লগার হিসেবে ভালবাসি, সন্মান ও শ্রদ্ধা করি! আপনি আদর্শ ব্লগার!

২১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪২

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া!!!!!! আই লাভ ইউ টু!!!!!!!! তুমিও আমার ধারণা একজন ভালো মানুষ, ভালো কবি ও আমার দেখা মতে ভালো ব্লগার! :)

১০১| ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

কথাকথিকেথিকথন বলেছেন:





ওই কান কোন কান! স্পেসিফিক বলুন!!

২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪

অপ্‌সরা বলেছেন: ফেসবুক কান!!!!!! হা হা হা

১০২| ২৩ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৫০

মেহবুবা বলেছেন: নিখোঁজ তালিকায় আমার নাম কেন ???
হারিয়ে যাব কি ভাবে ?

শুভকামনা অনেক ।

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৩

অপ্‌সরা বলেছেন: তুমি তো আসোই না আর আপুনি!!!!!!!

কত কত দিন পর পর দেখি তোমাকে!!!!!

অনেক অনেক ভালোবাসা প্রিয় আপুনিমনি!!!!! :)

১০৩| ২৫ শে আগস্ট, ২০১৮ রাত ১:১৮

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: থ্যাঙ্কস আ লট আপু! ঠিকানা কিভাবে দেবো? :-*

২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

অপ্‌সরা বলেছেন: আমাকে ইমেইল করো.....
[email protected]

১০৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১২:৫০

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপ্সরা নামে স্রেফ
আদতে সে ডাইনী;
মানুষেরা তার সনে
পারবে কি ছাই নি?

অপ্সরা আনেক বার জন্ম নিতে পারে , তুমি কতবার নিয়েছো গো???
..................................................................................................................................................................

৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৮:৫০

অপ্‌সরা বলেছেন: হা হা হা সেই কথা সেকরেট .....

মানে ওপেন সেকরেট কিছু কিছু .......

১০৫| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:১৯

অদ্ভুত_আমি বলেছেন: ভ্রমরের ডানা বলেছেন:
আপনাকে আমি ব্লগার হিসেবে ভালবাসি, সন্মান ও শ্রদ্ধা করি! আপনি আদর্শ ব্লগার!

সহমত ।

৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১০:২২

অপ্‌সরা বলেছেন: লাভ ইউ ভাইয়া!! :)

১০৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪২

গেম চেঞ্জার বলেছেন: ব্লগে ১০ বছর মোটেও যেনতেন ব্যাপার নয়। এক বছর সময় ঠিকমত মেইনটেইন করাই একটা বড় ব্যাপার - সেখানে ১০ বছর!

ইমন জুবায়ের ভাইকে ব্লগে মিস করি, যদিও উনার সময়ে আমি ব্লগে জয়েন করিনি। তবে উনার লেখা পড়েছি অনেক গুলোই। কি পরিমান জ্ঞান পিপাসু ছিলেন তিনি সেটা আন্দাজ করা যায় লেখাগুলো পড়লে। ১০ বছর স্মৃতিচারনে অনেক ডায়মন্ড উঠে আসছে যাদের অনুসরন করলে যেকোন ব্লগারেরই লাভ হবে। থ্যাংক্স!
কিছু নিকের সাথে আমার দেখা হয়েছিল - কথা হয়েছিল, তবে এখন হাসিই পায় সেই আলাপচারিতার কথা মনে পড়লে। হাঃ হাঃ হাঃ

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

অপ্‌সরা বলেছেন: হা হা সেই হাসাহাসি নিকের নামও লিখিনি আবার মাইর খাবার ভয়ে!!!!!!!!! :P

১০৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ

এখন এগুলো ইতিহাসের ছায়ায়! :-/

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

অপ্‌সরা বলেছেন: হা হা এমন কত ইতিহাস যায় আসে !!!!!!!

১০৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২

স্পর্শহীন কিছুদিন বলেছেন: অভিনন্দন।।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:১৭

অপ্‌সরা বলেছেন: থ্যাংক ইউ ভাইয়া! :)

কেমন আছো???

১০৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

শকুন দৃিষ্ট বলেছেন: ব্লগ পরিবারে ১০ বছর পূরণ করায় ১০টি তাজা লাল-গোলাপের শুভেচ্ছা - হ্যাপি বাড্ডে।



দীর্ঘজীবি হও।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

অপ্‌সরা বলেছেন: হা হা থ্যাংক ইউ ভাইয়া!!!!!!!!!!!!!!


জনমদিনের রবি সং নাই!!!!!!!! :P

১১০| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

শকুন দৃিষ্ট বলেছেন: হুমম্‌! শুনতে পারো -

একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণ এসো হে

প্রান ভরিয়ে তৃষা হরিয়ে

তুমিও শোনাও তোমার কন্ঠে।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

অপ্‌সরা বলেছেন: হা হা ভাইয়ু!!!!!!!!!!!!!!

দিস ওয়াজ আ ধাঁধা......আই মিন হিন্টস......

না বুঝলে ফের পড়ো আমার ১০ বছরের পোস্টখানা !!!!!! :P

১১১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

শকুন দৃিষ্ট বলেছেন: পড়লাম আবারো, কিন্তু কিছুই কূল-কিনারা পেলাম না। তবে কি -

আমি জ্বালবোনা, মোর বাতায়নে প্রদীপ আনি ।।

আমি আবার গবেট প্রকৃতির, বুঝি-সুজি কম। আরেকটু ধরাইয়া দিলে হইত পারতুম।

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

অপ্‌সরা বলেছেন: হা হা হা হা না না এখনও ধরাইয়া দিবার সময় হয় নাই ভাইয়ুমনি!!!!!!!!!!


সময় হলেই ধরানো হইবেক!!!!!!!!! যদি ততদিন বেঁচে থাকি ...... :)

১১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

রাকু হাসান বলেছেন: আপু :)

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

অপ্‌সরা বলেছেন: :)

১১৩| ১০ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৯

আর্কিওপটেরিক্স বলেছেন: B-))

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

অপ্‌সরা বলেছেন: কি???

১১৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

আর্কিওপটেরিক্স বলেছেন: মানুষের গার্লফ্রেন্ড থাকে যতগুলো তার থেকেও তোমার নিক বেশি :D
এম আই রাইট ওর এম আই রাইট শামা ;)

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪২

অপ্‌সরা বলেছেন: আহা শুধু গার্লফ্রেন্ড কেনো!

বয়ফ্রেন্ডও কি অনেকগুলা থাকতে পারে না নাকি!

১১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫১

আর্কিওপটেরিক্স বলেছেন: বয়ফ্রেন্ডও কি অনেকগুলা থাকতে পারে না নাকি!
ওরে বাবা.....880 volts :D

০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১২

অপ্‌সরা বলেছেন: :P

১১৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭

কালীদাস বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা জানবেন !:#P

আপনার সব নিক চিনি না। এবার ভেসে ওঠার পর শায়মা নিকটাই চেক করছিলাম, এটা আর দেখা হয়নি সেই আগুন(!) জ্বালানো কমেন্ট করা পোস্টটা ছাড়া ;) আপনার সাথে আমার ইন্টারএকশন শুরু আমি ভদ্র হতে শুরু হবার পর থেকে সম্ভবত :P অপসরাও যে আপনার নিক সেটা জানতে পারি অনেক পরে। শুরুতে প্রায়ই ভাবতাম এত ঢং করে কেমনে এই আল্লাহর বান্দায়! আপনার পোস্টে রেগুলার হতে থাকি আমি (আপনিও আমার অখাদ্য পোস্টগুলোতে) ২০১০ এর শেষ থেকে। আমার প্রফেশন জানার আগে আমাকে পিচকা কেউ একজন মনে করতেন জেনে হেসে ফেলেছিলাম আসলেই।

এর আগে আরেকবার বলেছিলাম, প্রতিবার ভেসে উঠে আপনাকে ঘিরে থাকা সার্কেলটায় নতুন মুখ দেখি। আপনার কাছাকাছি সময়ে ব্লগিং শুরু করা প্রায় কেউই এখন আর নেই সেখানে নিজের মত, নিজের আনন্দে এত বছর ধরে ব্লগিং করে যাচ্ছেন এটা নিঃসন্দেহে রিমার্কেবল। নতুনদের জন্য সবসময়ই আপনি ভাল অনুপ্রেরণা।

গাট্টি গাট্টি শুভকামনা রইল :D

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

অপ্‌সরা বলেছেন: ভাইয়া!!!!!!!!!!!!
আমি তোমার জন্য শায়মা নিকে ওয়েট করছিলাম!!!!!!! তোমাকে সারপ্রাইজ দেবার জন্য!!!!!!!!!! যাও যাও সেই নিকে যাও !!! হা হা হা হা হা তবে লাঠি সোটা ফেলে দিয়ে এসো।

আর ঢঙ্গের কথা শুনে হাসছি!!!!!!!!
সে কি তুমি আর একা ভেবেছো!!! দুনিয়ার প্রতিটা মানুষই ভাবে!!!!!!!! হা হা হা হা

বিশ্বাস করো আমি নিজেই ভাবি!!!

ভাবি, হায় আল্লাহ আমি এত ঢঙ্গ করি কেমনে!!!!!!!!! আল্লাহ আমাকে এ কি বান্দা বানাইসো!!!!!!! :P :P :P


আরেকজনের কথা মনে পড়লো। সোহেলী আপু। বলেছিলো, তার নাকি মন খারাপ থাকলে আমার ব্লগে উঁকি দেয় আর কমেন্ট পরে ভাবে- এই মাইয়ারে কি দিয়ে বানাইসে আল্লায় !!!!!!!!!!! হা হা হা হা হা হা

দেখছো আমি কি ভালো! সবাই আমাকে দেখে আল্লাহ খোদার নাম স্মরণ করে!!! :P ( হেফাজতি ইসলাম যেন এই কমেন্ট না পড়ে বাপরে!! )


হুম ঠিক বলেছো ডুব দিয়ে ভেসে উঠে দেখো এই রে!!!!!!!!!!! হা হা হা হা এইবার শায়মা নিকে যাও আর ভেসে উঠে আর কিছু দেখো না!!!!!!!!

যাও শিঘ্রী!!!!!!!!! :P

সব কিছুর পরে আমার এই এত গাট্টি গাট্টি ঢঙ্গ ঢাঙ্গের পরেও কারা আমাকে সত্যিই ভালোবাসে তা আমি ঠিকই বুঝতে পারি ! যেমন তুমি একজন!!!!!!! ভালোবাসার সূর শুনতে পাই আমি ... অন্তর থেকেই ! :) :) :)

১১৭| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৮

মেহবুবা বলেছেন: কেমন আছো ?
ভালো থেকো।

২৭ শে জুন, ২০২০ দুপুর ১২:১০

অপ্‌সরা বলেছেন: ভালো আছি আপুনিমনি!!!!!!! :)

১১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১০

খায়রুল আহসান বলেছেন: "এই লেখা যে যাই ভাবুক এটা একটা ডকুমেন্ট...." - আসলেই এটা আপনার ব্লগীয় জীবনের একটা অন্যতম মূল্যবান ডকুমেন্ট হিসেবে গণ্য হতে পারে। অনেক ইতিহাস এখানে লেখা আছে।
একেবারে শেষে এসে 'গুণীজন'দের তালিকায় নিজের নামটি দেখে বিস্মিত হ'লাম। ধন্যবাদ, 'গুণীজন'দের তালিকায় আমার নামোল্লেখের জন্য।
পোস্টে 'লাইক' চার বছর আগেই দিয়ে গিয়েছিলাম। পরের দশ বছর পূর্তিতেও এরকম আরও 'ডকুমেন্টারি' পোস্ট লিখে ব্লগকে সমৃদ্ধৃ করবেন বলে আশা করি।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১:১২

অপ্‌সরা বলেছেন: হা হা হ্যাঁ ভাইয়া।

ব্লগ জীবনটাও আমার জীবনের একটা অংশ। :)

আর তুমি তো গুনীজনই কাজেই নো অবাক হওয়া!!!!!!! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.