![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুড়ির জলতরঙ্গ সুরে
যেদিন তুমি হারিয়ে গেলে
নিকষ কালো দিনে,
আমি থেমে রইলাম
পথের পাশে কৃষ্ণচূড়ার তলে।
প্রথম সূর্যের মত
লাল টিপ, এলোমেলো শাড়ীতে
দেখা হবে না আর
কোনও এক উষ্ণ বিকেলে,
তবু আমি থেমে রইব
পথের পাশে কৃষ্ণচূড়ার তলে।বর্ষা প্রথম দিনে
ভিজে মন, ভিজে বাতাসে
তোমাকে শুনানো হবে না আর
নতুন কোনও গান
তবে থেমে থাক
তবে থেমে থাক
পথের পাশে কৃষ্ণচূড়ার তলে
আমার আমিতে থেমে থাক।।
©somewhere in net ltd.