![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দল ক- জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে।
দল খ- জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে হরতাল সফল করেছে।
জনগণ- শালার আমাগোরে জিগাইল কবে ????
এই হইল বাস্তবতা। আমরা সবসময় অন্ধকার এ ই থেকে গেলাম আর আমাদের দোহায় দিয়ে কত জনে কত কি করল ! এত যখন তোমাদের জনগণের জন্য চিন্তা তাহলে এই সংঘাত সৃষ্টি করে মানুষ হত্যা করতে না, ঘন ঘন হরতাল দিতে না আর ধর্ম নিয়ে বাণিজ্য করতে না।!!!
তোমরা গনত্রন্ত্রের কথা বল, সবসময়, সুযোগ পেলেই। ভালো কথা। তাহলে এই দেশের নাগরিক হিসেবে দেশের তরুন সমাজ আজ দেশের স্বাধীনতা রক্ষার যুদ্ধে নিজেদের নাম লিখিয়েছে, এতে তোমাদের আপত্তি কেন? আজ তরুন সমাজ রাজাকারদের ফাঁসী চাচ্ছে বলে তাদের কে নাস্তিক বলে অবিহিত করা হচ্ছে আবার জনগণের সহানুভতির জন্য বলা হচ্ছে আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমরা সম্পূর্ণ অসাম্প্রদায়িক দল! কি স্ববিরোধী কথা বার্তা ! তাহলে আমরা কি করব? কিছু দেখব না, কিছু বলব না, কিছু সুনব না?
তা কখনো হতে দেয়া যাবে না। এ শুধুই দুরাশা। কারণ বাঙালী এখন প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে, তারা এখন শিখেছে রুখে দাড়াতে। অপসক্তির হার এবার অনিবার্য। প্রকৃত অর্থে যারা দেশের জন্য, জনগণের কল্যাণের জন্য কাজ করতে চজ।তাদের ক্ষমতার দরকার হয় না, দরকার হয় শুধু দৃষ্টি ভঙ্গি বদলানোর আর স্বদিচ্ছা। তাই অনুরুধ করব আর সঙ্ঘাতের দিকে দেশ কে ঠেলে দিবেন না, আর নিরীহ মানুষ কে ক্ষমতার জন্য বলির পাঠা বানাবেন না। ধন্যবাদ।
©somewhere in net ltd.