![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি!
হুম!আমি তো সেই আমি।
ঐ যে আম্মুর গল্পের আমি।
ছোট্ট আমি!
পড়ে গিয়েছিলাম পানিতে---
ছিড়ে ফেলেছিলাম ভাইয়ার বই টানতে টানতে---
খেয়ে ফেলেছিলাম সম্পূর্ন সিসি নাপা সিরাপ---
ঘুম আর ঘুম !
হয়েছিল অবস্থা খারাপ---
কতবার হাত কেটে বের হয়েছে রক্ত---
ছিলাম বড় ভাইয়ার খুব বড় ভক্ত---
চুলে মেখে ছিলাম ভ্যাসলিন---
হাঃ হাঃ হাঃ !
সৃত্মিগুলো সব কবেই বিলীন---
আজ আমি অনেক বদলে গেছি---
ভালো!
হুম! অনেক ভালো আছি---
©somewhere in net ltd.