![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্তব্দতার সর্বশেষ অন্তরালে-
দাড়িয়ে আছে কোন একজন,
যার চোখ তার কাটানো বিনিদ্র রাত্রিরগুলোর-
অজস্র ক্লান্তির প্রমান।
সে হেটে যাচ্ছে বহু দূর-
কোন এক বিরান পথে,
শরীরের সহস্র রক্তবিন্দু তার ক্লান্তিকে চাপিয়ে দিচ্ছে-
তার স্তব্দ নিঃশ্বাসের সাথে।
©somewhere in net ltd.