![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সোভিয়েত ইউনিয়নের পতনের পর মলদোভার দুই-তৃতীয়াংশ লোক রোমানিয়াসহ পশ্চিমাংশের সঙ্গে মিল-তালের পক্ষে ছিল ।অন্যদিকে দেশটির পূর্ব পাশের ট্রান্সড্রেনস্ট্রিয়া নামের অংশটি ইউক্রেন ও রাশির সঙ্গে থাকতে চাইল ।আর এর ফলেই মলদোভা ও ট্রান্সড্রেনস্ট্রিয়ার সঙ্গে বাধল যুদ্ধ ।কিন্তু যুদ্ধের ধরণ শুনলে হাসা ছাড়া উপায় থাকবে না আপনার ।দুই বিরোধী পক্ষের যোদ্ধারা সারাদিন পরস্পরের সঙ্গে যুদ্ধ করলেও রাতে একসঙ্গে বসে মদ খেতেন,আড্ডা মারতেন ।আবার সকাল হলে একসঙ্গে যুদ্ধের ময়দানে গিয়ে পরস্পরের বিরুদ্ধে বন্দুক তাক করতেন ।অদ্ভুত এ যুদ্ধটাকে স্থানীয় গনমাধ্যম 'ড্রাংকেন ওয়ার' বলে অভহিত করে ।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯
অদ্বিতীয়া বলেছেন: হুমম ।খুবই ইন্টারেস্টিং ।
'ড্রাংকেন ওয়ার' !!!
হিহিহিহিহি !
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৬
মামুন রশিদ বলেছেন: বাহ! ইন্টারেস্টিং ।