নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্বিতীয়া

অদ্বিতীয়া › বিস্তারিত পোস্টঃ

গণবিলুপ্তি

২৩ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫১

পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল ৪০০ থেকে ৩৫০ কোটি বছর আগে ।গত ৫৩ কোটি বছরে পৃথিবীতে কমপক্ষে পাঁচবার প্রাণীদের বিলুপ্তি হয়েছে ।এক বলা যায় গণবিলুপ্তি ।প্রায় ৪৪ কোটি বছর পূর্বে ঘটে প্রথম গণবিলুপ্তি । ৩৭ কোটি বছর পূর্বে ঘটে দ্বিতীয় গণবিলুপ্তি ।সবচেয়ে বড় বিলুপ্তি ঘটে ২৫ কোটি দশ লক্ষ বছর আগে ।এর নাম ছিল পার্মিয়ান ট্রায়াসিক গণবিলুপ্তি । ২০কোটি দশ লক্ষ বছর আগে ঘটে ট্রায়াসিক জুরাসিক গণবিলুপ্তি ।এরপর ৬ দশ মিলিয়ন কোটি বছর আগে সর্বশেষ প্রাণিকূলের বিলুপ্তি ঘটে এই পৃথিবীতে ।এর নাম ক্রিটাশিয়াস টারশিয়ারি গণবিলুপ্তি ।এর ফলেই শক্তিধর ডাইনোসরেরি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় ।সুতরাং মানুষও কোন এক সমায় ,কোন কারণে বিলুপ্ত হয়ে যেতে পারে ।আসলে মানুষ অন্যসব প্রাণীর মতোই একটি প্রাণী মাত্র ।হয়তো মানুষের চেয়েও বুদ্ধিমান কোন প্রাণীর আবির্ভাব ঘটবে কোনদিন ।তারা মানুষকে তখন চিড়িয়াখানায় বন্দি করে রাখবে ।যেমন আমরা এখন বানর বা গরিলাকে বন্দি করে রাখি ।কোন একসময় হয়তো মানুষের বিলুপ্তির পর শুধু পোকারা থাকবে এবং তারাই হবে শ্রেষ্ঠ জীব ।এখন মানুষ যেমন শ্রেষ্ঠ ।কি ইন্টারেস্টিং ব্যাপার-স্যাপার !!!!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০২

ঢাকাবাসী বলেছেন: ইন্টারেস্টিং ব্যাপার তো! আমাদের বন্দী করে রাখবে পোকা মাকড়! তা ওরা চাইনিজ খাওযাবে?

২| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: কথা কি সত্য।



প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১২

অদ্বিতীয়া বলেছেন: কোন কথা ?

৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৩

অদ্বিতীয়া বলেছেন: না চাইনিজ খাওয়াবে না তবে ফুচকা খাওয়াতে পারে ।
পোকামাকড়রা যদি আমাদের বন্দী করে রাখে তাহলে ব্যাপারটা আমাদের কাছে ভয়াবহ হবে ।এখন তাদের কাছে যেমনটা ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

আমিজমিদার বলেছেন: ভালা।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:০৪

মামুন রশিদ বলেছেন: হুম

৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৩১

অদ্বিতীয়া বলেছেন: ভালা অইলেউ ভালা----

৮| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:২১

নীল অনুভব বলেছেন: এত গণবিলুপ্তির মাঝে একগুলো জানলেন কীভাবে?

৯| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৩০

অদ্বিতীয়া বলেছেন: দুঃখিত-
আপনার কথাটা ঠিক বুঝলাম না-!
একগুলো মানে--?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.