![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বায়ু শূন্য এক বেলুন,
হয়তো কখনো বা পূর্ণ ছিল-
হালকা সেই হিলিয়াম গ্যাসে ।
সাদা একটা সুতা ছিল বাধা
বেলুনটার মুখে-
যেন হা করে শ্বাস নিতে না পারে ।
হাসিখুশিভাবেই আটকে গেল তার দম,
কারন-
তার যে মানুষের মতো নেই নাক ।
হঠাত্ করে কোমন কোন হাত থেকে-
ছুটে গেল সাদা সুতায় বাধা বেলুনটা,
প্রচন্ড শক্তি নিয়ে ।
হয়তো সে চলে যেতে চায়-
কোন অতল গহ্বরে,
নয়তো বা স্বপ্ন বুনে-
যাবে চলে মহাকাশের
ভর শুন্য শান্ত স্থানে ।
চলে যাওয়াই শ্রেয়-
শূন্যেতে যার শুরু-
শূন্যেতেই তার শেষ হওয়া ভালো ।
কখনো হয়তো ঘুম
ভাঙবে না কারো-
শূন্য মাঝে পড়ে রবে-
জেগে উঠবে শূন্যেতেই-
ঠিক সেই বায়ু শূন্য
বেলুনটার মতো নিঃশব্দ ।
মুক্তির আশায় হয়তো-
চলে যাবে বেলুনটার মতো ।
কোন এক মহাযুগের মহাপ্রান্তরে-
নাহয় কোন অসীম নীলিমায় ।।
২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০৬
অদ্বিতীয়া বলেছেন: ধন্যবাদ-
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪৪
মামুন রশিদ বলেছেন: ভালো লেগেছে ।