![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটুখানি হাটিহাটি পা-
থেমে যাবার জন্য জেগে ওঠে না-
ক্ষুদ্র প্রতিভার উন্মেষে বাধা পড়ে না-
যদি বড়সড়ো কিছু হয়
তাহলে নাহয় অন্যকথা-
জেগে ওঠে মাঝে মাঝে-
স্বৃতিকাতর সেই যাযাবর ব্যাথা-
একে দিয়ে যায় নতুন কিছু-
চিলেকোঠার শূন্য ঘরে-
সেই একে যাওয়া অনুপ্রেরনায়-
সৃষ্টি হয় নতুন কিছু-
যা বাস্তব বা অবাস্তবের মাঝে-
নাহয় কল্পনার ঘুম ঘোরে-
তবুও স্বপ্ন সাজে-
নতুন গন্ধে,নতুন বিষাক্ততায়-
জাগিয়ে দিতে মস্তিকের কোন ক্ষুদ্র কুঠির-
হয়তো পারে-
আবার হয়তো পারে না-
তবুও থেমে যেতে দেয় না-
এই হাটিহাটি পথচলা নয় থামার জন্য-
এ এক অনন্তকালের যাত্রা---------
২| ১৭ ই জুন, ২০১৪ রাত ৯:২১
দৃষ্টিসীমানা বলেছেন: কবিতা ভাল লাগল । শুভ কামনা রইল ।
৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল। অনেকদিন পর আপনার পোষ্ট পেলাম।
৪| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:০৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো হয়েছে। শুভেচ্ছা
৫| ১৮ ই জুন, ২০১৪ রাত ১২:১৭
আহসানের ব্লগ বলেছেন: সবাই যখন প্রশংসা করছেন তখন আমি কি আর না করে পারি ?
৬| ১৮ ই জুন, ২০১৪ দুপুর ১:৫২
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৬
আমি দিহান বলেছেন: পিলাচ দিলাম
++++++++