| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই অধমের সদ্য কেনা ক্যামেরা Olympus SP-620UZ
ব্যাটারি লাগবে ৪টা,
কিন্তু দোকানে LR6- NiMH ব্যাটারি খুঁজে পাই নাই, যা পাইছি সেগুলোয় লেখা AA নাইলে HR6 !
আগে একবার HR6 কিনা ধরা খাইছি !![]()
LR6 আর AAর মাঝে কোন তফাত আছে, নাকি দুইটাই একই ?? নাকি রিচার্জেবল LR6 পাওয়া যায় না ?? ![]()
আর নিচের ব্যাটারি দিয়া আমার ক্যামেরাটা চলবে কিনা একটু জানান !!
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪২
বটতলার টারজান বলেছেন: NiMH মানেই রিচার্জেবল !
২|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
নানাভাই বলেছেন: যাহা লাউ, তাহাই কদু।LR6 আর AAর মাঝে কোন তফাত নাই।NiMH মানেই রিচার্জেবল।
যে কুনু ইলেকট্রনিকের দোকানে না পাইলে, স্টেডিয়ামে পাইবেন।
৩|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৫
কালো স্বপ্ন বলেছেন: আরে মিয়া রহিমআফরোজের ১২ ভোল্টের একখান লুকাস ব্যাটারী লাগাইয়া দেন।না চইলা যাইবো কই?
২৫ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯
বটতলার টারজান বলেছেন: :-< :-<
৪|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ২:১৮
অতল গহবর বলেছেন: NiMH = nickel–metal hydride battery, এক ধরনের rechargeable battery. পড়ে দেখুন please.
Click This Link
লেখাজোকা শামীম বলেছেন: এগুলো না কিনে রিচার্জেবল ব্যাটারি কিনেন। এএ ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে।
২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৩৭
বটতলার টারজান বলেছেন: আরে ভাই সেইটা তো আমিও জানি, খালি জানতে চাইলাম LR6 আর AAর মাঝে তফাৎ আছে নাকি !
নাইলে কন শেষের ছবিটা LR6 নাকি? যদিও লেখা নাই !
৫|
২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৯:১৪
চলতি নিয়ম বলেছেন: চলবে। এএ অথবা এএএ মনেহয় ব্যাটারির সাইজ বোঝায়।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৩
বটতলার টারজান বলেছেন: সাইজ তো ঠিকই আছে, কিন্তু LR6 লেখ নাই, সাধারণত এগুলা লেখা থাকে
৬|
১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
যাযাবরমন বলেছেন: Olympus SP-620UZ Battery Type 4x AA
AA ও HR6 alkaline একই ভোল্টের 1.5V
HR6 alkaline 1.5V; LR6 rechargeable 1.2V।
৭|
১০ ই মে, ২০১৩ রাত ৮:০১
যাযাবরমন বলেছেন: নরমাল সব রিচারজেবলেরই LR6 টাইপ হওয়ার কথা।
১১ ই মে, ২০১৩ ভোর ৪:৩৩
বটতলার টারজান বলেছেন: আমি যেইগুলা রিচারজেবল পাইছি, এক হইলে HR6 নাইলে R6।
HR6 আমারটায় চলবে না সিউর, কিন্তু R6 চলবে কিনা জানতাম চাই !
৮|
১০ ই মে, ২০১৩ রাত ৮:১৭
যাযাবরমন বলেছেন: সরি,উপরে উল্টো লিখেছি।
আসলে HR6 হচ্ছে NiMH ১.২ ভোল্ট; আর LR6 ১.৫ ভোল্ট এলকালাইন।
From Wikipedia, the free encyclopedia
An AA battery also called "double A" or Mignon battery refers to IEC-LR6 battery.[1] It is one of the standard sizes of batteries. Batteries of this size are most commonly used in portable electronic devices. An AA battery is composed of a single electrochemical cell. The exact terminal voltage and capacity of an AA size battery depends on the cell chemistry. AA batteries account for over 50% of general battery sales.
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:১২
লেখাজোকা শামীম বলেছেন: এগুলো না কিনে রিচার্জেবল ব্যাটারি কিনেন। এএ ব্যাটারি খুব দ্রুত শেষ হয়ে যাবে।