![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অজাত কবি - একটি ছদ্ম নাম । যেখানে কবি তার সমাজের অসঙ্গতি তুলে ধরতেই পছন্দ করেন।
বেহেস্তে আজ মুরগী কিনছি ৩০০ টাকা কেজি!
বেহেস্তে নেই হুরপরীরা! উদাস হয়ে ঘুরি।
বেহেস্তে আজ বাসের ভাড়া বেড়ে গেছে খুব!
বেহেস্তে নেই ঝর্ণা নহর, কোথায় দিব ডুব?
বেহেস্তেও টাকওয়ালারা নেতার বেশে ঘোরে!
বেহেস্ত হতে টাকাগুলো কেমনে নিলো চোরে?
বেহেস্তবাসী উন্নয়নে ঘুমায় আকাশ তল,
বেহেস্তবাসী ক্যাসিনোতে হয়েছে মাতাল!
বেহস্তবাসী খুব আরামে পায় না খেতে ভাত,
বেহেস্তবাসী টয়লেটও যায়! মারে জোরে পা..!
বেহেস্ত সেতো সোনার হরিণ, খুব সহজে পাই!
চলো সবাই বিশ্ববাসী বেহেস্ত মাঝে যাই!
-অজাত কবি
©somewhere in net ltd.