![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবই ঠিক আছে, তবুও আমার
মনে লাগে, চাঁদের কিরন আছে
কিণ্তু স্নিগ্ধতার বিলুপ্তি ঘটছে
হাসনাহেনার গণ্ধ আছে
কিণ্তু সৈই টানতার বিলুপ্তি ঘটছে
আমি রাস্তায় হাঁটলে
সোজা হাঁটি না বাঁকা হাঁটি
বুঝে উঠতে পারি না
মনোযোগের বিলুপ্তি ঘটছে ।
কি আসে যায়
ধনীদের ঘটেনি cent-এর বিলুপ্তি
দারশণিকদের ঘটে নাই
উপদেশ দেবার ।
হারিয়ে গেছে আমাদের সৈই
ক্ষিন আলো যার দ্রারা আমরা
ব্ষাকালে বিলে কৈ মাছ ধরেছি
শাপলা তুলতে গিয়ে বুঝতে পারিনি
জোক গরীবের অরধেক রক্ত
শোষণ করে নিয়েছে ।
নতুন নতুন বাড়ি নতুন নতুন দালাণকোঠা
সৌণ্দরযের বৃদ্ধি, কি হবে, যদি
না থাকে, মনের অণ্তরমহলে ভালবাসার টাণ
তবুও সবাই সবার জায়গায় ঠিক আছে ।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
ল্যাটিচুড বলেছেন: সবই ঠিক আছে, শুধু মন নেই - মনে
কবিতার অঙ্গ হানি হয়েছে - বানানের ভুলে।
জানি - কবিদের মন থাকে গাছের ডালে
বানানের ভুলে তার কি বা যাই আসে ..
হঠাৎ পড়লে মনে করে নিও ঠিক
মানুষে দেখলে ভাববে - আমিই বেঠিক।