নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অময়ীর কথা

ভিক্টরীয়েট আন্দোলণ

Omoie is the best.

ভিক্টরীয়েট আন্দোলণ › বিস্তারিত পোস্টঃ

লিখারমন

০৫ ই আগস্ট, ২০১৪ রাত ১:৫০

গৃহবণ্দী

রায়হান খান



তোমাদেরই তো রাজত্ব আজ সব্এই

রাতে সব দরজাই বন্ধ থাকে

চাবিগুলো ঝোলানো থাকে তোমাদের

ঘরের দরজায় ।



কি করি বাড়ি থেকে বের হওয়ায়

সাথে সাথে জিজ্ঞাসসিত হতে হবে

বেশ্বার ঘরে - না কোথায় যাওয়া হচ্ছে

নাকি বন্দরে কোথায় ?



আজ কোথাওই মনোযোগ বসে না

নাকি ইবাদতে না শয়তানের কথাই

কোথায় আছি বোঝায় যায় না

সত্য না মিথ্যায় ।



আকাশের হওয়ার পরিবত্ণ হচ্ছে

কেন জানি, অনেক ইচ্ছের মাঝে

বণ্দী হয়ে যাচ্ছে ।



তোমার কথা শোনার ,প্রশান্তি

অনেক দিনের অপেক্ষার পর আদিত্য রায় ।

কণ্, চক্ষু খোলা তাই বুঝি

বণ্দী বল- নাকি হয়ে যায় তাসের খেলা

কোণ্ উৎলিয়ে পড়া প্রেম আর ভালবাসা ।



মোন্নাফের মোড় থেকে মালোপাড়া

চলার পথে কোথায় বাধা নেই

তবু মাঝে সাগরপাড়া আর

গোরস্থান আছে

নেই আমার সাড়া আর প্রশান্তি

ভয় নাই, মনোযোগ নাই

তবুও মৃত্যুর কোলে যেতে হয় ।

বাধা ছিলতো সব জায়গায়

আমার ঝুমকা আর সুন্দর-এর মাঝে

তবুও তারা পেয় গেল ভালবাসায়

শুধুই অপেক্ষার আর নিস্তবদ্ধতার মাঝে ।



নেয়া হচ্ছে এক কাঠের তক্তায়

কিসের বাধা, নাই আজ আর

কোণ কথায় –

তবুও অনেক কথা বলার ইচ্ছেয়

এক ঘরের রাজত্ব ।



বি:দ্র্র:ভেবেছিলাম যে,পত্রিকায় দিব কিণ্তু হল না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.