![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে এমন ভাবনাতে আটকে যায় যে,ভুলেই যায় কি করতে হবে আজ .........।
আজ এমনই একটা কাজ হয়েছে,আমার প্রিয় বন্ধুর জন্মদিন ছিল আর আমি ভুলেই গিলেছিলাম। তাহলে আমার কি প্রাসচিত্ত করা দরকার ? সে যা বলবে আমি তা করতে রাজী আছি কিন্তু সে তোঁ বলবে ই না । কারন সে তো এখন আর আমাকে বন্ধু মনে করে না, মনে হয় আমার কাছে। সে তো মনের কথা গুলো আজ আর আমাকে বলে না অবশ্য এরও কারন আছে ......... আমারই দোষ ছিল । আমি এমনই কি করব।
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৬
দিপ্২৪ বলেছেন: সমস্যাটি বন্ধুটিকে খুলে বলুন এবং দুঃখিত বলুন। আপনার বন্ধুকেই তো আপনি দুঃখিত বলবেন তাহলে সমস্যা কোথায়? সে যা বলবে আপনি যে তা করতে রাজী আছি আছেন সেটাও বলুন।
সাইকোলজিষ্টদের মত বলে ফেললাম। দুঃখপাইছি।