![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু লিখতে ইচ্ছেলাম করছিল কিন্তু কেন জানি লিখতে পারছিলাম না । তারপরও কিছু না লিখলে ভালই লাগে না । অনেক দিন কিছু যেন লেখা হয় নাই,তাই বসলাম লেখার জন্য ...............।
বাসাই এসেছি বেশ কিছু দিন হল এক তারিখে রাতে । একা একা ছিলাম কিন্তু আব্বা আম্মা সাথে আড্ডা দিতে দিতে রাত যেন কেমন করে পার হয়ে যেতো বোঝার উপায়ীই ছিল না। কিন্তু কমপিউটার পাওয়ার পর আব্বা আম্মার সাথেও তেমন কথা হইনা সময় তেমন পার হতে চাচ্ছেনা । তবে কি করব বুঝতে পারছিলাম না । কিছুক্ষণ আগে কিছুক্ষণ গল্প করলাম আম্মার সাথে ।তারপর উঠে আসলাম ঘরে মুভি অন করলাম ভাল লাগল না মুভি দেখতে । লেখা শুরু করলাম ............।
কিছু একটা তো লিখতে হবে তাই বসছিলাম লিখবার জন্য ............।।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩২
এহসান সাবির বলেছেন: এই তো কিছু একটা লেখা হয়েছে......