নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

মিস্ করছি ভীষন.......

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৮

আমার ক্লান্ত মন..ঘর খুজেছে যখন..

আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলিফোন..

ঘর ভরা দুপুর..আমার একলা থাকার সুর..

রোদ গাইত আমি ভাবতাম তুমি কোথায় কত দুর...

অলস মেঘলা মন..আমার আবছা ঘরের কোন..

চেয়ে রইত ছুতে চাইত..তুমি আসবে আর কখন..

শ্রান্ত ঘুঘুর ডাক..ধুলো মাখা বইয়ের তাক..

যেনো বলছে বলে চলছে ..থাক অপেক্ষাতে থাক..



আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে..

শুধু তোমায় ভালোবেসে....



কা্উকে মিস্ করছি........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.