নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

জামায়াত ইসলাম ও আমাদের মাহী বি চৌধুরী......

২২ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:২৬

আজ আমরা যে ইসলাম নিয়ে কথা বলি...যারা ইসলাম নিয়ে কথা বলছে আজ তারাই এর বিরোধীতা করছে...শুধু কি মুখে ইসলাম ইসলাম বলে গেলে ইসলাম পালন হয়...??? আমি নিজেও একজন মুসলমান। আমি নামায পড়ি।আমার আল্লাহ্ আমার কাছে, আমি এবং আমার আল্লাহ র মাঝে আর কেউ নেই। কিন্তু আমাদের কপাল ।

আজ আমাদের দেশে জামায়াত ইসলাম ১৩ দফা দিয়েছে তার একটা দফা ছিলো ছেলে মেয়ে দের অবাধ বিচরন। আমার যতদুর মনে পড়ে জামায়াত ইসলাম এর হেড অফিস পাকিস্তান এ। কিন্তু আজ পাকিস্তান এ ফ্যশন শো হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাড়ালো...?? সেখানে নাচ গান হচ্ছে ছেলে-মেয়ে একসাথে। ভাবছেন না জেনেই কথা বানাই..নাহ্ আপনাদের নিয়ে পারা গেলো না। নিন এটার লিন্ক দিয়ে দিলাম : http://www.fashion47.pk/fashion-shows/



আজ আমাদের জামায়েত ইসলাম ঠিক আমাদের মাহী বি চৌধুরীর মত...বিভিন্ন টক শো তে ইসলাম নিয়ে কথা বলেন কিন্তু তিনি কি করলেন..??

অভিনেত্রী বিন্দুকে সেইরকম ভাবে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছেন, নিজের বঊকেও মনে হয়না গত ২-৪ বছরেও এমন জড়িয়ে ছবি তুলেছেন। কি পরম ভালাবাসা থাকলে অন্য নারীকে এভাবে বুকে জড়িয়ে রাখা যায়।

আপনারা মনে করছেন আমি প্রমান না নিয়ে কথা বলছি...ছবি টি একবার দেখুন...নিজের বৌ এর প্রতিও মনে হয় এমন ভালোবাসা নেই আমাদের বিশিষ্ট জননেতা ও বিশিষ্ট ইসলাম রক্ষক মাহী বি চৌধুরীর....

লিন্ক : http://pechablog.com/c_71/3116/



মোরাল হিস্টরি ইস দিস - আমাদের মাহী বি চৌধুরী এভাবেই বিন্দুকে সাথে নিয়ে ইসলাম প্রচার করবেন। আর জামায়াত ইসলামী নিজেদের ঘর বাদ দিয়ে কয়েক হাজার কিমি পথ পেরিয়ে ইসলাম প্রচার ওহ্ সরি মওদুদী প্রচার করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.