নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

বাবার কাছে একটি আবেদন পত্র....

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

বরাবর

শ্রদ্ধেয় আব্বাজান

মোস্তফা ভিলেজ , মোহাম্মদপুর , ঢাকা।



বিষয় : বাসায় অতিরিক্ত একটি গাড়ী কেনার জন্য আবেদনপত্র।



জনাব

যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি আপনার অতি আদরের একমাত্র পুত্র। অদ্যাবধি আমার কোন চাওয়া আপনি অপূর্ণ রাখেননি। পুত্রকে স্বয়ংসম্পূর্ণরুপে গড়ে তোলার জন্য আপনার সকল প্রচেষ্টা আমাকে মুগ্ধ করে। তবে এই ডিজিটাল যুগের ছোয়ায় আপনার এনালগ বিহেভ গুলো নিয়ে আমি সত্যিই ব্যথিত। ল্যাপটপ খানা দিবেন বলেও দিলেননা। শেষ পর্যন্ত বড় আপাকে বলে নিতে হল তাতে কিছু মনে করি নাই । একখানা মটরসাইকেল দিয়েছেন ২০০৮ সালে লেটেস্ট মডেলের হোন্ডা ইউনিকর্ন তাতে আমি যারপরনাই মুগ্ধ। কিন্তু এখন একটি পারসোনাল গাড়ী দিতে আপনার সমস্যাটা কোথায়?? একটি গাড়ী যেটা আছে সেটা তো আপনার ডিউটি করতেই দিন শেষ। রাতে যখন পাই তখন বন্ধুরা সব বাসায়।কেউ বের হতে পারে না। আজকাল কোন বাড়িওয়ালা ছেলের কাছে গাড়ী নাই আমাকে একটু দেখান তো ! পাশের বাড়ীর বাড়িওয়ালার আঠারো বছরের পিচ্চি যখন তার এলিয়েন নিয়ে সা করে সামনে দিয়ে যায় তখন আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি। (ফিলিং অসহায় অসহায় )

দোস্ত মেসেজ পাঠায় " দোস্ত তোর গাড়ীটা নিয়ে চলে আয়, তোরটা আর আমারটা নিয়ে আজ সব বন্ধুদের নিয়ে ঘুরতে যাব" আর তখন আমি জিজ্ঞেস করি "দোস্ত কি কইলি?? " ( ফিলিং বেক্কল বেক্কল )

বন্ধুরা সব গাড়ীর নাম্বারের সিরিয়াল নিয়ে গল্প করে কারটা কত সিরিয়ালের তখন আমি গালে হাত দিয়ে শুনে যাই। (ফিলিং ভিনদেশি )।

আরো নানাবিধ কারণে যথাশীঘ্র সম্ভব বাসায় আরেকটা নতুন মডেলের গাড়ী চাচ্ছি যেটা শুধু আমি চালাবো। আর এখন যেটা আছে সেটা আপনি চালাবেন।



অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন আমার দুরবস্থার কথা বিবেচনা করে বাসায় অতিরিক্ত একটি গাড়ী দিতে আপনার যেন আজ্ঞা হয়।



নিবেদক

আপনার একমাত্র পুত্র

রাকিব

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.