![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
প্রশ্ন : ভাই বিয়ে কবে করবেন..?
আমার উত্তর :- দুনিয়ায় বিয়ে ছাড়াও করার মতো আরও অনেক কাজ আছে রে ভাই...
আবার প্রশ্ন: ক্যান আপনার কি কোন প্রবলেম আছে ?
এবার একটু বিরক্ত হয়ে আমার উত্তর:- ক্যান ভাই বিয়ে কি মানুষ শুধু সেক্স করার জন্য করে......!!!!
প্রশ্নকর্তা ( একটু লজ্জা পেয়ে ) :- না মানে ঐটাও তো একটা কারন তাই না...??
এবার একটু বিতৃষ্না নিয়ে উত্তর দিলাম: - বিয়ে মানুষ করে এক সাথে সারাজীবন থাকার জন্য। আর একসাথে থাকার মত, বিশ্বাসটাকে ধরে রাখার মত আমি কোন মেয়েকে এখনও খুঁজে পাইনি। ভবিষ্যতেও পাবো বলে মনে হয় না। আসলে আমার পক্ষে কারো সাথে সারাজীবন কাটানো সম্ভব না। বোর হয়ে যাবো। আর তাছাড়া তখন অনেক দায়িত্ব চলে আসবে। আমি দায়িত্ব থেকে দূরে থাকতে চাই। তাই যদি কোন মেয়ে কন্ট্রাক্ট ম্যারেজ বা লিভ টুগেদার করতে রাজি হয় তাইলেই সংসার করা হবে আমার। না হলে একলাই থাকতে পছন্দ করবো আমি।
কেন যে মানুষ আবোল-তাবোল প্রশ্ন করে বুঝি না......বিয়েটা কি বাধ্যবাদকতা মূলক....???
©somewhere in net ltd.