নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

একটি প্রশ্ন ও "তেতুলতত্ব" আর আমাদের খালেদা ম্যাডাম এবং ইসলামের চোখে নারীর অবস্থান..

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৪

আমার এই পোষ্ট বর্তমান সময়ে সকল ছেলে এবং মেয়েদের জন্য...সেই সাথে সেই সকল ব্যাক্তিবর্গকে যারা ইসলামকে নিজের সুবিধর্থে ব্যাবহার করছেন....



প্রশ্ন : ইসলাম নারীদেরকে কেমন চোখে দেখে....?

উত্তর :

♦ একজন নারীর যখন জন্ম হয়, ইসলাম বলে "যার ঘরে প্রথমে কন্যা সন্তান হয় সেই ঘর বরকতময়"...

♦ নারী যখন যুবতী হয়, ইসলাম ঘোষনা দেয় যে " যে তার মেয়েকে সঠিকভাবে লালন পালন করে ভাল পাত্র দেখে বিয়ে দেয় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।"

♦ নারী যখন বিবাহিত, ইসলাম বলে "সেই পুরুষই সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম"।

♦ নারী যখন সংসারী, ইসলাম বলে "স্ত্রীর দিকে দয়ার দৃষ্টিতে তাকানো সওয়াবের কাজ। এমনকি স্ত্রীকে আদর করে মুখে এক লোকমা খাবার তুলে দেয়াও"।

♦ নারী যখন গর্ভবতী, ইসলাম বলে "গর্ভাবস্থায় যে নারী মারা যায় সে শহীদের মর্যাদা পায়"।

♦ নারী যখন মা, ইসলাম বলে "মায়ের পদতলে সন্তানের বেহেশত"



এখন আমার এই প্রশ্নের উত্তর দিন --

"আমাদের হেফাজত ইসলামের আমির শফীর মতে নারী হচ্ছে

" তেঁতুলতত্ব "....সেই সাথে আমাদের বিরধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াও একমত...

তাহলে...

১। তাদের ইসলাম কি আমদের ইসলাম থেকে ভিন্ন...???

২। আমরা যে আল্লাহকে সেজদা দেই যাকে আমাদের সবকিছু মানি তারা কি ঐ একই আল্লাহকে সেজদা দেয়...???



যদি তাদের আর আমাদের ইসলাম একই হয় তবে এই " তেঁতুলতত্ব " কেন আর কেনই বা আমাদের খালেদা ম্যাডাম এই তত্বে বিশ্বাসী হলেন যেখানে তিনি স্বয়ং একজন নারী...????

কেউ কি আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন...??? আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি.....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.