![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
প্লিজ এড়িয়ে যাবেন না... প্লিজ। মাত্র ৮৫ জন মানুষ
এগিয়ে আসলে একটা জীবন বেঁচে যাবে।
** মিশন_বি_পজেটিভ_পঁচাশি ব্যাগ **
৮৫ ব্যাগ " বি " পজেটিভ রক্ত দরকার এইবার।
লিডিং ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের
ছাত্রী অনামিকা গুরুতর অসুস্থ। রক্তের শ্বেত
রক্তকণিকার ঘাটতি পূরণ এবং প্রতিস্থাপনের জন্য প্রায়
৮৫ ব্যাগ রক্তের প্রয়োজন। মেয়েটি এখন ধানমন্ডি গ্রীণ
রোডে অবস্থিত গ্রীণ লাইফ ক্লিনিকে আশঙ্কাজনক
অবস্থায় । মাত্র ১৫ ব্যাগ রক্ত পাওয়া গেছে এখন
পর্যন্ত।
রোগীর পরিবার রক্তদাতাদের সুবিধার
কথা চিন্তা করে যাতায়াতের জন্য গাড়ির
ব্যাবস্থা করে রেখেছেন। ঢাকার যে কোন
জায়গা থেকে রক্তদাতার যাতায়াতের ব্যাবস্থা করা হবে।
রোগীর আত্মীয়রা কেউই ঢাকার স্থানীয় না, সিলেটের,
তাই এত ব্যাগ রক্ত সংগ্রহ করতে গিয়ে উনারা হিমশিম
খাচ্ছেন।
রোগীর আত্মীয়দের ফোন নাম্বারঃ 01719949162 ,
01719450855 , 01673742304
অনেকের কাছে শুনি, বি পজেটিভ, সহজলভ্য গ্রুপ,
পেয়ে যাবে, এই বলে নিজে রক্ত দিতে চান না। ওয়েল,
এইবার দেখেন আপনাদের সামনে কি এসে দাঁড়িয়েছে ! এখনও
বলবেন বি পজেটিভ সহজলভ্য রক্ত????
এই যুদ্ধে আমাদের পাশে দাঁড়ান বন্ধুরা। কপি করেন, পেস্ট
করেন, শেয়ার করেন, যে যে ভাবে পারেন, হেল্প করেন।
আমার ফ্রেন্ডলিস্টের প্রত্যেকটা মানুষের কাছে আমার
দাবী, এই লেখাটি পড়েন এবং এগিয়ে আসুন, গ্রুপ
মিলে গেলে রক্ত দেন, পিসি ইউজার রা পোস্ট কপি পেস্ট
করেন, মোবাইল ইউজাররা শেয়ার করেন।
ফেইসবুকের সমস্ত বাংলাভাষী ছেলেমেয়ে যেন এই
লেখাটি পড়ে, সে ব্যবস্থা করেন। না দেখলে ট্যাগ
করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন...।
©somewhere in net ltd.