![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
অনামিকা দে , বয়স ঊনিশ .. সিলেট লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্রী.. কিছুদিন আগে ফেসবুকে অনেকেই দেখেছেন ৮৫ব্যাগ বি পজিটিভ রক্ত দরকার যেটা আমিও বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি...কিন্তু রক্ত এখনও লাগছে .. তখন তিনি ছিলেন গ্রিন ভিউ হসপিটালে এখন পিজিতে .. লড়ছেন ক্যানসার এর সাথে। তবে এখনও জানেন না যে উনার ক্যানসার ..কি অদ্ভুত ..এতদিন শুধু রক্ত দেওয়া হত, আজ থেকে কেমো দেওয়া শুরু হল..উনার ক্যানসার এর বর্তমান অবস্থা হল (AML-M3) . ..
ওদের পারিবারিক অবস্থা ভাল না বাবা প্যারালাইসিস রুগী .. ঢাকায় কোন রিলেটিভ নেই .. উনারা আসার পর থেকে Abhishek Anik দা আর জীভান ভাইয়া সব করছেন অথচ উনারা অনামিকার কেউ হন না .. শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে তারা অনামিকার পাশে দাঁড়িয়েছেন । উনার এখনও প্রতিদিন ৫ব্যাগ রক্ত দরকার যারা পারবেন প্লিজ যোগাযোগ করুন -
০১৭১৭৯৫২২১২, ০১৯১৮৪২৯৯৪৭..
প্রত্যেক কেমোর জন্য দরকার ২৮হাজার টাকা .. প্রতিদিন ৫ব্যাগ রক্তের নানা কাজে দরকার হয় ৪-৫ হাজার টাকা.. উনারা চাচ্ছেন বোন মেরো ট্রানস্ফার করতে দেশের বাইরে নিতে .. কিন্তু বাস্তবে সামর্থ্যের কাছে হয়ত হেরে যাবেন .. হয়ত কেমো দেওয়ার টাকাটাই শেষ পর্যন্ত জোগার হবে না ..
আমরা কি চুপ করে থাকব...? কিছুই কি করার নেই আমাদের..? রানা প্লাজা ধ্বংসের পর মৃত ব্যাক্তিদের নিয়ে কতই না হইচই করলাম আর জীবিত একজনকে বাচানোর জন্য আমরা হইচই করতে পারি না...???
কেউ চাইলে আর্থিক সাহায্য করতে পারেন যা বেশি দরকার এই মুহুর্তে...
সেক্ষেত্রে যোগাযোগ করুন -
অনিক- ০১৬৭২৪৬৮১৯০
মিল্টন- ০১৭১৯৯৪৯১৬২
চাইলে একনজর দেখেও আসতে পারেন -
পিজি হসপিটাল , ব্লক- ডি , ফোর্থ ফ্লোর, বেড নোঃ FNP(YELLOW-4)
এই ফুলের মতো মেয়েটি আকাশের তারা হয়ে যাবার আগেই তাকে বাঁচিয়ে তোলার জন্য সহায়তা করুন । সবার কাছে অনুরোধ রইল....
©somewhere in net ltd.