নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

বাঁধ ভাঙ্গার আওয়াজে আমার বাক-স্বাধীনতা কি হারিয়ে গেছে...??

১৮ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:১২

বাক-স্বধীনতা হল না আমার।বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমার কথা বলার স্বাধীনতা নেই। সকালে একটা পোষ্ট দিয়েছিলাম " আসেন মিষ্টির পাতিলে ডুব দিয়া আত্মহত্যা করি "। বিষয়বস্তু ছিলো তারেক রহমানের বেকসুর খালাস নিয়ে। কিন্তু তা সরিয়ে ফেলা হয়েছে। জানি না কিভাবে হল। কিন্তু বিকেলে লগ-ইন করার পর দেখছি তা সরিয়া ফেলা হয়েছে। বাঁধ ভাঙ্গার আওয়াজে আমার বাক-স্বাধীনতা কি হারিয়ে গেছে...???



বন্ধুরা.....কেউ কি বলবেন কেন এমন হল....??

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

পথহারা নাবিক বলেছেন: বুঝলাম না!! কয়দিন ধইরা আমারও পোস্তগুলো মুছে ফেলা হচ্ছে!!

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়...

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: ব্যাপারটা আসলেই চিন্তার বিষয়...

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩২

খেয়া ঘাট বলেছেন: বাগ জনিত কোনো কারণে মুছে গেলেও কর্তৃপক্ষ একটা জবাব দিতে পারতেন।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ খেয়া ঘাট ভাই...আমি নির্বাক...

৩| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি ওই পোষ্টে কমেন্ট দিয়েছিলাম, মুছে ফেলার মত তো কিছু ছিল না। বুঝতে পেরেছি, একজন নিষ্পাপ ব্যক্তিকে নিয়ে আপনি এসব লিখেছেন তাই পোষ্ট মুছে ফেলা হয়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ আপনাকে...কিন্তু আমি আবার সেটা রিপোষ্ট করবো। এটা আমার স্বাধীনতা...

৪| ১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৫

চলতি নিয়ম বলেছেন: বাতাসের দোষ ;)

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ...আমি আবার রিপোষ্ট দিয়েছি...এবার বাতাসে আমার কথা হারিয়ে গেলে বাতাসের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করব, " বাক-স্বাধীনটা বাতাসে হারিয়ে গেলে তা কেন অবৈধ হবে না " এই মর্মে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.