![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
পলাতক, চিকিৎসাধীন, হাওয়া ভবনের একচ্ছত্র অধিপতি, বৃহত্তর জামাতে ইস্লামীর বিএনপি শাখার মহিলা আমির পুত্র, দেশের সবচেয়ে বড় গণতন্ত্র, মিস্টার টেন পার্সেন্ট, তারেক রহমান বেকসুর খালাস...!
সাবাস বাংলাদেশ...!!
হায়রে এরই নাম বাংলাদেশ...কিভাবে জানি, যারা ঘুষ খায় , অন্যায় করে তারা বেকসুর খালাস পায়, আর যারা অন্যায় করে করে না , মাথার ঘাম পায়ে ফেলে শুধুই তারাই কেন জানি খালাস পায় না।
"...এন্ড ইয়ু ক্যান অলওয়েজ ট্রাস্ট অ্যা ডিজঅনেস্ট ম্যান ট্যু বি ডিজঅনেস্ট"
এরশাদের এর হিসাবটা বুঝলাম।
কিন্তু তারেকের বেকসুর এর হিসাবটা মাথার উপ্রে দিয়া গেল....!
ঘুষদাতা অপরাধী হইলে ঘুষগ্রহিতা বেকসুর হয় কেমনে.....??
রাজনীতির মধ্যে খালি পলিটিক্স আর পলিটিক্স....!
আসেন তারা যে মিষ্টি বিতরন করছে সেই মিষ্টির পাতিলে ডুব দিয়া আত্নহত্যা করি.....
©somewhere in net ltd.