নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

ছেলেদের পছন্দ মধ্যবয়স্ক নারী....!B-)B-)B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:২০

সুন্দরী তরুণী বিস্মিত হন এই ভেবে যে, কেন ছেলেরা মধ্যবয়স্ক নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। দিন দিন এই ধরনের সম্পর্ক বেড়েই চলেছে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। মধ্যবয়স্ক নারীর মধ্যে শারীরিক ও চারিত্রিক বহু আকর্ষনীয় বৈশিষ্ট আছে। আর এ সৌন্দর্য তারা সুন্দরভাবে মেলেও ধরতে পারেন। ছেলেরা এই লুকায়িত সৌন্দর্যই খুঁজে বেড়ায় এবং এতে মুগ্ধ হয়। সবচেয়ে বড় কথা সুন্দরী, অবিবাহিত তরুণীরা যত আকর্ষণীয় হোক না কেন একজন মধ্যবয়স্ক নারীর পূর্ণতার কাছে অনেক ক্ষেত্রেই আনাড়ি তারা।



গবেষণায় বিশেষজ্ঞরা ৭টি কারণ খুজেঁ বের করেছেন, যার কারণে ছেলেরা মূলত মধ্যবয়স্কা মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করে:



দায়ীত্বশীলতা:

মধ্যবয়স্কা নারী নিজেকে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেন। তারা কী চান সেটা তারা ভালো করেই জানেন তাই তাদের লক্ষ্য স্থির ও স্বচ্ছ থাকে। মধ্যবয়স্ক নারীই পারে একজন মানুষকে জীবনের আঁকাবাঁকা পথ চেনাতে, আস্থা তৈরি করতে, ওপরে উঠার প্রবল ইচ্ছাশক্তি তৈরি করতে এমনকি প্রবল আত্মসম্মানবোধ তৈরি করতে। জীবনের অভিজ্ঞতা থেকে তিনি একটি মানুষকে কল্পনার জগতে ভেসে বেড়াতে নয়, জীবনের অমোঘ বাস্তবতা শেখাতে পারেন।



আত্মবিশ্বাস:

নিজের সম্পর্কে পরিষ্কার জ্ঞান এ বয়সে নারীদের আত্মবিশ্বাসী করে তোলে। এই ভারসাম্য ও আত্মপ্রত্যয়ী মনোভাবই তাকে ভেতর থেকে তীব্র আবেদনময়ী ও আকর্ষণীয় করে তোলে। আত্মবিশ্বাসী নারীরাই পুরুষের কাছে কাম্য।



স্বাধীনতা:

সাধারণত অধিকাংশ মধ্যবয়স্কা নারী কোন ভনিতা ছাড়াই পুরোপুরি খুশি থাকে। একজন পুরুষকে তার আবশ্যিক করে তোলার কোন দরকার পড়ে না। তিনি কখনোই তার ওপর নির্ভর করেন না। আপনি কি কোন জটিল মানসিক গেম আপনার প্রিয়জনের সাথে খেলতে পারবেন? ভালো করে চিন্তা করে দেখুন। মধ্যবয়স্কা নারীরা কখনোই কোন গেম খেলতে যান না কারন তাঁরা ভালো করে জানেন তাঁদের কী প্রয়োজন। মানসিক এবং আর্থিক স্বাধীনতা একটি মানুষের জীবনের গুরুত্বপুর্ণ অর্জন।



সততা:

একজন মধ্যবয়স্ক নারী পুরুষকে বিশ্বাস এবং সততার স্তরগুলো ভালোভাবে শিখিয়ে নিতে পারেন। প্রেম, ভালোবাসা, বিয়ে যে কোনো ধরনের সম্পর্কেই শ্রদ্ধা একটি গুরুত্ত্বপূর্ণ ব্যাপার। মধ্যবয়স্ক নারী তার দৈনন্দিন জীবনে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন। তার মধ্যে সততা, বিশ্বাস এবং শ্রদ্ধাবোধ প্রবল থাকে। একজন মধ্যবয়স্ক নারী কখনোই একাধিক পুরুষের প্রতি কামনা রাখেন না। যে পুরুষটি অন্য একাধিক নারীদের সাথে ডেট করছে তার প্রতি এ নারীরা কখনোই আগ্রহ প্রকাশ করেন না।



অভিজ্ঞতা:

মধ্যবয়স্কা নারী জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তাই তার অভিজ্ঞতাও অনেক। জীবনের ছোটখাট সবধরনের সম্পর্কের অভিনয় তিনি নিখুঁতভাবে বিবেচনা করতে পারেন। এটা কিভাবে সমাধান করা যায় সেটাও তিনি ভালো জানেন। মধ্যবয়স্ক নারী যথাসময়ে আবেগী হয়ে ওঠেন এবং পুরুষটির সাথে সত্যিকার গাঢ় সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেন। তিনি প্রিয় মানুষটির কাছে নিজেকে এমন ভাবে মেলে ধরেন যাতে সেই মানুষটি তাকে সহজভাবে পড়তে পারে। ফলে তিনি একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু, এমনকি দীর্ঘ চলার পথে ভালো একজন সঙ্গী হতে পারেন।



পারস্পরিক বোঝাপড়া:

একে অপরের মধ্যে যদি বোঝাপড়া ভালো না হয় তাহলে সম্পর্কের শুরুতেই হোঁচট খেতে হয়। তীব্র আগ্রহ মুখ থুবড়ে পড়ে। সম্পর্কের মধ্যে বোঝাপড়াটা খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান। অর্থময় বোঝাপড়া সম্পর্ককে আনন্দময় করে তোলে। আর এটা গড়ে ওঠে মধ্যবয়স্ক নারীর জীবনের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে। পারস্পরিক কথোপকথন জীবনের গল্পকে থামিয়ে দিবে না, বরং জীবনের গতিকে বাড়িয়ে দেবে। পরস্পরকে ভালো করে বুঝে ওঠার পথ তৈরি করে দেবে। যে পুরুষটি শুধু সেক্স এবং একটু মুগ্ধতার চোখে তাকানোর জন্য অপেক্ষা করতো সেই পুরুষটির মধ্যেও এই নারীর প্রতি শ্রদ্ধাবোধ জেগে ওঠে।



যৌনতা:

বিছানায় একজন মধ্যবয়স্ক নারী যথেষ্ট অভিজ্ঞ, সে তার চরম মুহূর্তের চাওয়া পুরুষটিকে বলতে দ্বিধা করে না। এই খোলামেলা সততাই দুজনকে সুখের চরম পর্যায়ে নিয়ে যায়। আমরা যদি কাউকে 'সেক্সুয়ালি স্যাটিসফাইড' বলি সেটা অবিশ্বাস্যভাবে সেই ব্যক্তিকে আত্মবিশ্বাসী ও ভেতর থেকে সতেজ করে তোলে। মধ্যবয়স্ক নারীর এই ধরনের গুনাবলী একজন পুরুষকে সহজেই সন্তুষ্ট করে।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

মাথা নষ্ট সিপাহি বলেছেন: ভুয়া গবেষনা ! সত্য কথা হল যার কাছে যেটা সহজ লভ্য তার সেটার প্রতি আগ্রহ কম। যেমন একজন বিবাহিত মধ্যবয়সি পুরুষ প্রতিনিয়ত একজন বিবাহিত মধ্যবয়সী নারীকে তার সান্নিধ্যে পাচ্ছে তাই তার
এটার প্রতি আগ্রহ কম, আর অল্প বয়সী ছেলেদের বেলায় ঠিক তার উল্টো কারন তারা স্কুল কলেজের সমবয়সি বানধবীদের সান্নিধ্যে অভ্যস্ত। বেশি না আপনি ১০জন ১০জন ক নিয়ে জরিপ করে দেখতে পারেন তাদের চাহিদা কেমন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০১

অন্ধকার ছায়াপথ বলেছেন: আমিও আপনার সাথে সহমত..কিন্তু গবেষকরা যে কেমনে যে বের করলো বুঝলাম না...তবে পয়েন্টগুলো কিন্তু সত্যি।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১৭

ঢাকাবাসী বলেছেন: উপ্রে মাথা নস্ট সিপাহি যা বলেছেন একমত।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪৬

তাসজিদ বলেছেন: কপি পেস্ট পোস্ট

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ..বুঝতে পারার জন্য। আমিতো গবেষক নই। আর অফিস থেকে বের হওয়ার সময় তারাহুরোয় নিচে লিংক দিতে ভুলে গিয়েছিলাম। আবারও ধন্যবাদ।

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:০৭

মশিকুর বলেছেন:
বলছে আপনেরে!!!

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: শুধু আমাকে না , গবেষকরা সারা বিশ্বকে জানিয়েছেন...

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৯

বেকার সব ০০৭ বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) :-B :-B :-B :-B :-B

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৫

ধূর্ত উঁই বলেছেন: :P

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১৬

জনাব মাহাবুব বলেছেন: আপনার দেওয়া গবেষণার রিপোর্ট পুরোটাই ভুল।

ছেলেদের আকর্ষন সবসময় তার সমবয়সী বা কম বয়সী মেয়েদের প্রতি। :P :P :P :P :P

মধ্যবয়সী নারীদের প্রতি বুড়োদের আকর্ষন থাকতে পারে কিন্তু কোন তরুনের নয়। ;) ;) ;) ;) ;)

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: প্রত্যেক সূত্রের বিপরীত বা ব্যাতিক্রম সূত্র থাকে...

৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

ভোরের সূর্য বলেছেন: প্রথম আলোর লেখা নিজের নামে না চালিয়ে কপি পেস্ট পোস্ট করা লেখাতে অবশ্যই লিংক দিবেন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। কিন্তু আপনার তথ্যেও ভুল আছে। এটা প্রথম আলোতে প্রকাশিত হয়নি। এটা একটা অনলাইন নিউজ পোর্টালে পেয়েছিলাম। কিন্তু অফিস থেকে বের হওয়ার সময় তারাহুরায় শেষে লিন্ক টা দিতে ভুলে গিয়েছিলাম। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। লেখাটি গবেষকরা বের করেছেন। আর আমিতো অবশ্যই গবেষক নই। তাই যারা মনে করছেন যে লেখটি আমার তাহলে এটা আপনাদের ভুল ধারনা।

লেখা পড়েই বোঝা যায় যে সেটা লেখকের নাকি কপি-পেষ্ট করা। আর আমার এই লেখা পড়েও যদি বুঝতে না পারেন যে এটা একটা গবেষনার রিপোর্ট যেটা গবেষকরা প্রকাশ করেছে তাহলে আমার বলার কিছু নাই। এই সামুতে অনেক বড় বড় ব্লগার অন্যের লিখাকে নিজের বলে চালিয়ে দিচ্ছেন এবং আপনারা সেগুলো কে ++ বা প্রিয়তে ইত্যাদি করে নেন। সেখানেও এমন কিছু নীতিবাক্য ঝাড়ুন। আমি তো চুনোপুটি তাই রাঘব-বোয়ালদের প্রোফাইলটাতেও কিছু ঝাড়ুন...

৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০২

৭১৫০ বলেছেন: কুনটাই ঠিক না।

১০| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

নবীউল করিম বলেছেন: এই পোস্টটার একটা সদুর প্রসারী উদ্দেশ্য আছে। সেটা লেখক বুঝে করুক অথবা না বুঝে। উদ্দেশ্যটা হচ্ছে সমাজে ইতরামি আর ফাতরামি ধীরে ধীরে অনুপ্রবেশ করানো! আমাদের এই সুন্দর শৃঙ্খলিত মজবুত উচ্চ আদর্শ সম্পন্ন সমাজটাকে ধ্বংস করে দেওয়াই হচ্ছে মূল উদ্দেশ্য! জানি আমার কথাকে অনেকের কাছে বাড়াবাড়ি মনে হচ্ছে........
.
ভ্যালেন্টাইন ডের নেগেটিভ চর্চা থেকে ইদানীং সমকামীদের অধিকার ! বাক স্বাধীনতা আর ব্যাক্তি স্বাধীনতার নামে কুৎসিত পরমত সহিষ্ণুতার বলী, এই সবই একেকটা উদাহরণ! আর কটা দিন অপেক্ষা করেন, সামনে গবেষণার এবং প্রচারের বিষয় হবে, “ছেলেরা মাকে বেডে পেতে চায়” ভাইরা বোনদের প্রতি যৌন আকাংখা অনুভব করে” ইত্যাদি।

শেষের বাক্যগুলো লেখতে ভীষণ কষ্ট হোল, তবুও লেখলাম! কথাগুলো আসছে সামনে মিলিয়ে নিয়েন।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: হা হা হা। আমরা বাঙ্গালী। আমরা আমাদের লিমিটেশন জানি তাই আপনার গবেষনার বিষয় গুলো আমাদের বাংলা কালচারের মাথার উপ্রে দিয়া যাবে।

১১| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: ভোরের সূর্য যা বলেছেন, তা যদি সত্য হয়; তবে আপনি অন্যায় কাজ করেছেন। কপি-পেস্ট করলে অবশ্যই তা উল্লেখ করবেন। সততা প্রকাশে লজ্জার কিছু নেই। তাই

আপনার এই পোস্টটি সরিয়ে ফেলার জন্য মডুদের অনুরোধ করব।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। কিন্তু আপনার তথ্যেও ভুল আছে। এটা প্রথম আলোতে প্রকাশিত হয়নি। এটা একটা অনলাইন নিউজ পোর্টালে পেয়েছিলাম। কিন্তু অফিস থেকে বের হওয়ার সময় তারাহুরায় শেষে লিন্ক টা দিতে ভুলে গিয়েছিলাম। মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। লেখাটি গবেষকরা বের করেছেন। আর আমিতো অবশ্যই গবেষক নই। তাই যারা মনে করছেন যে লেখটি আমার তাহলে এটা আপনাদের ভুল ধারনা।

লেখা পড়েই বোঝা যায় যে সেটা লেখকের নাকি কপি-পেষ্ট করা। আর আমার এই লেখা পড়েও যদি বুঝতে না পারেন যে এটা একটা গবেষনার রিপোর্ট যেটা গবেষকরা প্রকাশ করেছে তাহলে আমার বলার কিছু নাই। এই সামুতে অনেক বড় বড় ব্লগার অন্যের লিখাকে নিজের বলে চালিয়ে দিচ্ছেন এবং আপনারা সেগুলো কে ++ বা প্রিয়তে ইত্যাদি করে নেন। সেখানেও এমন কিছু নীতিবাক্য ঝাড়ুন। আমি তো চুনোপুটি তাই রাঘব-বোয়ালদের প্রোফাইলটাতেও কিছু ঝাড়ুন...

১২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

sumit বলেছেন: ভাই ১টা মধ্যবয়স্ক নারীর খোজে আছি। যদি সন্ধান দেন খুবই উপকৃত হব।

১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: হুমম....উপকার করতে চাই কিন্তু পাই নাতো। আপনি পাইলে জানাবেন অবশ্যই। আর আপনি পাওয়ার পর আমার জন্যও একটু উপকার কইরেন।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

sumit বলেছেন: মনে থাকবে আর আপনিও মনে রাখবেন। যে আগে পাবে সে খোজ দিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.