নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

এরশাদ হলেন হৃদরোগের ওষুধ....!!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:১৬





এরশাদ যা-ই করেন তাতেই মানুষ হাসে, তিনি একবার ভাবলেন ম্যাডামের সঙ্গে যাবেন। মানুষ হাসল। মানুষের হাসি দেখে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে আপার কাছেই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তাও মানুষ হাসল। তাঁকে নিয়ে মানুষ হাসতে হাসতে এমন পর্যায়ে গেছে, তিনি যদি কাউকে পানিও পান করান, তাও মানুষ হাসে।



এই নিয়ে ভারি দুঃখ ভদ্রলোকের মনে। দুঃখ থেকেই তিনি বললেন, 'আত্মহত্যা করব'। এ কথায় সবাই বলবে, 'না এরশাদ না, আত্মহত্যা মহাপাপ'। তা না সবাই মিলে বেদম হাসাহাসি করল। দুষ্টুরা আবার বলল, এরশাদ মরে গেলেও আত্মহত্যা করবেন না।



এসব হাসাহাসিতে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে এলেন। ওমা তাতে কি? এটা নিয়ে সবাই হাসাহাসি করছে। একটা মানুষ মরবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাও মানুষ হাসে। বেচারা দুঃখে সামান্য অসুস্থ হয়ে ডাক্তারকে ফোন করলেন। র‌্যাব গিয়ে তাঁকে তুলে এনে সিএমএইচে ভর্তি করিয়ে দিল। হায় এরশাদ, আপনি কাঁদলেও মানুষ হাসে, অসুস্থ হলে র‌্যাব আসে। যাকগে এসব কাহিনী বাদ। এবার এরশাদ শপথ নিলেন...হা হা হা।



দূর তাও মানুষ হাসে, আজ এরশাদ শপথ নিতে বঙ্গভবনে গেলেন। যাওয়ার পর যখনই দরবার হলে প্রবেশ করলেন উপস্থিত গণ্যমান্য সবাই হো হো করে হেসে দিলেন। এরশাদ কী এমন করেছে, যাতে এত হাসতে হবে? যদি হাসতে হয়, তবে এরশাদের ছবি রাস্তার পাশে বিলবোর্ডে রাখা হোক, প্রতিদিন মানুষ তাঁকে দেখে হাসুক। হাসলে নাকি হার্ট ভালো থাকে। অতএব এরশাদ একটি হৃদরোগের ওষুধ!



কার্টেসী - কাসাফাদ্দৌজা নোমান

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৫

পথহারা নাবিক বলেছেন: ভাই আমার কয়দিন ধইরা বুকে ব্যাথা করতেছে!! আমি ঠিক বুঝতে পারতেছি না!!

১৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮

অন্ধকার ছায়াপথ বলেছেন: হাসলে নাকি হার্ট ভালো থাকে....দেখুনতো ছবিগুলো দেখে হাসতে পারেন কিনা...???


মন খুলে হাসুন বুকের ব্যাথা চলে যাবে....

২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৭

অন্ধকার ছায়াপথ বলেছেন:

হে হে হে.....উপস্....সরি....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.