নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

অগ্নি - আমার দেখা বাংলাদেশের সেরা এ্যাকশনধর্মী মুভি...( যাক কোয়ালিটি আইসে )

২৪ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:০৫

আসছে বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ই ফেব্রুয়ারি ২০১৪) তে মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ – মাহি জুটির প্রথম চলচ্চিত্র।এ্যাকশনধর্মী ‘অগ্নি’ শিরোনামের এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ‘দেহরক্ষী’খ্যাত পরিচালক ইফতেখার চৌধুরী। আর এ চলচ্চিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন ‘আইটেম সং’য়ে কাজ করলেন মাহি।গানটি গেয়েছেন বলিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী নীতি মোহন।





অগ্নি - র ট্রেইলর...

চলচ্চিত্রটির বেশীর ভাগ শ্যুটিং করা হয়েছে দেশের বাইরের বিভিন্ন লোকেশনে।



চলচ্চিত্রের গল্প গড়ে উঠেছে মাহিকে কেন্দ্র করে। আর মাহি অভিনয় করছেন চলচ্চিত্রটির নাম ভূমিকায়। সেই সঙ্গে থাকছে আরেফিন শুভর অ্যাকশন ধর্মী উপস্থিতি।



অভিনয় ছাড়াও ‘অগ্নি’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন আরেফিন শুভ। ‘সহে না যাতনা’ শিরোনামের গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অদিত। ছবির গানগুলো নিয়ে অনেকটাই আশাবাদী নির্মাতা।



অ্যাকশান-রোমান্টিক ধর্মী চলচ্চিত্র ‘অগ্নি’ দর্শক গ্রহণযোগ্যতা পাবে, পাশাপাশি নতুন এই জুটি দর্শকদের ভালো কিছু দিতে পারবেন, এমনটি আশা করছেন নির্মাত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.