![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
ভারতীয় " গুন্ডে " মুভিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ - কে অবমাননা করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে যে ভারত-পাকিস্তান এর তিৃতীয় যুদ্ধে বাংলাদেশের জন্ম। ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানী বাহিনী আত্মসমর্পন করেছে এবং পেছনে বঙ্গবন্ধুর ছবি এবং কাটাতারের বেড়ার পেছনে দুই বালক চিন্তা করছে নতুন এই দেশ তাদের জন্য ভাল না খারাপ বয়ে আনবে। এখানে মুক্তিবাহিনীর কথাটিকে উল্লেখ করা হয়নি।
মন্তব্য : এইটা কোন কথা...?? মুক্তিযুদ্ধ আমাদের চেতনা..আমাদের স্বাধীনতাকে তারা বলছে অনিচ্ছাকৃত আবিস্কার...?? ঘৃনা করি তাদেরকে যারা এমন চিন্তা করে। আর আমদের সাংস্কৃতি মন্ত্রী বলছেন অভিযোগ সত্যি হলে নাকি প্রতিবাদ জানানো হবে। এইটা কি রকম কথা...?? যখনই শুনেছেন এমন কিছু একটা ডিভিডি এনে দেখেন যা আছে তা সব মুভিতেই আছে...দেখুন...
আর এই ছবির রেটিং কমাতে সাহায্য করুন আমাকে। জিনাত জোয়ার্দারের সাথে একমত হয়ে আমিও রেটিং কমিয়ে দিয়েছি। আপনারাও করুন....
কিভাবে রেটিং কমাবেন -
প্রথমে নিচে দেয়া এই লিংকে এ যাবেন, তারপর আপনারা রেইটিং এর একটা অপশন পাবেন, রেইটিং করতে গেলেই আপনাকে লগ ইন করতে বলবে, আগে থেকে এক্যাউন্ট থেকে না থাকলে সরার্সরি ফেইসবুক থেকে লগ ইন করুন, নিচে অপশনটি পাবেন, ফেইসবুক থেকে লগ ইন করা হয়ে গেলে এই লিন্কটা ( http://m.imdb.com/title/tt2574698/) আবার একটু রিলোড করুন, এইবার আপনি রেইটিং করতে পারবেন…
রেইটিং এ অবশ্যই ১ দিবেন… যার যত আইডি আছে, ফেইক আইডি হোক, বা রিয়েল আইডি হোক, শুধু রেইটিং করেন, কোন প্রবলেম হলে আমাকে জানাবেন, দেখি আমরা সবাই মিলে শেষ পর্যন্ত রেইটিং কততে নামাতে পারি…
জয় বাংলাদেশ, জয় হোক বাংলাদেশীদের…
News Link : Click This Link
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪
ফেরদাউস আল আমিন বলেছেন: পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এর কারনের কোন প্রকার ইস্তেহার না দেয়, তা হলে ব্যপারটা কি হবে।
আপনার আমার ব্যক্তিগত আলাপ আখ্যায়িত করা যায়।