![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]
প্রায় যত মুসলমান আছে বাংলাদেশে , এর প্রায় সবাই বলতে গেলে বংশগত/উত্তরাধিকার সুত্রে পাওয়া। আমিও এর ব্যাতিক্রম না ।
এখনও সেই দিনটার কথা পরিস্কার মনে আছে। আমাকে বুঝানো হয়েছিল , যদি তোমাকে মুসলমান হতে হয় তাহলে অবশ্যই তোমাকে মুসলমানি করতে হবে। মুসলমানি না করলে মুসলমান হওয়া যাবে না। তো মুসলমানি ব্যাপারটা কি ? উত্তর জানার পর আমার শরীরে শীতল রক্ত বয়ে গিয়েছিলো । কেউ ধর্মের নামে আমার সুস্থ সবল শরীর থেকে রক্ত বের করবে আমি মানতে পারি নি।সারা রাত ঐ উপর ওয়ালার কাছে প্রার্থনা করেছি, উনাকে বলেছি আমি খাটি মুসলমান হব।কিন্তু আমি মুসলমানি করব না। আম্মুর কাছে বারবার জিজ্ঞেস করছি আম্মু , মুসলমান হওয়ার জন্য আর কোন উপায় নাই...? আম্মু নির্বাক তার ধর্মের কাছে।
আমি এখন জানি মুসলমানি ব্যাপারটার শুরু হয় ইহুদি ধর্ম থেকে । যে ধর্মটার নাম মুসলমানরা সহ্য পর্যন্ত করতে পারে না । অথচ তাদের ধর্মীয় গ্রন্থে এ মুসলমানি করার ব্যাপারে পরিস্কার ভাবে উল্লেখ করা আছে।
আমার মুসলমানি হয়ে গেলো আর আমি মুসলমান হয়ে গেলাম.....
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩২
অন্ধকার ছায়াপথ বলেছেন: এ কে এম রেজাউ করিম ভাই এর সাথে সহমত...
আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে...কোরআন হচ্ছে এমন একটি বই যা আজ পর্যন্ত তার একটি শব্দ ও পরিবর্তন হয় নি আমার জানা মতে....
২| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:২১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
খেলাঘর বলেছেন:
তোরাহ ও বাইবেল থেকে অনেক কিছু নিয়ে মুসলিম ধর্ম ।
প্রিয় খেলাঘর-এর জ্ঞাতির জন্য বলতে হয়ঃ পরিমারিমারযিত বা সংস্করন বা মানব কুলদেরকে সুষ্ট ও সুন্দর পথে পরিচালিত করতে শেষ নবী (সঃ)-এর মাধ্যমে আসমানি কেতাব ক্বোর'আন নাযিল করে পরিপূরন করেন । মহান আল্লাহ তা'আলা ।
২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩০
অন্ধকার ছায়াপথ বলেছেন: সহমত....
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৭
খেলাঘর বলেছেন:
তোরাহ ও বাইবেল থেকে অনেক কিছু নিয়ে মুসলিম ধর্ম।