নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

না পাওয়ার হাত ধরে.. হেটে এসেছি বহু দুরে... চাইনা আর কিছুই জীবনের কাছে... সাদা-কালো এই জন্জালের ভীড়ে...

অন্ধকার ছায়াপথ

আমি খুব বেশি কিছু চাইনা ! আমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসি ও বলতে হবে না, মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁট দুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না, অন্য সবার মত আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না, এত অসীম সংখ্যক “না” এর ভিড়ে , শুধু মাত্র একটা কাজ করতে হবে, আমি যখন প্রতিদিন “ভালোবাসি” বলব তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটু খানি আদর মাখা গলায় বলবে “পাগল” বিশ্বাস করো , এতেই চলবে... আমার সাথে -- [email protected]

অন্ধকার ছায়াপথ › বিস্তারিত পোস্টঃ

রিপোষ্ট ও লিংক: মেরুদন্ডহীন বিএনপি :দলটিকে বাতিল করা হোক...

১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৮

কি বলেছিলাম আপনাদের..?? মনে আছে তো..???

গত পোষ্টে যা বলেছিলাম...

" জামায়েত শিবির এজতেমার পরে ২০ হাজারেরও বেশী নেতা-কর্মী নিয়ে আন্দলনে নামবে এবং সরকার পতনে আন্দোলনের নামে তারা জীবন দিতেও এবার রাজি...বিনিময়ে তারা সরকার গঠন করার পরে বিএনপির কাছে স্বরাষ্ট মন্ত্রী সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ন মন্ত্রী পদ চেয়েছে...!! "

আমাকে অনেক ব্লগাররা প্রশ্নবিদ্ধ করেছিলেন যে তথ্যের প্রমান কি...??
নিন লিংক দিয়ে দিলাম আর এ তো কেবল শুরু..। ধিরে ধিরে দেখুন কোথাকার পানি কোথায় গড়ায়....
লিংক - Click This Link

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৯

অন্ধকার ছায়াপথ বলেছেন: হেফাজতের আন্দোলন দমনে ১0মি লেগেছিলো...আশা করি এই রাজাকারদের ও তদের অঙ্গ-সঙ্গদের দমনে১০সে সময় নেয়া উচিত....

২| ১৪ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:২৬

হাসিব০৭ বলেছেন: রাতের আধারে নির্লজ্জভাবে আক্রমন করে এখন বাহাদুর সেজেছেন। দিনের বেলায় তো আপনাদের কোন খবরই ছিল না। ১৯৭১ সালের পাকি = আ....লীগ

বাল্পুস্ট

১৪ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

অন্ধকার ছায়াপথ বলেছেন: আর আপনারাও তো রাতের আধারে সব ধংসাত্তক কার্যকলাপে বেরিয়ে পড়েছিলেন আর দিনের বেলাতে সাধু সেজে বসেছিলেন..শিশুদেরকে নিয়ে মাঠে নেমেছিলেন মনে আছে কি....?? সেই সব শিশুদের মধ্যে আমার একজন ঘনিষ্ট বন্ধুর ছোটভাই ও ছিলো ..তার পরিবার জানতই না যে সেই ছোট ভাই সেখানে গিয়েছিলো...তাকে পরবর্তীতে প্রশ্ন করা হলে সে বলে বড় হুজুরের নির্দেশে তারা সবাই সেখানে গেছে...এই আপনাদের আন্দোলন..??

তাই আমাদেরও রাতের আধারের আশ্রয় নিতে হয়েছিলো...সই সময় কি হয়েছিলো তা সব মিডিয়াতে জনগন দেখেছে...আর আরেকটা কথা সৌদি আরবে নিয়ম আছে মাথা বদলে মাথা, হাতের বদলে হাত....আপনাদের ভাগ্য ভালো যে আপনারা বাংলাদেশে আছেন । শুধু লাঠি চার্জ করে, টিয়ার শেল দিয়ে ভংগ করা হয়েছে.....

এখনো সময় আছে সাবধান হয়ে যান....ইসলামের রাস্তায় আসেন যে ইসলাম শন্তির পথ বলে...এই সব গাজাখুরি রাস্তায় থাকলে অচিরেই হারিয়ে যাবেন জন-সমুদ্রে.....

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

হাসিব০৭ বলেছেন: বুঝলাম না আমি কি হেপাজতের পক্ষে কথা কইছি তবে যা করার দিরে আলোদত করা দরকার ছিল আর কেনই বা তার পরদিন থেকে ইসলামিক ও দিগন্ত টিভির প্রচার বন্ধ করা হল। আর আপনাদেরও ভাগ্য ভাল যে এদেশের জনগন শান্তি প্রিয় নইলে কোন রাজাকার বা বাকশালী, জামাতি বা ভাদা প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারত না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.