![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি সমাজ নষ্ট হয়ে যায় খারাপ লোকের কর্মকান্ডের জন্য না বরং ভাল মানুষগুলো নিস্ক্রিয় বলেই খারাপ লোকের এত আস্ফালন।
বাংলাদেশ ইয়ুথ ক্লাব, ফ্রান্স আয়োজিত বৈশাখী মেলায় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে লাঞ্ছিত করা হয়েছে।
গতকাল রোববার প্যারিসের লা কুর্ণভ মাঠে বাংলাদেশের ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মেধাবী সাংবাদিক সাগর রুনির হত্যাকারী বলে অভিযুক্ত মাহফুজুর রহমানের মঞ্চে উঠা নিয়ে সৃষ্ট বিতর্ককে কেন্দ্র করে এ ঘটনার সুত্রপাত।
বাংলার মেলায় এ বছরের মিডিয়া পার্টনার ছিলো এটিএন বাংলা। মেলায় অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান। দর্শকদের একাংশ এটা মেনে নিতে পারেননি। তাদের অনেকে এ মেলার পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাকে এ ধরনের ব্যক্তিকে মঞ্চে না উঠানোর জন্য অনুরোধ করেন।
অনুষ্ঠানের উপস্থাপক মাহফুজুর রহমানকে মঞ্চে এসে বক্তব্য রাখার ঘোষনা দেয়ার পর পরই দর্শকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উচ্ছৃঙ্খল জনতা মাহফুজুর রহমানের দিকে পায়ের জুতা, হাতের কাছে থাকা পানির বোতল ছুড়ে মারেন।
আয়োজকরা দর্শকদের শান্ত হতে অনুরোধ করে মাহফুজুর রহমানকে কিছুটা দূরে সরিয়ে নেন। এরপর ও তাকে মঞ্চে না রাখার আবেদন জানায় দর্শকরা। আয়োজকরা এ বিষয়ে কর্নপাত না করায় এক পর্যায়ে উত্তেজিত দর্শকরা দল বেধে মাহফুজের দিকে তেড়ে যান। এ সময় জুতা নিক্ষেপের পরিমান পুর্বের চেয়ে বেড়ে যাওয়ায় মেলার শৃঙ্খলায় নিয়োজিত কর্মী বাহিনী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দর্শকদের হাতাহাতি হয়।
এ সময় মেলা স্থলে দর্শকরা ছুটাছুটি শুরু করে। পরবর্তীতে পুলিশ এসে কাদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে।
এ সময় পুলিশী প্রহরায় মাহফুজুর রহমান ও আয়োজকরা মেলা প্রাঙ্গন ত্যাগ করেন। এ ঘটনায় প্যারিসে বাংলাদেশীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য এর আগে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান লন্ডনে সিলেটীদের নিয়ে চরম উস্কানীমূলক ও বিতর্কিত মন্তব্য করেন।
২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:০০
একটি সুন্দর দিন বলেছেন: ঠিক বলেছেন ভাই।
২| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৪৬
খাটাস বলেছেন: সুন্দর
৩| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫১
সোহানী বলেছেন: মুনাজির বলেছেন: সাগর-রুনি হত্যাকারীকে জনগণ চিনে যদিও সরকার চিনে না! !!!!
এই কারনেই তো বলা হয় চোরের মায়ের বড় গলা........... হেহেহেহেহে
৪| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জনতা জিন্দাবাদ!!!!!
সুবিধাবাদী আয়োজকদের মূখের উপর প্রতিবাদ করায় তাদের স্যলুট।
এ সময় জুতা নিক্ষেপের পরিমান পুর্বের চেয়ে বেড়ে যাওয়ায় মেলার শৃঙ্খলায় নিয়োজিত কর্মী বাহিনী ও নিরাপত্তা রক্ষীদের সঙ্গে দর্শকদের হাতাহাতি হয়। --
সাগর-রুনি তোমরা নিশ্চয়ই হাসছ ওপারে বসে। মনের সূখে হাসো।
অন্যায়কারী একদিননা একদিন ধরা খায়ই।
৫| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৩
মোমের মানুষ-২ বলেছেন: দিনটা শুরুই হল ভাল একটা খবরে........সারাটা দিন আজ ভাল খবরে কাটবে মনে হয়
২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:০৫
একটি সুন্দর দিন বলেছেন: শুভ সকাল প্রিয় বাংলাদেশ।
বাংলাদেশে কেউ মাহফুজুর রহমানকে কিছুই করতে পারেনি কিন্তু প্যারিসের প্রবাসীরা জুতা বৃষ্টি দিয়েছে.......
৬| ২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৫৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মুনাজির বলেছেন: সাগর-রুনি হত্যাকারীকে জনগণ চিনে যদিও সরকার চিনে না!
৭| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১০:২০
আহসানের ব্লগ বলেছেন: এই লোকটাকে দেখলে অসহ্য লাগে ।
৮| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১১:০৫
মুদ্দাকির বলেছেন: ভালোই ইনার জুতা খাবার পোষ্ট নির্বাচিত !!!!
ভালোই , স্টিকি করা হউক !!!
৯| ২৩ শে জুন, ২০১৪ সকাল ১১:১৯
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: ব্যাটা একটা লুইচ্চা। হ্যার গালে জুতা মারো তালে তালে।
১০| ২৩ শে জুন, ২০১৪ দুপুর ১২:৪৬
বিট বলেছেন: জটিল মজা পাইলাম। খালি জুতা কেন বাশ দেয়া দরকার।
১১| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এত আনন্দ হইতাছে ক্যারে!!!!!! এত আনন্দ কেনু!!
২৫ শে জুন, ২০১৪ রাত ৮:০৪
একটি সুন্দর দিন বলেছেন: ফেসবুকে ফুল ভিডিও শেয়ার করতে পারবেন এখান থেকে:
Click This Link
১২| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:১৮
আম্মানসুরা বলেছেন: আহা কি আনন্দ আকাশে বাতাসে!!!!!!!!!!
ফ্রান্সের প্রবাসি বাঙালি গুলা এত্তগুলা ভালো
২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
একটি সুন্দর দিন বলেছেন: ফ্রান্সের বাংলাদেশীদের জন্য বিরল ঘটনা
১৩| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৬
অপু তানভীর বলেছেন:
স্টিকি করা হউক পুস্ট !!
১৪| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:২৬
সাহাদাত উদরাজী বলেছেন: আহ.।.।
১৫| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসহ্য একটা লোক
১৬| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
কেউ আমার হাতে একটু চিমটি কাটেন দেখি সত্যি সত্যি দেখতাছি না স্বপ্নের মধ্যে আছি
২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
একটি সুন্দর দিন বলেছেন: টাকা খেয়ে অনেকে সংবাদটি প্রচার করছেনা।
সবাই টাকার গোলাম।
১৭| ২৩ শে জুন, ২০১৪ বিকাল ৪:৩৯
দ্যা আহমেদ মামুন বলেছেন: আমরা পারি নাই।
ওরা পারছে।
ইভা রহমানকেও মারা উচিত ছিল জুতা।
বাংলাদেশের মান রাখল না হরামজাদারাভ
স্টিকি করা হোক এই পোষ্টটি।
১৮| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
টেকনিসিয়ান বলেছেন: এক কথায় উত্তর দিন ?
মাহফুজুর রহমান এর চুলের কাট কে কোন কাট বলে ?
১৯| ২৩ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
খবরটি জানাবার জন্য ধন্যবাদ, ভাই।
সত্যের হোক জয়
২০| ২৩ শে জুন, ২০১৪ রাত ৮:৪৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাগর রুনির ব্যাপারে এই লোকটার ভুমিকা কী, তা' আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে নিশ্চিত করে বলা মুশকিল। তবে তার ভুমিকা খুবই রহস্যজনক, তাতে কোন সন্দেহ নাই। আর এমনিতেই এই লোকটার চেহারা, চাল চলন, কথাবার্তা ও এ্যাটিচিউড আমার কাছে অত্যন্ত জঘন্য মনে হয়।
ধন্যবাদ, একটি সুন্দর দিন।
২১| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:১২
বাংলাদেশী দালাল বলেছেন:
২২| ২৩ শে জুন, ২০১৪ রাত ৯:৫১
স্বপ্নবাজ অভি বলেছেন: মাশ-আল্লাহ !
২৩| ২৪ শে জুন, ২০১৪ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যের হোক জয়....
২৪| ২৪ শে জুন, ২০১৪ ভোর ৬:২৪
একটি সুন্দর দিন বলেছেন: ধন্যবাদ সকলকে.........
২৫| ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৩:৩৪
ইফতেকার অনিক বলেছেন: ভাল কাজ
২৬| ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৪:৫৬
আবু শাকিল বলেছেন: অবিরাম জুতার মুখ
২৭| ২৪ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৩
স্পেলবাইন্ডার বলেছেন:
২৮| ২৫ শে জুন, ২০১৪ রাত ২:৪৪
নাহিদ রুদ্রনীল বলেছেন: ইভা রহমার কুকিল কন্ঠে গান গেয়ে পরিস্থিতি সামাল দিতে পারে নাই? উপসসস আফসোস
২৯| ২৫ শে জুন, ২০১৪ রাত ৩:৫৩
মোতিমহল বলেছেন: মাহফুজ উর রহমান একটা চরিত্র বটে। প্রমান করেছেন টাকায় কিনা হয়। এই লোক মিডিয়ার ব্যাবসা না করে মাছের ব্যবসা করলে আরো সফলতা পেত। লেখক, নাট্যকার হূমায়ন আহমেদ বেচে থাকলে 'মাহফুজ এখন ডাক্তার' নামে একটা নাটক বানিয়ে ফেলতেন। নাটকের শুরুটা হতো... একটা গ্রামের রাস্তা দিয়ে হাজার খানেক লোক একটা লোক'কে ঘোড়ার পিঠে বসিয়ে মিছিল করছে। ঘোড়ায় চড়া লোকটি মাহফুজ। মিছিলের অগ্রভাগে কয়েকজন সুন্দরী নারী। তাদের সবার হাতে মাহফুজের ডক্টরেট সার্টিফিকেটের ফটোকপি। সামনে বিরাট এক ব্যানার। তাতে লেখা ' ডাক্তার মাহফুজের আগমন, শুভেচ্ছা স্বাগতম'। মিছিল গিয়ে শেষ হয় মাহফুজের বাড়ির সামনে গিয়ে। আর তখনই তার নজরে পড়ে 'ডাক্তার' বানানটি...
২৫ শে জুন, ২০১৪ রাত ৮:০০
একটি সুন্দর দিন বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৪ সকাল ৯:৪০
মুনাজির বলেছেন: সাগর-রুনি হত্যাকারীকে জনগণ চিনে যদিও সরকার চিনে না!