নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অনিক

অনিক

অনিক › বিস্তারিত পোস্টঃ

বাবা ও মেয়ে

২০ শে জুন, ২০১১ দুপুর ১২:১৫

বাবা ও মেয়ে



বলনা বাবা, আজ কি তোমার অফিস ছুটি!

তোমার দেয়া লাল ফ্রকটা পড়বো নাকি?

দেবে কি বেঁধে আমার চুলে ছোট্ট ঝুটি?

যেমন করে বলো তুমি-

পনি টেইলে আমায় নাকি মানায় ভারি!

বলনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!

ভোর না হতেই ছুটলো যে মা অফিস পাড়ায়,

তুমিও যাও সাত সকালে, আজকে শুধু একটু দেরী।

আজকে আমার ইস্কুল ছুটি, বুয়ার হাতে শুকনো রুটি;

খাবোনা আজ যতই বকো। তুমি আমায় খাইয়ে দেবে?

বলনা বাবা, আজ কি তুমি থাকবে বাড়ি?

চালাবো নাহয় দুজন মিলে খেলনা গাড়ি!

সারাটাদিন কাটাবো আজ যেমন খুশী,

সপ্তাহজুড়ে পাইনা তোমায় কাছে বেশী;

মায়ের সাথে একা একা শুধুই বকি,

বলনা বাবা, আমি কী আর আগের মতো ছোট্ট খুকী?

সেই যে তুমি বাসায় ফেরো রাতের বেলা,

আমি তখন মায়ের পাশে ঘুমিয়ে একা।

এতো কিসের কাজগো বাবা?

আমার জন্যে একটু না হয় দিলেই ফাঁকি!

চাকরি যাবে? যাকনা চলে!

জুটিয়ে নেবে নতুন কিছু মনের মতো,

ফিরবে বাসায় তাড়াতাড়ি আগের মতো।

মুখে তুলে খাইয়ে দেবে,

মাথার চুল আঁচড়ে দেবে,

পায়ে জুতো পরিয়ে দেবে,

বিকেলবেলা বেড়াতে নেবে,

আদরে মন ভরিয়ে দেবে;

মায়ের মুখেও দেখবে তখন অনেক হাসি।

সত্যিই বাবা, তোমায় আমি বড্ড বেশী ভালবাসি।

মিস করি তাই তোমায় আমি বেশী বেশী!

বলনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!

তোমার হাতেই খাবো নাহয় শুকনো রুটি।

রাখবে ধরে আদর করে হাতের মুঠি,

রোজই আসুক ফিরে ফিরে এমন ছুটি।





(বাবা দিবস উপলক্ষে কালপুরুষের লেখা “এক মেয়ের আকুতি”র রিপোস্ট)



মন্তব্য ২৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৩০

শ।মসীর বলেছেন: ভাল লাগল.....।

২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৪

অনিক বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৩৮

জাহিদুল হাসান বলেছেন: বলনা বাবা, আজ কী তোমার অফিস ছুটি!
তোমার হাতেই খাবো নাহয় শুকনো রুটি।

আজকে অফিসিয়াল কারনে অফিসে যাইনি। সকালে ঘুম থেকে দেরী করে উঠতে দেখে আমার ২ বছর ৫ মাস বয়সী মেয়ে আমাকে জিজ্জসা করল "বাবা বাবা, আজ কি তোমার ছুটি?"

আপনার কবিতার এই লাইনটি পড়ে চোখে পানি এসে গেল।

২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৫

অনিক বলেছেন: ধন্যবাদ জাহিদ।

৩| ২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৪০

জিসান শা ইকরাম বলেছেন: বাচ্চা মেয়েটার আকুতি মন ছুঁয়ে গেল।চমত্‍কার লিখেছেন

২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৪৫

অনিক বলেছেন: ধন্যবাদ ইকরাম ভাই।

৪| ২০ শে জুন, ২০১১ দুপুর ১২:৫১

robi82 বলেছেন: শৈশবের স্মৃতিগুলো একে একে ঝাপসা হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে বাবা বাড়ি ফিরতেন, শনিবারে সকালে চলে যেতেন অন্য ডিস্ট্রিক্টে কর্মস্থলে। বহুদিন হয়ে গেল তিনি আর ফেরেন না, কারণ চলে গেছেন সেই না ফেরার দেশে। ঝঞ্ঝাক্ষুব্ধ পৃথিবীতে আমার মহীরুহ বাবাকে সবচেয়ে বেশি মিস করেছি। বাবা তুমি ভালো থেকো...

কবিতাটি খুব ভাল লেগেছে।

২০ শে জুন, ২০১১ রাত ১০:৩৩

অনিক বলেছেন: ধন্যবাদ। বাবা হারানোর কষ্ট আমারো আছে।

ভাল থাকুন। শুভ কামনা রইলো।

৫| ২০ শে জুন, ২০১১ দুপুর ১:৩১

সানজিদা হোসেন বলেছেন: আব্বু তোমার চা
ঠান্ডা হয়েই জল
আপন মনে আঁকি
চোখটা ছলোছল

ওই কবিতা খানি
একটু শোনাও আজ
থাকুক তোমার রোজই
হাজার হাজার কাজ।

আজকে আমার জ্বর
শোব তোমার কাছে
সারাটারাত তুমি
দেখবে জ্বরটা আছে?

রোজ সকালে অফিস
আমিও স্কুলে যাই
রাত জেগে তাই শুনি
কবিতা বারান্দায় ।

মাঝ রাতে ঘুম ভেঙ্গে
ভয়েই গুটিশুটি
পরিমরি করে
তোমার কাছেই ছুটি।

আজও যখন দেখি
মনের আকাশ কাল
মুঠোফোনেই নালিশ
আমায় বাসনা ভাল।

মাঝে মাঝে জান
ভীষন কান্না পায়
সবটা ছেড়ে তোমার কাছেই
যেতে এমন চায় ।

বাবা আমার বাবা
বাসি তোমায় ভাল
কিন্তু তোমার মত
বাসবো কবে বল?



২০ শে জুন, ২০১১ রাত ১০:৩১

অনিক বলেছেন: দারুন লিখেছিস। পোস্ট আকারে দিয়ে দিস।

৬| ২০ শে জুন, ২০১১ দুপুর ১:৩৯

ইষ্টিকুটুম বলেছেন: প্লাস + প্রিয়তে।

বাবার জন্য মেয়ের আকুতির সমস্তটাই ফুটে উঠেছে। খুব সুন্দর। :D

২০ শে জুন, ২০১১ রাত ১০:৩১

অনিক বলেছেন: হুমম্। :)

৭| ২০ শে জুন, ২০১১ বিকাল ৩:১৪

সরলতা বলেছেন: প্রিয়তে নিয়ে যাচ্ছি দাদা। কেমন আছেন? :)

২০ শে জুন, ২০১১ রাত ১০:৩২

অনিক বলেছেন: ভাল আছিরে। তুইও ভাল আছিস আশা করি।

শুভ কামনা রইলো। ভাল থাকিস।

৮| ২৭ শে জুন, ২০১১ সকাল ৯:১৬

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: বাবাদের কাছে কি আদৌ কি এই আকুতি পৌছবে? নাহ!

২৭ শে জুন, ২০১১ সকাল ১০:৩২

অনিক বলেছেন: অনেকদিন পর আমার ব্লগে এলে। কেন! কিছু ব্যতিক্রম বাদে সব বাবাইতো এরকমই হবার কথা। আমিও বাবা হয়ে সেটাই ফীল করি।

৯| ২৯ শে জুন, ২০১১ ভোর ৬:৪০

লাবণ্য ও মেঘমালা বলেছেন: সত্যিই বাবা, তোমায় আমি বড্ড বেশী ভালবাসি।
আমার বাবা এখন কত দূরে :( :(

২৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৫০

অনিক বলেছেন: আমার বাবাও আজ অনেক দূরে।

পৃথিবীর সব বাবারা যেখানেই থাকুন ভাল থাকুন।

১০| ০১ লা জুলাই, ২০১১ দুপুর ১:১৭

নীল-দর্পণ বলেছেন: চমৎকার কবিতা।

পড়ার সময় নিশ্চুপ বাবা আর ছোট্ট মেয়েটির ছবি ভেসে উঠল

০৩ রা জুলাই, ২০১১ রাত ১২:৪৭

অনিক বলেছেন: ধন্যবাদ।

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:২৬

জলমেঘ বলেছেন: অদ্ভুদ ভালো লাগলো

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২২

অনিক বলেছেন: জেনে খুশী হলাম।

১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:৪৪

নুরুন নেসা বেগম বলেছেন: রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়া নি সাগীরা।
যাদের বাবা মা আছে, যত্ন নেই। যারা বাবামা হয়েছেন আরো বেশী ভাল বাবা-মা হতে পারেন যেন। ভাল বাবা-মা পাওয়া ভাগ্যের কথা, আল্লাহর দয়ার দান। সুসন্তান হওয়াও ভাল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ সকাল ১০:২৩

অনিক বলেছেন: ধন্যবাদ আপা। ভাল থাকবেন।

১৩| ২৯ শে আগস্ট, ২০১২ সকাল ১১:৫৬

ইষ্টিকুটুম বলেছেন: এত কবিতা!!!!!!!! সওওব সুন্দর!!!!!!!!!


আমি তো নিয়মিত গল্প লিখি। গল্পের জন্য আমার কবিতা দরকার হয়। বিখ্যাতদের কবিতা নয়, নবীন কবির কবিতা।

আমি গল্পের সাথে পাদটীকাও দিয়ে দেব।

পাবো কি অনুমতি, অনিক দা আপনার কবিতা ব্যবহার করার?

০৬ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৪

অনিক বলেছেন: হুমম্। অনুমতি রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.