নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তি অথবা মৃত্য!

তি তি

অনীশ

থেমে যাওয়ার জন্য আসি নি, নির্ভয়ে কণ্ঠ ছাড়ার জন্য এসেছি। www.facebook.com/Oniish

অনীশ › বিস্তারিত পোস্টঃ

একজন আওয়ামী লীগ সমর্থকের সাক্ষাৎকার

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

- আসসালামু আলাইকুম

: ওয়ালাইকুমসালাম

- আপনাকে কয়েকটি প্রশ্ন করছি।

: হ্যাঁ, করুন।

- আপনি বাঙলাদেশের কোন রাজনীতিক দলটি পছন্দ করেন?

: নিঃসন্দেহে আওয়ামী লীগকে।

- কেন?

: আওয়ামী লীগের মতো অন্য কোনো ভালো দল আর নেই।

- আপনার কাছে ছাত্রলীগের কর্মকাণ্ড কী রকম লাগে?

: বেশ ভালো লাগে।

- তো আপনি কি মনে করেন ছাত্রলীগের সব কর্মকাণ্ড ভালো?

: হ্যাঁ।

- এটি একটি অন্ধ বিশ্বাস হয়ে গেলো না?

: না।

- কয়েকদিন আগে বিশ্বজিতকে ছাত্রলীগের কর্মীরা মেরে ফেলেছিলো, এটি জানেন তো?

: জি, জানি।

- এটি কি ঠিক করেছে?

: হ্যাঁ।

- কীভাবে ঠিক করেছে? আপনার ছেলে যদি ঐ বিশ্বজিত হতো, তবে আপনি কি বলতেন, এটি ঠিক করেছে?

: না। ঐটি ভুল করেছে। তারপরেও আমাদেরকে তা মেনে নিতে হবে। কারণ তারা আমাদের দলের।

- ছাত্রলীগ খুন, ধর্ষণ, মারামারি করে, এ বিষয়ে আপনার মতামত কী?

: কোনো মত নেই। আগেই বলেছি, তারা আমাদের দলের। তাই সবকিছু আমাদের মেনে নিতে হবে।

- আচ্ছা আপনি কী জন্য আওয়ামী লীগকে এত ভালো মনে করেন?

: আওয়ামী লীগ ১৯৭১ এ মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। শুধুমাত্র এই দলটিই আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে।

- হ্যাঁ, আপনি তা ঠিক বলেছেন।

: তাহলে আওয়ামী লীগকে সমর্থন করবো না?

- অবশ্যই করবেন।

: তাহলে এখানে প্রশ্ন আসছে কীভাবে?

- আপনি কি মনে করেন না, আপনি আওয়ামী লীগান্ধ?

: না, তা কেন মনে করবো?

- আওয়ামী লীগান্ধরাই আওয়ামী লীগের ভালো, খারাপ উভয় কাজের প্রশংসা করে।

: তো আমি কী করবো?

- আওয়ামী লীগ যেহেতু বর্তমান সরকার। তাই সরকারের ভালো কাজের প্রশংসা করেন; আর খারাপ কাজের সমালোচনা করেন। এটি আপনার নাগরিক হিসেবে প্রাপ্য অধিকার।

: ঠিক আছে। কিন্তু আমি আওয়ামী লীগের খারাপ কাজের সমালোচনা করলেই আওয়ামী লীগান্ধরা আমাকে জামায়াত-শিবিরের কর্মী কিংবা সমর্থক বানাবে। আমি তা হতে চাই না।

- তাহলে এভাবে সারাজীবন আওয়ামী লীগান্ধ থেকে যাবেন?

: হ্যাঁ।

- আওয়ামী লীগান্ধত্বই আওয়ামী লীগের মূল পুঁজি। এই পুঁজি কাজে লাগিয়ে আওয়ামী লীগ যে কোনো কাজ করে। দেশ এভাবে ধ্বংস করবেন না। আপনাদের কারণেই দেশের এই অবস্থা। আপনাদেরকে যে যা বলুক, আপনি ভালো কাজের প্রশংসা করবেন; আর খারাপ কাজের সমালোচনা করবেন। আপনাদের বিবেকের কাছে আপনারা সৎ হলে, আপনারা সৎ। একটি কথা সব সময় মনে রাখবেন, অন্ধত্বই দেশ ধ্বংস করতে পারে। এ দেশে জন্মেও অনেকে দেশবিরোধী হতে পারে। অন্ধত্বের পথ ছেড়ে দিয়ে বাঙালির মতো গর্জে উঠুন!

মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

শার্লক বলেছেন: হীরক রাজার দেশে আছি আমরা।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

অনীশ বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

মো: আবু জাফর বলেছেন: আওয়ামিলীগের মাঝে উচ্চ শিক্ষিত হতে বস্তির টোকাই সবার মাইনডই এক

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

অনীশ বলেছেন: হ্যাঁ। এই অন্ধ বিশ্বাস সবাই লালন করে। এটি শিক্ষিত হতে শুরু করে অশিক্ষিতদের মাঝেও আছে। এভাবেই দেশ ধ্বংস হচ্ছে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

মো কবির বলেছেন:
দেখলেন তো এদের কাছে দেশের চেয়ে ব্যক্তি আবুল-হাসিনা,খালেদা এদেরই দাম বেশি।
দেশের মানসম্মানের চেয়ে এদের মানসম্মান ই বেশি,দেশের স্বার্থের কাছে এদের স্বার্থটাই সবচেয়ে বড়।

তাই আসুন একজন অচেতন নেতা না হয়ে বরং একজন সচেতন নাগরিক হই।

যোগ দিতে পারেন আমাদের গ্রুপ পেজে

লাইক পেজ


সবার সার্বিক সহযোগিতায়, সবার জন্য তথা আগামী প্রজম্নের জন্য গড়ি সুন্দর শ্যামল সবুজ একটি বাংলাদেশ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

অনীশ বলেছেন: ধন্যবাদ।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

ম্যাংগো পিপল বলেছেন: আওয়ামেলীগ করলে সব মাফ,

তা সে খুন,ধর্ষন হোক অথবা পদ্মা সেতুর দূর্নিতি বা শেয়ার বাজারের টাকা লুটই হোক।

নো প্রবলেম ফর কানালীগ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

অনীশ বলেছেন: এটি শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, সকল দলের ক্ষেত্রেই।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

শূন্য পথিক বলেছেন: আসলেই হীরক রাজার দেশ!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

অনীশ বলেছেন: কিছু বলার নেই।

৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

আহসান২০২০ বলেছেন: আপনি তো প্রথমেই ভুল করেছেন। আপনি তাদেরকে সালাম দিলে তারা উত্তরে "জয় বাংলা" বলবে। এটা নেত্রীর আদেশ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৬

অনীশ বলেছেন: বাঙালির স্লোগান 'জয় বাঙলা'। এটি কোনো দলের সম্পদ না।

৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

স্বপনবাজ বলেছেন: অন্ধত্বের পথ ছেড়ে দিয়ে বাঙালির মতো গর্জে উঠুন!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১

অনীশ বলেছেন: ধন্যবাদ।

৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

এক্সপেরিয়া বলেছেন: হীরক রাজার দেশ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.