![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল থাকতে ভালবাসি।
আসেন কিছু আচর্য্য ঘটনা বলি-
১। যখন রানা প্লাজায় খুন হল প্রায় বারোশ মানুষ তখন রেশমা নাটকে সবকিছুর ইতি হল। আহত শ্রমিকদের বলা হয়েছিল অর্থ সহযোগীতা দেয়া হবে। লোক দেখানো সেই সহযোগীতা সবাই পায়নি। ডুকরে কেদে ক্লান্ত হয়ে আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া আর কোন উপায় নেই তাদের। আয়োজন করে ভুলে গেলাম!!
২। কালো বিড়াল খ্যাত বাবু মশাই টাকাসহ ধরা খেলেন। অন্যদিকে মাজা ভাঙ্গাদল বিএনপির নেতা ইলিয়াস আলী ঘুম হলেন। সবাই ব্যস্ত ইলিয়াস আলীর খোজ নিতে। মিডিয়াসহ সবার চোখ তখন ইলিয়াস আলীর দিকে। বাবু মসাই আস্তে আস্তে সাদা হয়ে মিশে আছেন আমাদেরই সাথে। ভুলে গেছি চোর আমাদের সাথেই আছে!!
৩। সাগর-রুনি হত্যাকান্ডে জড়িত কাউকে আজও ধরতে পারেনি পুলিশ! সরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘন্টার মধ্যে আসামী ধরার ঘোষনা এখনও চলছে…। এই কমেডি আজোও শেষ হয়নি।
৪। শিবির সন্দেহে প্রকাশ্যে খুন হলেন বিশ্বজিৎ নামের অসহায় যুবক। খুনীরা চিহিৃত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ প্রথমে প্রমান তারপর তাদের খুজে পাচ্ছেনা টাইপের বাহনা দেয়। পরিশেষে কিছু আসামী ধরা পড়লেও কারোই ফাঁশি হয়নি!! বিচার প্রক্রিয়া চলছে….।
৫। বাংলাদেশ ব্যাংকের হাজার কোটি টাকা চিনতা্ই হয়েছে। দুই মাস পর ঘটনা ফাস হল! আতিউর রহমান আয়োজন ছাড়াই পদত্যাগ করলেন। আসলেন নতুন গর্ভনর। যা হবার তাই হচ্ছে। প্রতিশ্রুতি দিতে ভুল করেননি। টাকা উদ্ধার অভিযান চলছে টাকা খরচ করে!!! নিজ গৃহে চোর থাকলে ধরা মুশকিল। চোর তো আর চোরকে ধরতে পারে না। এই ঘটনা আড়াল হয়েছে তনু নামের নাট্যকর্মী নিহত হবার মধ্য দিয়ে! এই তনু নিয়ে মাতামাতি করে ক্লান্ত সমাজসেবীরাও আজ বিশ্রামে আছে। কেউ কেউ জেগে উঠে আবার হাই তুলে ঘুমাচ্ছে। আসামী শুন্য মামলার দায়ভর পুলিশ, ডিবি, র্যাব সবাই নিরবে ব্যর্থ। তবে তদন্ত চলছে চলবেই! ফলাফল শুণ্য!
৬। সর্বশেষ ঘটনা হচ্ছে বয়স্ক শফিক রেহমান গ্রেফতার। বিএনপি দাবী করছে আওয়ামীলীগ নিজেদের সড়যন্ত্র আড়াল করতেই পরিকল্পিত ঘটনা। আওয়ামীলীগ দাবি করছে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনার জড়িত মি. শফিক রেহমান। কাকে বিস্বাস করব আমরা? মজার ব্যাপার দ্রুত আসামী ধরা পড়ল! অথচ তনুর খুনীদের বিচার পাওয়া যাচ্ছে না! আইন কি সবার জন্য সমান?
আসলে স্বাধীন আর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষাই কঠিন।
(বিঃদ্রঃ সব ঘটনা আমার মনে নেই। ভুলে ভুলে এই মুহুর্তে যা মনে পড়ছে সেটাই লিখেছি মাত্র। কারো প্রতি ক্ষোপ নিয়ে লিখিনি। শুধু কালো রাজনীতির হালচাল বোঝানোই আমার উদ্দেশ্য ছিল )
©somewhere in net ltd.