নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতায় ব্যাপক বিশ্বাসী। তবে অন্যকে অনৈতিক ভাবে হেয় করে কখনও স্বাধীনতা প্রয়োগে বিশ্বাসী নই।

ফারুক আহাম্মেদ

আমি ভাল থাকতে ভালবাসি।

ফারুক আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া যখন অতি চাটুকার!!

১৯ শে মার্চ, ২০১৮ রাত ৯:২৩

দালালচক্র মিডিয়া কিভাবে আত্মঘাতী হয়ে দেশের সম্মান নষ্ট করছে খুব ছোট করে দুইটা উদাহরণ দেই। যদিও শত শত উদাহরণ জ্বল জ্বল করছে।

প্রথম- গত বছর গুজব ছড়ানো হয়েছিল প্রধানমন্ত্রীর নোবেল পুরস্কারের জন্য সেরা পাঁচে নির্বাচিত হয়েছেন। সারক্ষন এই নিউজ ফেসবুক আর ওয়েবসাইটে ভাইরাসের মত ছড়াতে থাকলো। প্রধানমন্ত্রীকে আয়োজন করে মাদার অব হিউমিনিটি উপাধিতে ভূষীত করা হল। মিডিয়া তখন গলা চেপে ধরে বোঝানোর চেষ্টা করল শেখ হাসিনা নোবেল জিতবেই!! অথচ নোবেল পুরস্কারের জন্য যারা মনোনীত হন তাদের পরিচয় খুবই গোপন থাকে। যা পুরস্কারের আগ পর্যন্ত যানা যায় না। ব্যাপারটা সেটাই ঘটেছে। টেকনিক্যালি তেলবাজি করতে যেয়ে প্রধানমন্ত্রীকে অপমান করেছে এই অতি চাটুকার মিডিয়া।

অারেক খবরে পড়েছিলাম নোবেল কমিটির ফোনের আশায় সারাদিন নাকি লন্ডনে টেলিফোনের কাছে বসে ছিলেন প্রধানমন্ত্রী!! লবিং এ যে কাজ করেছে তাকে জুতাপেটাও নাকি করেছেন!!! এইসব ফেক নিউজও এদেশে হচ্ছে। নিশ্চয় মুখ টিপে টিপে হাসছেন? হ্যাঁ এমনই হচ্ছে।

২য়ঃ এখন আবার দেশীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে বিশ্বের দ্বিতীয় সেরা বাংলাদেশের প্রধানমন্ত্রী!!


উপরোক্ত নিউজগুলো আন্তর্জাতিকভাবে বিস্বস্থ্য কোন মিডিয়ার খবর না। আমাদেরই দালাল চক্র মিডিয়ার। ভাইয়েরা গুজবে কান দিবেন না। প্রকৃত যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রী নিশ্চয় উপযুক্ত পুরস্কারে ভূষিত হবেন। দালালচক্র মিডিয়া হতে সাবধান।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:১৮

আবু তালেব শেখ বলেছেন: কোন নিউজ সাইট

২| ১৯ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৫

প্রশ্নবোধক (?) বলেছেন: আমরা মিথ্যার বেসারতি করতেই বেশি ভালবাসি।

৩| ২০ শে মার্চ, ২০১৮ রাত ১২:০০

শাহিন বিন রফিক বলেছেন: আমাদের সময় অনলাইনে নিচের নিউজটা দেখলাম

৪| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫২

ফারুক আহাম্মেদ বলেছেন: আরটিভি, কালের কণ্ঠ, জনকণ্ঠ সহ বেশ কিছু অনলাইন পোর্টাল যারা রেফারেন্স ভাল করে দিতে পারেনি।

৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৩

ফারুক আহাম্মেদ বলেছেন: হ্যা ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.