নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীনতায় ব্যাপক বিশ্বাসী। তবে অন্যকে অনৈতিক ভাবে হেয় করে কখনও স্বাধীনতা প্রয়োগে বিশ্বাসী নই।

ফারুক আহাম্মেদ

আমি ভাল থাকতে ভালবাসি।

ফারুক আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

মাহীরা আসলে কি চায়?

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০২

মাহী বি চৌধুরীরা যেভাব ধান্ধাবাজ প্রমাণিত হয়-

ফ্লাসব্যাক-০১ঃ গত সিটি কর্পোরেশন নির্বাচনে পরিস্কার-পরিচ্চন্নতার অভিযানের ছবি পোস্ট করেছিল মি. মাহি। বলছিলাম "এখন তো রাস্তা পরিস্কার করেন দুইদিন পর তো রাস্তায় খুজে পাওয়া যাবে না" এই টাইপের একটা কমেন্ট করেছিলাম। রিপ্লাই না দিয়ে ব্লক করলেন। আমিও ব্লক হয়ে মনে করেছিলাম এত ভালো কথা যারা বলে তারা হয়তো দেশটাতে চেইঞ্জ করবে। কোথায় কি!! ধারণা চেঞ্জ করলাম হি ইজ লুকিং ধান্ধাবাজ।

ফ্লাসব্যাক-০২ঃ ২০০৪ সালে বিটিবিতে একটা ভালোবাসার অনুষ্ঠান প্রচারিত হতো। সেখানে মি. মাহীর সাথে তার স্ত্রী লোপা থাকতেন। ভালো উপস্থাপনা করতেন। বিএনপির ট্যাগ পরে ভিবিন্ন মাধ্যমে পরিচিত হন। ওহ.... বলা হয়নি তখন কিন্তু বলেনি সরকারের সাথে জামায়াত আছে এখন আমরা বিটিভির সাথে নেই। :D নতুন চেতনা আর কি! উল্লেখ্য মি. মাহীর বাবা বদৌরুদোজ্জাহ চৌধুরী বিএনপি থেকে বিতাড়িত হয়ে ক্ষমতার লোভে বিকল্প ধারা গঠন করেছিল। মজার ব্যাপার হচ্ছে তাদের ভোট সংখ্যা জামানত হারানোর ঠেকাতে পারবে কিনা সন্দেহ। উনারাই তাদের প্রাক্তন দল বিএনপির কাছে ১৫০ আসন দাবী করে!! রাজনীতিতে ছেলে প্রমান করছে বাপের জন্মদাতা সে!!

এবার আসি নগদ কথায়। সম্প্রতি মি. মাহী প্লান বি নামে একটা পেজ খুলে বেশ জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। শুনে সন্তুষ্ট হতে পারে যে কেউ। তার বাবাও দেখলাম আরেকটা ভিডিও ছেড়েছে। সেখানেও যথারীতি ভালো কথা। এতদিন বসে থেকে শেষ সময়ে এসব কথা বলার মানে কি? আগে অচেতন ছিল এখন সচেতন হয়েছে?
না না তা না। ওরা জনগনকে বোকা বানিয়ে ক্ষমতায় যাবার ধান্ধায় মশগুল। এদের মত করে যারা ক্ষমতায় এসেছে তারাও জনগনকে কিছু দিতে পারেনি। গতকাল শুনলাম নাট্যমঞ্চে ঘোষিত ঐক্য প্রক্রিয়া থেকে নতুন করে কিক করা হয়েছে। অতি চেতনা স্বাস্থ্যের পক্ষে যায়নি মি. মাহীর। এইসব চক্র থেকে সাবধান থাকা জরুরী।

সুযোগের অভাবে ভালো এইসব লেজকাটা মাহী বি. চৌধুরীরা ভালো কথার জালে আটকেতে চাচ্ছে জনগনকে। বাস্তবতা ভিন্ন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: তারা পত্রিকার শুরোনাম হতে চায়।

১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৯

ফারুক আহাম্মেদ বলেছেন: হ্যা ভাই সেটাই।

২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০১

হাসান কালবৈশাখী বলেছেন:
মাহি ফাহির কথা বাদ দেন, আপনারা কি চান?
চিহ্নিত দুর্নীতিবাজ, গ্রেনেডবাজ রাজাকার জামাট তষ্করদের নিয়ে কোন ালের সুশাসনটা আনবেন শুনি?

৩| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

সাইন বোর্ড বলেছেন: সর্বপরি দেশের মানুষ গণতন্ত্র চাই, তাদের ভোটের অধিকার চাই । কিন্তু সে রকম অাশার অালো এখন পর্যন্ত কেউ দেখতে পাচ্ছেনা ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বিএনপি আওয়ামী লীগের উচিত ছোট দলগুলোকে মূল্যায়ন না করা। তাহলে এক সময় শুধু দুই দল থাকবে। বেশী দল, বেশী নেতা দেশের জন্য ক্ষতিকর...

৫| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বিএনপির চেয়ে লেজকাটা মাহি ভাল।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ওরা জনগনকে বোকা বানিয়ে ক্ষমতায় যাবার ধান্ধায় মশগুল।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, এটাই বাস্তবতা, জনগনের আরও সচতেন হওয়া দরকার ।

৭| ১৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৫

খায়রুল আহসান বলেছেন: জনগণের কথা ভাবেটা কে? কেউ না।
নির্বাচন সুষ্ঠু ও ত্রুটিমুক্ত না হলে সংখ্যাগরিষ্ঠ জনগণ যাই ভাবুক না কেন, তাদের ভাবনার প্রতিফলন তো নির্বাচনের ফলাফলে পাওয়া যাবেনা। তাই জনগণের রায় নেয়ার আগে রায় নেয়ার প্রক্রিয়াটাকে সকলের নিকট গ্রহণযোগ্য করে তুলতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.