![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভাল থাকতে ভালবাসি।
দেশে প্রতিদিন চাল চুরি হচ্ছে। কোথাও কোথাও শুধুমাত্র দল থেকে বহিস্কার করেই দায় এড়ানো হচ্ছে। বহিস্কার করে দায় এড়ানো বিষয়টা বেশ পুরোনো। কারণ এই চোরগুলা আবার নিয়ম করে দলে ভিড়ে যায়। পুলিশে ধরে নিয়ে গেলেও রাজনৈতিক বিবেচনা আর স্থানীয় অন্য চোরদের সহায়তায় দ্রুত আইনের ফাঁক দিয়ে ডেলিভারি হয়ে মাটিতে বিচরন করে। আবার চুরি করে কোন রকম সংকোচ ছাড়াই। এভাবেই চোর চক্র বাংলাদেশে থেকেই যাচ্ছে
সরকার প্রধানকে দেখা যায় যে কোন বিষয় যখন চরম আলোচিত হয় তখন তিনি হস্তক্ষেপ করেন!! এবং কড়া হুশিয়ারি দেন। বেশিরভাগ সময় সেটা স্রেফ হাুয়ারির মধ্যেই সীমাবদ্ধ থাকে। তিনি চাইলে আসামী খালাস পায়। তিনি চাইলে এক সপ্তাহের মধ্যে খুনির ফাঁসি হয়। অথচ চোরের উপযুক্ত বিচার হবে না এটা কোন কথা!! এই মহা দূর্যোগে তিনি যদি দুইটা চোরকে দলমত ভুলে ক্রসফায়ারের নির্দেশ দেন। আমি শিওর চাল চুরি প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। এখন শোনা যাচ্ছে ওয়ার্ডে দলীয় কমিটি করে চাল বিতরন করতে! এভাবে চুরি ঠেকানো সম্ভব! সেনাবাহিনীকে দায়িত্ব দিলে বহুলাংশে চুরি ঠেকানো যাবে এটা সবাই বুঝতেছে প্রধানমন্ত্রী বুঝতেছেন না! সুতরাং চোররা কিন্তু প্রধানমন্ত্রীকে নখ দন্তহীন বাঘ মনে করে চুরি করেই যাচ্ছে।
দেশের মানুষের মন জয় করা খুব সোজা। সেদিন যখন বললেন প্রয়োজনের বিদেশ থেকে ডাক্তার আনবেন। আমি দেখেছি বহু মানুষ আবেগে আপনার কথা লক্ষ লক্ষবার শেয়ার করেছে। তারা খুব পজেটিভলি নিয়েছে। সেটা আদৌ সম্ভব নাকি অসম্ভব কেউ যাচাই করতে যায়নি। এরপরই দেখলাম মানুষের সেবা করতে যেয়ে ডাক্তার মইন মারা গেছেন! তাঁর জন্য প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়া হয়নি মৃত্যুর পরে আপসোস ছাড়া! অাফসোস আপনার মত প্রধানমন্ত্রীর জন্যও যিনি প্রসংসা শুনতে প্রধানমন্ত্রী হয়েছেন আর সমালোচনাকারীদের জন্য অন্য ব্যবস্থা রেখেছেন!
২| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৯:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: শাস্ত্রে বলে মাছের আগে পঁচে মাথা!
আর যখন মাথা পঁচে যায় তখন মৎস বাঁচে না মাৎসানায় আসে!
গোড়ায় গলদ রেখে নীচে সততা আশা করা বোকামী।
যে কর্মী রাতের ভোট চুরিতে দৃঢ় হাতে সাহায্য করেছে -সে ভয় করবে কাকে?
যে প্রশাসনিক কর্তারা হাতে হাত মিলিয়ে মধ্যরাতের নির্বাচনকে সফল করেছে তার দায় কি জনগনের কাছে?
দিবাস্বপ্নে রাজকন্যার সাথে বাসর হলে হতেও পারে, ফরজ গোসল আবশ্যক হোয়া ছাড়া বাস্তবতা শূন্য!
নিম গাছে আম ফলে না।
দায়হীনতার সংষ্কৃতির ভিত্তিকে ধরে রেখে দায়মোচনের স্বপ্ন বাতুলতা বৈতো নয়।
৩| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০৫
বিজন রয় বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে অসৎ । পুরোপুরি সৎ মানুষ দেশে আছে বলে আমার বিশ্বাস হয় না।
................. এটাই আমার কথা।
৪| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:১৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে অসৎ । পুরোপুরি সৎ মানুষ দেশে আছে বলে আমার বিশ্বাস হয় না।[/sb
এক্কেবারে আমার মনের কথা !!
৫| ১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ১১:৩৪
সাইন বোর্ড বলেছেন: খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন ।
৬| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৯
নেওয়াজ আলি বলেছেন:
৭| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৩
ফারুক আহাম্মেদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনি ঠিক বলেছেন।
৮| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:০৪
ফারুক আহাম্মেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ১৭ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯
রাজীব নুর বলেছেন: দায় কেউ নিবে না। দায় এড়ায়ে যাবেন সবাই এর জন্য কোনো শাস্তিও হবে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২০ সকাল ৮:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের বেশির ভাগ মানুষই কোনো না কোনোভাবে অসৎ । পুরোপুরি সৎ মানুষ দেশে আছে বলে আমার বিশ্বাস হয় না।