নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

টুপ টাপ টিপ

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত

অনন্ত দিগন্ত

এখানে এক সময় অনেক কিছু লেখা ছিলো , কেউ একজন সুযোগ পেয়ে সব মুছে দিয়েছে :( -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..এখ -------------------------------------- ononto.digonto@ জিমেইল[ডট]কম ------------------------------------- পথহারা পথিকের মতো খুজে ফিরি নিজের ঠিকানা... নিজের ছায়াকে ধরার অদম্য চেষ্টায় বিপন্ন নিজের অস্তিত্ব ..

অনন্ত দিগন্ত › বিস্তারিত পোস্টঃ

*~*_* বাসর রাতের গল্প : ঘটনার পিছনের ঘটনা *_*~*

০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮









গ্রামের বাড়ির বিয়ে গুলোতে আসলেই অন্যরকম মজা হয় ... একবার মনে আছে একজনের গায়ে হলুদে তার গায়ে কি পরিমান কাদা মাখানো হয়েছিল, সেই সাথে দু বাড়ীর মানুষ একে অপরকে কাদা মাখিয়ে একসাথে পুকুরে গোসল করতে নেমেছিলো ... আমি তখন অনেক ছোট তাই সে দুরে দাড়ায়ে এ সব দেখেছিলাম ... তবে বড় হয়ে একটু আধটু মজা যে করেছিলাম ... তবে খুব বেশী কিন্তু না :P বিয়ে অনুষ্ঠানের অনেক কাহানী আগেও বলেছি আজকে বরং বাসর ঘরের একটা কাহানী বলি ...



শীতকালের কোন এক সময়ে আমার দুর সম্পর্কের এক চাচাতো ভাই এর বিয়েতে গিয়েছি, এমনিতে গ্রামে শীত বেশী তার উপরে এতটা পরিচিত না সবার সাথে , আর বয়স ও খুব একটা বেশী না ... ক্লাস ৬ - ৭ এ পড়ি , সুতরাং কেউ সেই টাইপ পাত্তা দেয় না , কি আর করা সারা দিন খাওয়া দাওয়া আর পরিচিতদের সাথে ঘুরে ফিরে সময় কাটিয়ে দেয়ার পরে যখন জানলাম আজকে তাদের বাসর রাত, আর বড়দের অনেক কে দেখালম কি করা হবে আজকের রাতে তাই নিয়ে নিজেদের মাঝে ফিসফিস করছে, তাই দেখে নিজেরও ইচ্ছে হলো ওদের সাথে মজা করতে, কিন্তু অন্তুরে কেউ নিজেদের দলে নিলো না, বিশেষ করে একটা বড় আপু আর ওর বোনেরা (যার বাসর রাতে এইটার শোধ নিয়েছিলাম সেই রকম ভাবে ;) ) ... ওরাই কে কি করবে তাই ঠিক করছিলো বাগানে বসে বসে ...



এর পরে কি আর করা, বন্ধুদের সাথে নিয়ে স্কুলের মাঠে চলে গেলাম বিকেলের দিকে অন্যদের খেলা দেখতে দেখতে মুড়ি চানাচুর মাখা খাচ্ছিলাম একটা দোকানে বসে ... হঠাৎ দোকানদার বলে -- আপনারা নতুন আসছেন এইখানে, পটকা লাগবে ?

আমি বলি -- পটকা কি জিনিস ?

আমার সাথে একজন বলে -- আতশবাজী ...

সাথে সাথে মাথার মধ্যে একখান হিটলারী বুদ্ধি এসে গেল ... নগদে এক প্যাকেট চকলেট বাজী কিনে সন্ধ্যার সময় রওনা হলাম বিয়ে বাড়ীর দিকে ....



রাতের বেলা, সবাই ঘুমুতে যাবে ... এমন সময় আপুরা দেখি বর-বৌ এর বাসর ঘরে বসে বসে ওদের সাথে দুষ্টুমি করছে, আমাদের ছোট্ট দলটাও ওদের সাথে যোগ দিতে ও ঘরে সুন্দর করে সাজানো বেডটার চারপাশে দাড়াতেই ওরা আবার ক্যাচাল শুরু করে দিলো , ছোটরা এখানে কি করে রে , যাও ঘুমুতে যাও ... আবার এমনভাবে অপমানিত হয়ে ফেরত আসছি এমন সময় একজন বললো , আজকে দেখি অনেক মশা.... তোদের কেউ একজন দুটো মশার কয়েল নিয়ে আসিস তো এই ঘরে ... আচ্ছা আনছি বলে বের হতেই দুজন কে পাঠিয়ে দিলাম আন্টিদের কাছ থেকে কয়েল আনতে আর আমরা অপেক্ষা করতে লাগলাম ঘরের বাইরে ...



কিছুক্ষন পরের দৃশ্য .... বাসর ঘরে দুটো কয়েল হাতে অন্তু আর তার এক কাজিনের প্রবেশ, একটা কয়েল ঘরের এক অন্ধকার কোনায় আরেকটা কয়েল বেডের নীচে রেখে দুজনের প্রস্হানপূর্বে আরেকবার আপুদের খিকখিকানী হাসির সাথে টিপ্পুনি খাওয়া -- আজকে আমরা ওদের সাথে সারা রাত গল্প করবো, তোমরা যাও ঘুমাও ...এ কথা শুনে নিরব হাসি দিয়ে ওদের দুজনের প্রস্হান .... ঘন্টা খানিক পরে, বাসর ঘর থেকে মেয়েগুলোর খিক খিক হাসি আর হট্টোগোলের আওয়াজ ছাপিয়ে একটু অন্যরকমের আওয়াজ পাওয়া গেল ... বুম !!!! :P :P













মন্তব্য ৭৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪

রনি রাজশাহী বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ বেশ তো!!!!

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৮

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক :)

২| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

ফাহিম আহমদ বলেছেন: বাসর রাতের বাসর ঘর দেখা যাইতাছে, কিন্তু সেই মানুষ দেখা যাইতাছে না ক্যান? +++

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৯

অনন্ত দিগন্ত বলেছেন: আরে কন কি ... ব্রেক লাগান ভাই :|

৩| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৫

জনৈক আরাফাত বলেছেন: ধুম! :-*

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৪৯

অনন্ত দিগন্ত বলেছেন: ;) খিক ;)

৪| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

আধারে অপ্সরী বলেছেন: খিক খিক...খিক খিক খিক খিক..... =p~ =p~ =p~
আহা ওদের বাসর রাত টা কত মজার হইছে ;)

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫০

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ... সারা জীবন মনে রাখবে ওরা, কি বলো ? ;)

৫| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮

নাঈম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫২

অনন্ত দিগন্ত বলেছেন: তুমি হাসতেছ ? .... তোমার বাসর রাইতে ইসপিশাল জিনিস করা হপে মনে রাইখো ;)

৬| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪২

বড় বিলাই বলেছেন: তারপর? তারপর?

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৩

অনন্ত দিগন্ত বলেছেন: তার পরের কাহানী আর বলা লাগে নাকি আপি ? খাটের নীচের কয়েলের যায়গাটা দেখেও বুঝতে ওদের এত্ত সময় ক্যান লেগেছিল কে জানে, হয়ত ভয় পেয়েছিল তাই মনে করেছে কেউ খোলা জানালা দিয়ে ভিতরে ছুড়ে মেরেছে ... আর আমরা তো ততক্ষনের নাক ডাকিয়ে ঘুম ;)

৭| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

মাহবুবুর রহমান বলেছেন: বাসর ঘরে বুম.. হে.হে..হে..

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৪

অনন্ত দিগন্ত বলেছেন: হে হে হে :)

৮| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫

সাধারণমানুষ বলেছেন: বুম বাহ অপমানের কঠিন প্রতিশোধ =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৪

অনন্ত দিগন্ত বলেছেন: আবার জিগায় ;)

৯| ০৭ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

সিটিজি৪বিডি বলেছেন: বয়ান শুনে খুব মজা পাইছি।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৫

অনন্ত দিগন্ত বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ :)

১০| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০১

হাসান মাহবুব বলেছেন: :)

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৫

অনন্ত দিগন্ত বলেছেন: হামা ভাই হাসে ক্যান ? সামনে কইলাম সময় আসতেসে আপনারো ... ;)

১১| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৭

মুকুট বলেছেন: :|| :-0 =p~ :-B #:-S

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৬

অনন্ত দিগন্ত বলেছেন: ;) ;) ;)

১২| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:০৮

দারাশিকো বলেছেন: নিজ বাসর ঘরে আগে থেকেই RAB, ফুলিশ দিয়া টেস্ট কইরা নিয়েন ... সময় কিন্তু অনেক পাল্টাইছে, উহাদের ছেলে মেয়েরা বড় হৈতেসে .. :)

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৭

অনন্ত দিগন্ত বলেছেন: আমার একটা মাস্টার প্ল্যান আছে, সেইটাতে আপাতত কোন ভয় নাই ;)

১৩| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২৫

কিরিটি রায় বলেছেন: বুম !!!!

সেক্ষনে সেই বালিকাদিগের চেহারা কল্পনা করিয়া বড়ই আমোদ বোধ হইতেছে... =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮

অনন্ত দিগন্ত বলেছেন: শুধু কি সেই ক্ষন ? পরের দিনেও তাদের চেহারায় কিসের যেন ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিলো ...

১৪| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৩

আকাশনীল বলেছেন: =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৮

অনন্ত দিগন্ত বলেছেন: :) :) :)

১৫| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২

সুলতানা শিরীন সাজি বলেছেন:
শুধু তামীম ,মুক্তকে বান্দর বলে কি লাভ?
কত বান্দর যে ঘরে ঘরে....:)

ভালো থাকো অনন্ত।

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫৯

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক, ছোট ভাইকে বাদর বললে বড় বোন কিন্তু বাচতে পারে না সাজিপু ... খেক খেক

১৬| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০১

গোয়েবলস বলেছেন: তুমি কবে বিয়ে করতেছ? আমাগো কইযো-------
=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০১

অনন্ত দিগন্ত বলেছেন: আমারটা দেরী আছে, তুমারটাতে কিভাবে রক্ষা পাবা সেইটা চিন্তা করো গুল্লু ... আমারে কিছু কইসো তো... ('!çà§'§!ç'(ç (বুইঝা নাও) .... খিক খিক ;)

১৭| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০১

কুয়াশায় ডাকা বলেছেন: জনৈক আরাফাত বলেছেন: ধুম! :-*

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৭

অনন্ত দিগন্ত বলেছেন: :) :)

১৮| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩

কন৭১২০০৩ বলেছেন: Valo valo

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৯

অনন্ত দিগন্ত বলেছেন: :) :) :)

১৯| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০

জেরী বলেছেন: =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০৯

অনন্ত দিগন্ত বলেছেন: জেলিপু এত্ত খুশী ক্যান , ঘটনা কি ? :|

২০| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৯

বৃত্তবন্দী বলেছেন: বুম শব্দের পর বাকী অংশই তো আসল। সেটা কৈ?

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১১

অনন্ত দিগন্ত বলেছেন: ৬ নং কমেন্টের জবাবে অনেকটা বলে দিয়েছি ... আরো কিছু জানার বাকী আছে নাকি ? ;)

২১| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৮

তাজা কলম বলেছেন: .... ঘন্টা খানিক পরে, বাসর ঘর থেকে মেয়েগুলোর খিক খিক হাসি আর হট্টোগোলের আওয়াজ ছাপিয়ে একটু অন্যরকমের আওয়াজ পাওয়া গেল ... বুম

এর পর কি হইল?

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৩

অনন্ত দিগন্ত বলেছেন: আমরা তো তখন নাক ডাকায়ে ঘুমাচ্ছি, আমরা কি কিছু জানি কোথায় কি হইসে ? ;)

২২| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১

মুরুববী বলেছেন: বাংগালির কাম ই এইরকম। খালি মানুষেরে ডিসটার্ব দেউন। আরে ভাই বাসর রাইতে কই একটু নিরিবিলি ছাইরা দিবেন ... তা না এইসব ফাইজলামি। :P

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৩

অনন্ত দিগন্ত বলেছেন: আহা ! ঐভাবে দেখেন ক্যান মুরুব্বি,..... ওদের বাসর রাত তা কেমন ইশপিশাল বানাইলাম কন তো ;)

২৩| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৯

বোহেমিয়ান কথকতা বলেছেন: খ্রাপ খুব খ্রাপ!!! ;)
:D :D

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৪

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ... ঠিক ঠিক ... খুপ খ্রাপ ;)

২৪| ০৭ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৩

এস বাসার বলেছেন: একেবারে আলকায়েদা ষ্টাইলে বাসর শুভেচ্ছা =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১৫

অনন্ত দিগন্ত বলেছেন: একটু নতুন কিছু তো করতেই হয়, কি বলেন ?

২৫| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১২

পুরাতন বলেছেন: খেক খেক খেক =p~ =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২০

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ;) ;)

২৬| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:১৫

মনির হাসান বলেছেন: হুমমম ... অনেক আশা নিয়া পোস্টে ঢুকছিলাম ... X( X(

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২১

অনন্ত দিগন্ত বলেছেন: মনির ভাই ধরা খাইসে ... খিক খিক


অ.ট -- কৈ থাকেন আজকাল , দেখি না যে আগের মত ?

২৭| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৩০

চানাচুর বলেছেন: আমরা একবার আমাদের সদ্য বিবাহিত এক কাজিন যে বৌভাতের পর ঐ যে নিজেদের বাসায় আসে না? ওই সময় আসছিল। আমাদের নিচতলার কোণার ঘরটা দেয়া হয়েছিল আপা দুলাভাইকে। অনেকক্ষণ দরজা আটকানো দেখে আমি জানলার উপর দুইটা ইট মেরে দৌড় মেরেছিলাম :#) তারপর আমার ছোট দুইটা ছিল ওরা আমার দেখাদেখি ইট মারলো। :D কিছুক্ষণপর বুবু সহ আরো কিছু বড় আপু কয়েকটা ইট মেরে দৌড় দিল :P:D

ভালো লাগলো স্মৃতিকথন ::P

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৪

অনন্ত দিগন্ত বলেছেন: ওরে ওরে ওরে ... আমার চেয়ে বড় দুষ্টু হাজির হইসে দেখা যায় ... যেমন ভাই তেমন তার বোন ... নাকি বলবো যেমন বোন তার তেমন ভাই ? কোনটা ? :P

২৮| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:১১

কঁাকন বলেছেন: খিক খিক খিক

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৬

অনন্ত দিগন্ত বলেছেন: তুমি হাসো ক্যান ? নিজের অভিজ্ঞতা মনে পড়ে গেল নাকি ? বলে ফেল জলদি ... ঝাতি ঝানতে চায় :P

২৯| ০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

শ।মসীর বলেছেন: ছেলেপেলে খুব খ্রাপ ;):):)

০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

অনন্ত দিগন্ত বলেছেন: এক্কেবারে কঠিনভাবে সহমত ;)

৩০| ০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯

নাঈম বলেছেন: :| :|| :| :|| :| :||

০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০১

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ;)

৩১| ০৮ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৮

অগ্নিশিখা বলেছেন: :P :P

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫০

অনন্ত দিগন্ত বলেছেন: :P :P

৩২| ০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৩

একরামুল হক শামীম বলেছেন: ব্যাপকসসস =p~ =p~

০৮ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৫২

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ;)

৩৩| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৩৩

এন এইচ আর বলেছেন: বাসর ঘরে বোমাবাজির দায়ে আপনাকে যাবতজীবন মৃত্যুদন্ড ;) ;) দেওয়া হোক

১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৮

অনন্ত দিগন্ত বলেছেন: :-* :-* হায় হায় !!! বলে কি :| :|

৩৪| ১০ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০২

ত্রেয়া বলেছেন: হি..হি..
বাসর ঘরের বারোটা!!
আমি ভাবছি সেই সময় নতুন বৌ এর চেহারা খানা হি..হি..

১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

অনন্ত দিগন্ত বলেছেন: অন্তুর সাথে পাঙ্গা নিলে তো এমনই হবে, তাই না ? ;)

৩৫| ১০ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৩

এন এইচ আর বলেছেন: এরপরে বুঝানি হবে বাসর ঘর কি ও কাহাকে বলে( বুঝলে আমাকে একটু বুঝায়া দিয়েন)

১০ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭

অনন্ত দিগন্ত বলেছেন: অত্ত জলদি শহীদ হওয়ার প্ল্যান নাই রে ভাইয়া ...

৩৬| ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১০

ত্রেয়া বলেছেন: ভয় পেলাম!! আপনার সাথে কখনই পাঙ্গা নেয়া যাবে না।

১১ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৮

অনন্ত দিগন্ত বলেছেন: খিক খিক ! ইচ্ছে করলে নিতে পারেন তবে বাসর রাতে সাবধানে থাকবেন ...:P :P

৩৭| ১৩ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৭

মমমম১২ বলেছেন: তোমার বিয়েতে আমি পটকা ফুটাবো :P

১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:১০

অনন্ত দিগন্ত বলেছেন: নিজের ঘরে ফুটাবা ? তাইলে আমারে বইলো আমি এনে দিবো নে ;)

৩৮| ২১ শে অক্টোবর, ২০০৯ সকাল ৭:০৯

আলোকিত পৃথিবী বলেছেন: দুষ্ট ছেলে! এত দুষ্টুমি কেন করে!

২১ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২

অনন্ত দিগন্ত বলেছেন: কারন সে দুষ্টু ছেলে :)

৩৯| ২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ১:২৮

শিহাদ বলেছেন: ভীষণ দুষ্ট তুমি! ঠিক আমার মত...!! =p~ =p~

২৬ শে জানুয়ারি, ২০১১ রাত ২:২২

অনন্ত দিগন্ত বলেছেন: =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.