নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আগে আমি ভাল, সৎ ও দূর্নীতিমুক্ত হই তারপর ........

অন্যায়, দূর্নীতি এবং অসত্যের বিরুদ্ধে কথা বলে যাব, ফলাফল শূন্যই হোক।

বদলে যাই

অনিয়ম আর দূর্নীতি দেখলে খুব খারাপ লাগে

বদলে যাই › বিস্তারিত পোস্টঃ

প্রাথমিক শিক্ষকদের জন্য হবে স্বতন্ত্র বেতন স্কেল

২৩ শে মে, ২০১৩ রাত ১০:৪৮

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল (কাঠামো) হবে। নতুন বেতন স্কেলে শিক্ষকদের বেতন বাড়বে আড়াই থেকে তিন হাজার টাকা। একই সঙ্গে বাড়বে শিক্ষকদের পদমর্যাদাও। প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তার মর্যাদা এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে সম্মতি জানিয়েছেন।



দেশের ৩৭ হাজার ৬৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই লাখ ৩৬ হাজার এবং বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ে এক লাখ চার হাজার শিক্ষক আছেন। সম্প্রতি বেসরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হয়েছে। এ হিসাবে প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ ৪০ হাজার শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো করতে যাচ্ছে সরকার। বর্তমানে প্রাথমিকের শিক্ষকরা সপ্তম বেতন স্কেলে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের অনুরূপ বেতন-ভাতা পেয়ে থাকেন।

জানা গেছে, স্বতন্ত্র বেতন কাঠামোতে প্রাথমিকের শিক্ষকদের বেতন প্রদানে প্রতি মাসে সরকারের অতিরিক্ত ১৩০০ কোটি টাকা খরচ হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। জনপ্রসাশন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে বিষয়টি চূড়ান্ত করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।



এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন জানান, শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। তা সত্ত্বেও বেসরকারি নিবন্ধিত বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করার কারণে আগামী অর্থবছর থেকে স্বতন্ত্র বেতন কাঠামো সম্ভব হচ্ছে না। নিবন্ধিত বিদ্যালয়গুলোকে সরকারীকরণ করার কারণে সরকারের বাড়তি ১৭০০ কোটি টাকা ব্যয় হচ্ছে। এটা না হলে আগামী অর্থবছর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হতো। প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি আবুল বাসারও আগামী অর্থবছর থেকেই শিক্ষকদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।



Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ রাত ১০:৫৬

টানিম বলেছেন: ভালো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.