![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
অবলম্বন:
অশ্রু:
লগ্ন:
পূর্বের ৫ এর লিঙ্ক:
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৯
অপলক বলেছেন: আপনার জন্যেও শুভকামনা।
২| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
ডেইফ বলেছেন: অসাধারণ! মুগ্ধ হলাম আমি অনেক।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৫
অপলক বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে আমিও মুদ্ধ, আনন্দিত............
৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৯
ইমন কুমার দে বলেছেন: অসাধারণ................
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৬
অপলক বলেছেন: হয়ত বা.......... :!> :#>
৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪১
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার আঁকার হাত বিস্ময়কর । অসাধারণ ।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৭
অপলক বলেছেন: কি জানি কিসের ভুলে
ঊন্মাদ আমি গেয়েছিলাম সুরে বেসুরে................
৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৪৮
এম এস জুলহাস বলেছেন:
ওওওহ্ মাই গড ! ! !
মানুষ এত ভালো আঁকে কী করে
অনেক অনেক সুন্দর হয়েছে।
চালিয়ে যান। আপনার কাছে জাতীর অনেক প্রত্যাশা রয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৫৯
অপলক বলেছেন: ওওওহ্ মাই গড ! ! ! কি বলেন এসব? চারুকলার স্টুডেন্টরা শুনলে আপনারে আস্ত খেয়ে ফেলবে.........
কোথাকার আমি কে? তারজন্যে জাতীর প্রশ্ন তুললে লজ্জ্বা পাই, ভয়ও পাই।
৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
দীগন্তের পথচারী বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:২৮
অপলক বলেছেন: ও আচ্ছা। তারপর........?
৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:১৭
এম এস জুলহাস বলেছেন:
হুহুহুমমম !
আপনার আঁকা দেখে চারুকলার অনেক স্টুডেন্টসই লজ্জা পাবে। কারন দেখেছি ওখানকার অনেকেই আপনার চে'ও অনেক খারাপ আঁকে।
কানে-মুখে বলি- আমি কিন্তু ওখানকারই প্রোডাক্ট।
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮
অপলক বলেছেন: সিট..........বুল সিট................ পড়লাম পড়লাম, তাই বলে মালির সামনে?
ভাই রে ভাই আমি আর নাই।
যা হোক, বিশিষ্ট শিল্পী স্যার রফিকুন্নবী এসেছিলেন আমার প্রদর্শনীতে। আমার সৌভাগ্য বলতে পারেন। উনি বলেছিলেন, আমার ছবিতে কিছু কিছু ভুল আছে। ভুলগুলো ধরিয়ে দিলে আরও ভাল করব। কিন্তু পরে আর যোগাযোগ করিনি। কারণ ছবি আঁকাই বাদ দিয়েছি।
৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩১
জসিম বলেছেন: লগ্ন এখন আপনারই.
শেষের ছবি কিন্তু তাই বলে. . লগ্ন এলো বুঝি ঐ.
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪২
অপলক বলেছেন: লগ্ন ছবিটা দেখে বলুন তো, এটা সকালের না কি গোধূলি লগ্নের ছবি?
৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪০
স্বপ্নডানা বলেছেন: ?????!!!!!!!!!!!!!!
মানে বলার কিছু নাই...শুধু দেখে যাই!
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৫
অপলক বলেছেন: মানে বলার কিছু নাই...শুধু দেখে যাই! এটুকুই বা কম কি? নিরবতাও অনেক সময় অনেক কথার চেয়ে সুন্দর, কাম্য, না বলা কথাকে বলে দেয়।
১০| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৭
জসিম বলেছেন: গোধূলী বেলা হওয়ার হার শতভাগ.
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫১
অপলক বলেছেন: প্রমান করেন..........
১১| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: হাতে আঁকা ছবি গুলো! একদম বুঝাই যায় না। বিশেষ করে প্রথম টা। আমার আঁকা আঁকির শখ খুব।কিন্তু হয়না আলসেমির জন্যে
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২০
অপলক বলেছেন: জ্বি সবগুলো হাতে আঁকা এবং সবই পেন্সিলে। আমি একটা ছবি একটু একটু করে ৩/ ৪ দিনে আঁকি। আর সবার মত না। বেশি সময় পাই না। আবার ধৈর্য্য হয় না।
১২| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৫
জসিম বলেছেন: খাইছে মোরে. .
প্রমাণ দেবো কেমডে.
তয় দেইখ্যা এমনই মন ঐচে
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২২
অপলক বলেছেন: তাইলে ১০০% বলেন কেন?
১৩| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
টাপুর বলেছেন: একটু বেশিই সুন্দর।
++++
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
অপলক বলেছেন: ধন্যবাদ। একটু বেশিই ভাললাগা জানবেন।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৮
জসিম বলেছেন: উত্তর আসলে সকালই অইব.
প্রশ্ন দেখলে আমার ডর করে. সেজন্যি উলটা উত্তর অয় গ্যাচে.
০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৫
অপলক বলেছেন: আচ্ছা তার মানে হল, আপনি এখন নিশ্চিত যে এটা সকালের। তাহলে কি দেখে বুঝলেন সেটা এখন বলেন.........
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:০৪
সত্যবাদী মনোবট বলেছেন:
অবলম্বন পেলাম তোমার ঘরে এসে
অশ্রু ঝরালাম,কেন আমি সবার শেষে?
শেষ লগ্নে রেখে গেলাম আমার ভালোবাসা
আসবে তুমি আমার ঘরে এ আমার প্রত্যাশা.....
তোমার জন্য উপহারস্বরূপ একটি লিংকু রেখে গেলাম অহংকার
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১১
অপলক বলেছেন: আমি কি স্বপ্ন দেখছি নাকি? কিছুই তো বুঝলাম না........
১৬| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:১১
রোদেলা বলেছেন: অপলক চেয়ে ভাবি-
এমন করে মুহূর্তগুলো হয়ে যায় শিল্প।
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:১৭
অপলক বলেছেন: সব এখন ইতিহাস.........আমার জন্যে। পাগলামি করে শুধু কিছু সময়কে চিরতরে বেঁধে রেখেছি। এর চেয়ে বেশি কিছু নয় । রোদেলা, বুঝলেন কিছু?
অনেক অনেক ভাললাগা, সাথে এতোটুকু আফসোস। কি যেন বলে,এক ঘটি দুধে এক বিন্দু চূনা..............আমারও সেরকম........
ভাল থাকুন।
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৩১
রেজোওয়ানা বলেছেন: প্রথম ছবিটা পেইন্টিং বলে মনেই হচ্ছে না, এত জীবন্ত.....
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৩
অপলক বলেছেন: আপু এটা পেইন্টিং না। স্কেচ, পেন্সিল স্কেচ। খুব সাদামাটা, একটা মাত্র রং আমার, কাল। ওটা নিয়ে টানা কটা বছর খেলেছি। তবুও সব সময় নয়, প্রতি সেমিস্টারের পর এক সপ্তাহ ছুটি থাকত, সে সময়টা। অথবা শুধু শুক্রবার........... তাও যদি মন চাইত।
আপনাদের মনে যে দাগ কাটতে পেরেছি, সেজন্যে আমি ধন্য।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ২:৪১
জাকিয়া তানজিম বলেছেন: বাহ্ আপনি তো দারুন আঁকেন !! খুব সুন্দর !!!
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৬
অপলক বলেছেন: রাতের আকাশে মাঝে মাঝে তাঁরা খসে পড়ে, হঠাৎ হঠাৎ দেখলে খুব ভাল লাগে। দৃশ্যটা খুব সুন্দর মনে হয়। আমারটাও সে রকম। সবগুলো পর্ব দেখতে থাকুন, দেখবেন আর ভাল লাগছে না।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৯
শেলী বেলী বলেছেন: কেমনে আঁকেন, কন তো? ++++++
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৩
অপলক বলেছেন: আমার এক স্ট্যুডেন্ট, বাঁধন, এখন টু তে , সেও একদিন এই কথাই বলেছিল। অনেক দিন পর বাঁধনের কথা মনে পড়ল। খুব মিষ্টি একটা মেয়ে। দেখলেই মায়া হত, মনটা ভরে যেত।
২০| ০৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:২২
বড় বিলাই বলেছেন: প্রথম আর শেষটা খুবই রিয়েলিস্টিক হয়েছে। এত নিঁখুত করে আঁকলেন কিভাবে?
০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৬
অপলক বলেছেন: একটা সত্যি কথা বলি, হয়ত বিশ্বাস হবে না।
প্রতিটা ছবি আঁকার পর আমি কিছূ ক্ষণ অবাক হয়ে চেয়ে থাকি ছবিটার দিকে। নিজেকে বিশ্বাস করাতে চেষ্টা করি, এটা এই মাত্র আমি এঁকে শেষ করেছি, এটা আমার ছবি।
আর একটা অবাক করার কথা শুনুন, এই ছবিগুলো প্রায় ২ বছর হল আমার বাসার স্টোর রুমে ফেলে রাখা আছে। একটা উপর আর একটা, স্তুপের মত। এর মধ্যে ১৪ টা ছবি বাঁধায় করা হয়নি। যখন এঁকেছিলাম তখন টাকা ছিল না তাই। আর এখন টাকা আছে তবু ইচ্ছে নেই।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:২৯
সত্যবাদী মনোবট বলেছেন:
কি এমন লিখলাম যে আমার কথা কিছুই বুঝা গেলো না!!!
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১২
অপলক বলেছেন: বুঝলাম না যেটা, তা হল, আমি কি এমন আঁকলাম যে মানুষের এত এত নি:স্বার্থ ভালবাসা পাচ্ছি? কোথাকার কে আমি , তার জন্যে দু'চরণ লিখে উৎসর্গ করছেন, কয়জনের ভগ্যে এমন হয়? তাই বলেছি, আমি কি স্বপ্ন দেখছি নাকি? কিছুই তো........
২২| ০৮ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:২৩
গুরুত্বহীন বলেছেন: যদিও ছবির কিছুই বুঝিনা, তবুও খুব ভালো হয়েছে বলতে হবে...
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫
অপলক বলেছেন: গুরুত্বহীন হয়েও আমার জন্যে অনেক গুরুত্বপূর্ন মন্তব্য করেছেন। খুব খুশি হলাম। ধন্যবাদ।
২৩| ০৯ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:৪৪
রোদেলা বলেছেন: এইটুকু বলতে পারি-একটা উদাসিনতা কাজ করছে আপনার মাঝে।
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১১
অপলক বলেছেন: মন্দ বলেননি................
২৪| ০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:২০
সত্যবাদী মনোবট বলেছেন:
কেম রে ভাই.......... আমাকে (আমাদেরকে) কি আপন মনে হয় না???
স্বপ্ন দেখার কিছুই নেই সবি-ই সত্যি। এগিয়ে চলুন দূর্বার গতিতে।
তার আমার ছবিটা কবে এঁকে দিবেন জনাব??? যদিও জনাব না জনাবা এই নিয়া ব্যাপুক সন্দেহে আছি!!!!!!
০৯ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:১৭
অপলক বলেছেন: যদিও জনাব না জনাবা এই নিয়া ব্যাপুক সন্দেহে আছি!!!!>>> হা হা হা ......হাসি থামাতে পাচ্ছি না...........
জেন্ডার খোঁজার দরকার কি ভাইয়া ? আমাকে একজন সাধারণ মানুষ ভাবা যায় না?
২৫| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৪৯
জসিম বলেছেন: বুঝে উত্তর দিতে হবে. . আমার ছবিজ্ঞান একটু ভালো তো.
এখন সিলেট থেকে বেরিয়ে আসি.
ভালো থাকেন.
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৯
অপলক বলেছেন: আহা মনে কষ্ট পাইছেন?
আর স্বাগতম। আমি সিলেটেই আছি। রাতের বেলা ভ্রমন করবেন না। কুয়াশায় রাস্তা ঘাট কিছুই দেখা যায় না। ড্রাইভার কেমনে চালায়, বিশাল রহস্য।
২৬| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:০০
যীশূ বলেছেন: ১ম ছবিটা অসাধারন।
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫০
অপলক বলেছেন: ধন্যবাদ যীশূ সাহেব। মন্তব্যের জন্যে খুশি হলাম।
২৭| ১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৫১
""শ্রাবণী"" বলেছেন: ইশ কি সুন্দর!
১০ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৯
অপলক বলেছেন: শিট..........নজর দেবেন না। শেষে ছবিগুলোর দফারফা হয়ে যাবে। দাড়ান একটু, ছবিতে কাজল পরিয়ে দেই।
২৮| ১০ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০০
জসিম বলেছেন: কথায় আছে না- সৎ সঙ্গে স্বর্গবাস, অ . . . . .
ভাল আঁকিয়ে শিল্পীর সঙ্গে থাকলে ফ্রি শিল্প জ্ঞান . . . তাই নো কষ্টাকষ্টি
সিলেটে কোথায় আছেন!
এখানে টোকা দিতে পারেন . .
[email protected]
রহস্য অনেক বড় রহস্য. . . গাড়িতে আসতে আসতে বুঝলাম. .
১০ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৬
অপলক বলেছেন: আমি আছি আম্বর খানায়। সিলেটের মাটিতে আপনাকে স্বাগতম। কি ফুল পছন্দ আপনার? ধরে নিন, সেই ফুল দোকানে অর্ডার দেয়া হয়েছে.... এখন অপেক্ষা করতে থাকুন।
২৯| ১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১২:০৮
শিরীষ বলেছেন: চমৎকৃত হলাম। অসাধারণ!
১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫১
অপলক বলেছেন: ধন্যবাদ........
৩০| ১১ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:৩৪
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: সুন্দর!
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৩
অপলক বলেছেন: ধন্যবাদ
৩১| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৩
""শ্রাবণী"" বলেছেন: অসুবিধা নেই এই যে আমি চোখ দেকে দিলাম নজর লাগবে না... অবশ্য আমার নজর লাগবে ছবিগুলোর জন্য ভালো হত
আফসোস!
১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৭
অপলক বলেছেন: ওওও তাইলে লাগান.............
৩২| ১২ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১:২৫
যেমন ইকোনোমিক্স বলেছেন: কঠিন রকম সুন্দর
১৩ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:৫৯
অপলক বলেছেন: কটঠিন মন্তব্য............
৩৩| ১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩৩
স্বদেশ হাসনাইন বলেছেন: অসাধারণ অপলক..
প্রথম ছবিটি দেখে চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদারের কথা মনে পড়লো, কিশোর গঞ্জের যে মেধাবী শিল্পী কলকাতার সব ইলাস্ট্রেশন করতেন। দুর্ভাগ্য তার ছবির চশমা বইটা হারিয়ে ফেলেছি।
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৭
অপলক বলেছেন: চিত্রশিল্পী হেমেন্দ্রনাথ মজুমদার কে আমি চিনি না। ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন দেবেন সময় করে।
ধন্যবাদ আপনাকে।
৩৪| ১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৭
নীল-দর্পণ বলেছেন: চোখে কাজল পড়েই নজর দিলাম ছবিতে
২১ শে জানুয়ারি, ২০১১ রাত ১২:১৯
অপলক বলেছেন: সে তো দেখতেই পাচ্ছি।
৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১১ রাত ১০:৫৫
আদ্রিতা বলেছেন: অবলম্বন প্রচন্ড রকমের ভালো লেগেছে আমার। আমি স্পিচলেস।
২৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:২৪
অপলক বলেছেন: এই যদি স্পিচলেস হয়, তাতে আমার কোন প্রবলেম নাই।। ভালথাকুন...
৩৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:৩৪
সত্যবাদী মনোবট বলেছেন:
তুমি কোথায়
বসন্ত ডাকছে তোমায়.......আহা!! আজি এ বসন্তে
২২ শে ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৫৯
অপলক বলেছেন: ও আচ্ছ...........
৩৭| ১২ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৮
অন্ধ আগন্তুক বলেছেন: অপলকের সবগুলো হাতে আঁকা ছবি পোস্ট একবারে দেখার সৌভাগ্য শেষে মনে হচ্ছে -
জীবনটা আসলে মন্দ না ! অনেক বেশী সুন্দর কিছু দেখা বাকী থেকে যায় !
অকৃত্রিম মুগ্ধতা রেখে গেলাম ,অনিয়ত শুভকামনাসহ !
মঙ্গলময় থাকুন ।
১২ ই মার্চ, ২০১১ রাত ১০:১৩
অপলক বলেছেন: আপনার মন্তব্য পড়ে মনে হল, এখনও কিছু ভালবাসা আমার পাওনা আছে। আমি ভেবেছিলাম অনেক আগেই তা শেষ হয়ে গেছে হয়ত।
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
ভালথাকুন ........
৩৮| ১৩ ই মার্চ, ২০১১ ভোর ৪:১৮
প্রাকৃত বলেছেন: অসম্ভব সুন্দর.....বিশেষ করে প্রথমটা।
প্রিয়তে রাখলাম। এবার বাকিগুলো দেখি।
১৩ ই মার্চ, ২০১১ রাত ১১:১৬
অপলক বলেছেন: ধন্যবাদ প্রাকৃত। খুব ভাল লাগছে জেনে যে, আমার কোন পোষ্ট কারও প্রিয় তালিকায়।
৩৯| ১৫ ই মার্চ, ২০১১ রাত ৮:২৩
আদ্রিতা বলেছেন: অপলকদা? কী দিয়া আকসেন ছবিগুলা? একটু ডিটেইল জানান। দরকার আসে।
১৫ ই মার্চ, ২০১১ রাত ৯:১৭
অপলক বলেছেন: মন দিয়ে আঁকছি।
বড় আর্ট পেপার ২২*২৮ ইঞ্চি. ৬বি ফেভার ক্যাস্টেল পেন্সিল হল মূল উপকরণ। আমি ভার্সিটি জীবনে মেসে থাকতে ছবিগুলো এঁকেছি। মেঝে পরিষ্কার করে কাগজটা বিছিয়ে, আঁকতে বসে যেতাম। পুরোপুরি আন্দাজের উপর আঁকি। তবে অবশ্যই চোখের সামনে আইটেম থাকতে হয়। মন থেকেও দুএকটা ছবি এঁকেছিলাম।
৪০| ১৬ ই মার্চ, ২০১১ রাত ১২:৫৮
আদ্রিতা বলেছেন: দ্যাখেন! একেই বলে প্রতিভা। আপনি যেই পেন্সিল দিয়ে আকেন, আমিও সেই একই পেন্সিল দিয়ে আকি..! কই আপনার স্কেচ, আর কই আমার স্কেচ! আহ্! যত বারই দেখি, ততবারই নতুন করে ভালো লাগে.. মেঝে আবারো পরিষ্কার করা হোক। নতুন কাগজে পুরোনো ব্যান্ডের ওই পেন্সিল, আবারো বার বার করে ঘষা হোক।
১৬ ই মার্চ, ২০১১ সকাল ৭:১৫
অপলক বলেছেন: জানি না আবার কখনও ঘসা মাজা শুরু হবে কিনা !
আদ্রিতা, আপনার মত সুন্দর সুন্দর কার্টুন কিন্তু আমি আঁকতে পারি না। আমার মাথায় আইডিয়া আসে না। আসলেও কেন যেন বসি না।
যা হোক ভাল থাকবেন। আপনার কথাগুলো মনে থাকবে।
৪১| ৩১ শে মার্চ, ২০১১ রাত ১:৫৪
শেলী বেলী বলেছেন: আপনারা আসল কি !!!!!
৩১ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৮
অপলক বলেছেন: টেস্ট করিনি। টেস্ট করার মানুষ খুঁজছি। আপনার খোজে থাকলে জানাবেন।
৪২| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:২০
প্রিয়তমা প্রিয়তা বলেছেন: টুকটাক ছবি আমিও আঁকতাম....আপনার এই ছবি দেখার পর চিন্তা করসি আর আঁকবো না....লজ্জা লাগবে....
অসাধারণ......
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:২৯
অপলক বলেছেন: আপনার কথা ভেবে আমি গত বছর থেকে আঁকা আঁকি বন্ধ করে দিয়েছি। কাজেই আর লজ্জ্বার কিছু নেই। আপনি না আঁকলে এখন আমারই লজ্জা লাগবে।
৪৩| ৩১ শে মার্চ, ২০১১ রাত ৮:২৩
পারভেজ বলেছেন: অসাধারণ দৃষ্টি!
চমৎকার।
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৩০
অপলক বলেছেন: ভাল লেগেছে জেনে আমারও অসম্ভব ভাল লাগছে। ধন্যবাদ আপনাকে।
৪৪| ০১ লা এপ্রিল, ২০১১ রাত ১২:৩২
শেলী বেলী বলেছেন: লেখক বলেছেন: টেস্ট করিনি। টেস্ট করার মানুষ খুঁজছি। আপনার খোজে থাকলে জানাবেন।
আসেন, আমি কেটে কুটে টেষ্ট করে দেখি ।
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৩৫
অপলক বলেছেন: ইঁদুরদের এই এক সমস্যা। সবই কেটে কুটে টেস্ট করতে চায়।
৪৫| ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৩০
কাউসার রুশো বলেছেন: মারাত্মক সুন্দর
০৩ রা এপ্রিল, ২০১১ রাত ৮:৩৭
অপলক বলেছেন: ইতিহাস হবার মতো? নাকি পাতিহাসের মত?
৪৬| ০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ১২:১৩
শেলী বেলী বলেছেন: ইঁদুর হইলে আপনার আঁকা বিলাইরে কেমনে ভাল পায় ?
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৭:২১
অপলক বলেছেন: ইঁদুর হলেও মনটা বোধায় মানুষের মত। তাই বিলাই কে ভাল লেগেছে। অবশ্য এটাও হতে পারে আপনি ডাক্তার শ্রেণীর কেউ? তাই কেটে কুটে টেস্ট করতে ইচ্ছে করছে। এখন বলেন আমার ধারনা ঠিক কিনা?
৪৭| ০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৭:২০
ফাইরুজ বলেছেন: ও ও ও একটার চাইতে আর একটা বেশী সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০১১ সকাল ৭:২৪
অপলক বলেছেন: হা হা হা..........খুব মজার কমেন্ট করেছেন। পড়ে বেশ কিছুক্ষণ হাসলাম।
৪৮| ০৬ ই মে, ২০১১ রাত ২:২৫
চরিত্রবান চোর বলেছেন: "অবলম্বন" আসাধারন একটা আইডিয়ার পর অসম্ভব সুন্দর একটা কাজ। বাকিগুলোও ভাল লেগেছে। আশা করি আপনি নিয়মিত আঁকাআঁকি চালিয়ে যাবেন। আরও এ ধরনের কিছু সুন্দর পোষ্ট এর অপেক্ষায় রইলাম। ভাল থাকবেন। ধন্যবাদ।
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৭:২৯
অপলক বলেছেন: ধন্যবাদ আপনাকে। তবে আপনার আশা পূর্ণ হবে কিনা জানি না....
৪৯| ১২ ই মে, ২০১১ সকাল ১০:২৪
রৌদ্রবালিকা বলেছেন: অবলম্বন টা ওয়াও.....
২৮ শে মে, ২০১১ দুপুর ২:৪৩
অপলক বলেছেন: থ্যঙ্কু............
©somewhere in net ltd.
১|
০৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:২৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অসাধারন !
বাকি সব ছবির পোস্ট দেখবো ।
শুভকামনা রইলো অপলক।