![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন বিদেশী জিম্মি করার ঘটনা ঘটলো । এখন পর্যন্ত সুরাহা হয় নায় । আনারি পুলিশ দিয়ে ঘটনা সামলাতে গিয়ে অবস্থা খারাপ । কিন্তু বাংলাদেশের বিশেষ ট্রেনিং প্রাপ্ত কমান্ডো ফোর্স আছে । আমেরিকা এদের সাহায্যও দিয়ে থাকে ।
পুলিশ এর বিশেষায়িত কমান্ডো বাহিনী সোয়াত (SWAT (Special Weapons And Tactics) আছে । যারা কিনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর আন্ডারে । আমাদের আর্মির কমান্ডো ফোর্সতো আছেই ।
সবচেয়ে বড় কথা , আমাদের আছে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর এবং কার্যকরী কমান্ডো বাহিনী নৌবাহিনীর নেভি সিল বা SWADS । SWADS কিনা হাতে গোনা ১০টা দেশেরও নাই । বাংলাদেশের নৌবাহিনীর নেভি সিল, সকল পরিস্থিতি , সকল পরিবেশ , জলে , স্থলে , আকাশে , যে কোন জায়গায় অপারেশন চালানোর মতো ক্ষমতা আছে এদের । আমেরিকান নেভি সিল এর ট্রেইনে্ড বাহিনী এটা । সাথে কোরিয়াও আছে । পৃথিবীর সর্বাপেক্ষা ট্রেইনে্ড এবং আরম্ড সুজজ্জিত বাহিনী এটা ।
আর আমাদের এলিট ফোর্স র্যাব তো জঙ্গি দমনে আগেও অনেক সফলতা দেখিয়েছে ।
কিন্তু এর পরেও যখন দেখি ভারতীয় মিডিয়ায় বলা হয় , ভারত এই পরিস্থিতি মোকাবেলায় তাদের কমান্ডো ফোর্স পাঠাবে । তখন এতো স্পেশাল ফোর্স রেখে লাভ কি ?
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪
অর্বাচীন শহর বলেছেন: । যদি আপনি বাংলাদেশি নেভি সিল নিয়ে না লিখতেন , আমি কিন্তু লিখে দিতাম
২| ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১০:০৮
জিয়া শামস সাকিব বলেছেন: বুঝেন না ভাই , পাশের বাড়ির ভাই ভাবি ঝগড়া করছে ৷ আমি সাহায্য করার নামে একটু চান্স নেই আরকি ৷
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৬
অর্বাচীন শহর বলেছেন: সেই সঙ্গে ভাবির সাথে একটু রঙ্গমঞ্চও হয়ে যাবে । তাই না ভাই ?
ইন্ডিয়াতো সারাজীবন এই ধান্দায়ই থাকে ।
৩| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১:২৭
বুকা ছেলে বলেছেন: ভারত মাতার দয়া আমরা ধন্য, আমরা কৃতজ্ঞ, আমরা চির ঋনী, আমাদের মাতা ভারত মাতা ।
জয় ভারত মাতা।
০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৭
অর্বাচীন শহর বলেছেন: ভাই এই প্রতিবেশী অভিশপ্ত হোক -_-
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৬ সকাল ৮:১৭
এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: আবার মিলে গেল ভাই। আসলেই আমাদের মিল আছে মনে হয়

বাংলাদেশি নেভি সিল