নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে জীবনে অর্বাচীন আমি । ব্লগে এটাই আমার পরিচয় ।

অর্বাচীন শহর

অর্বাচীন শহর › বিস্তারিত পোস্টঃ

হ্যাকাথন (Hackathon) বলতে কী বোঝায় ?

১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:৪০

হ্যাকাথন হচ্ছে প্রবলেম বেস্ড কম্পিউটার প্রোগ্রামিং ইভেন্ট অথবা প্রতিযোগিতা । হ্যাকাথন শব্দটি হ্যাক এবং ম্যারাথন এর কম্বাইন্ড । অর্থাৎ হ্যাকাথন এর অর্থ হচ্ছে হ্যাক এবং সহ্যশক্তির পরীক্ষা । হ্যাকিং মানে বোঝানে হয়েছে – কোন সমস্যার গভীরে ঢুকে তার মুল কারণ খুঁজে বের করা এবং সেটার কার্যকর সমাধান তৈরি করা। সাধারণত ৩৬ ঘণ্টা ধরে চলে হ্যাকাথন । প্রতিযোগিতার আয়োজনের ধরন বোঝাতে নাম দেয়া হয়েছে হ্যাকিং ম্যারাথন বা সংক্ষেপে হ্যাকাথন।

হ্যাকাথন ব্যবহ্ৱত হয় , প্রোগ্রামিং হ্যাক করতে এবং এ নিয়ে আরও অনুসন্ধান করতে ( যেহেতু , এটা প্রতিযোগিতা অবশ্যই সাইবার অপরাধ নয় ) । এটা এক ধরনের সমস্যা সমাধানের প্রতিযোগিতা; মাধ্যম - লজিকাল সমাধান ও তথ্য প্রযুক্তি। তবে সেগুলোর মতো হ্যাকাথন শুধুমাত্র লজিক বা গাণিতিক সমস্যার সমাধান না।

হ্যাকাথন কোন সাধারণ , প্রোগ্রামিং কন্টেস্ট নয় । তথ্য প্রযুক্তির মাধ্যমে আমাদের জীবনের বাস্তবিক সমস্যার সমাধানের প্রতিযোগিতা হচ্ছে হ্যাকাথন ।

WHAT IS HACKATHON?
The word hackathon is combined from the words hack and marathon, where hack is used in the sense exploratory and investigate programming (not as a reference to committing a cybercrime). It has been described as a problem-focused computer programming event, as well as a contest to pitch, program, and present instances of prototype digital innovation (e.g. a prototype mobile application). They bring together programmers and others (interface designers, graphic designers and others) to collaborate intensively over a short period of time on software projects.

হ্যাকাথন কারা আয়োজন করছে?
প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ছাড়াও নকিয়ার মত বাণিজ্যিক প্রতিষ্ঠান যুক্ত আছে। প্রযুক্তিতে বাংলাদেশ এই আয়োজনে সাংগঠনিক সহায়তা করছে। বিশ্ব ব্যাংক এর সমন্বয়ে পার্টনার হিসেবে রয়েছে – কয়েকটি গুরুত্বপুর্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। নাসার মতো সংঘটনও বাংলাদেশ এ হ্যাকাথন আয়োজন করছে । বাংলাদেশ সরকার এখন নিয়মিত প্রতি বছর জাতীয় হ্যাকাথন আয়োজন করছে ।

লিঙ্ক : http://hackathon.ictd.gov.bd/about-hackathon/

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১:২৪

গাজী বুরহান বলেছেন: ভালো ধারণা পেলাম।

ধন্যবাদ

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৩

অর্বাচীন শহর বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.