নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে জীবনে অর্বাচীন আমি । ব্লগে এটাই আমার পরিচয় ।

অর্বাচীন শহর

অর্বাচীন শহর › বিস্তারিত পোস্টঃ

আহমদ ছফা এবং হুমায়ূন আহমেদ

২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩৭

আহমদ ছফা এবং হুমায়ূন আহমেদ , দুই জনই বাংলাদেশের সাহিত্যের শক্তিমান লেখক । একজন শুধু শক্তিমান লেখকও না শক্তিশালী সংঘটক আর একজন বাংলা সাহিত্যের ধ্রুপদী পুরুষ , কালজয়ী সাহিত্যিক ।


আহমদ ছফা সাহেবই হুমায়ুন স্যারের সাহিত্যের জগতে আসার প্রেরণা ছিলেন । শুধু তাই নয় ছফা সাহেব হুমায়ূন আহমেদকে যথোপযুক্ত সাহায্যও করেছিলেন।

হিমু চরিত্রটাও নাকি আহমদ ছফা হতে অনুপ্রাণিত। রক্ষীবাহিনী হুমায়ুন আহমদেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এ
টিচার থাকাকালীন সময়ে বাড়ি থেকে বের করে দেয় । এই ঘটনার প্রতিবাদে আহমদ ছফা প্রতিবাদস্বরূপ গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দিতে চেয়েছিলেন ।
তখন ছফা সাহেবের পা খালি এবং পরনে ছিল হলুদ পান্জাবী ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:১১

অশ্রুকারিগর বলেছেন: হুমায়ুন আহমেদের প্রথম বই নাকি আহমদ ছফাই প্রকাশের ব্যবস্থা করে দিয়েছিলেন।

হিমুর ব্যাপারটা জানা ছিল না।

২১ শে জুলাই, ২০১৬ রাত ২:১১

অর্বাচীন শহর বলেছেন: হুম । হুমায়ুন আহমেদ এর উপর আহমদ ছফার বেশ প্রভাব ছিল । আসলে আহমদ ছফার ব্যক্তিত্বই এরকম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.