![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবির: শোনো মিমি তোমাকে আজ কিছু বলার ছিল।
মিমি: বলো। তোমার কথাটা জানার জন্য আমার সেরেব্রাম ইচ্ছা প্রকাশ করছে!
আবির: হ্যা তোমাকে কথাটা জানাতে আজ আমার হাইপোথ্যালামাস ও উদ্বিগ্ন! তুমি কি জান? তোমার জন্য আমার ভালোলাগা শুরু হয়েছে।তোমাকে দেখলেই আমার হাইপোথ্যালামাস উদ্দীপ্ত হয়!
আবির : ওহ
মিমি : হ্যা! আমি বুঝি আমার ও একই অবস্থা।তোমাকে দেখলে আমার হৃদপিন্ড উদ্দীপ্ত হয় এড্রেনালিন হরমোন ক্ষরন হয় শুধু তোমার জন্য আবার নর-এড্রেনালিন ও থামতে চাই না
আবির : মিমি! তুমি কি সারাজীবন আমার জন্য ডোপামিন আর অক্সিটোসিন ক্ষরন করতে পারবে?
মিমি : হ্যা তোমার জন্যই আমার এড্রেনালিন ক্ষরন হয় কারন তোমাকে হারানোর ভয় আমাকে তাড়িয়ে বেড়ায়!!হ্যা আমি তোমার জন্যই আমার লাভ হরমোন ক্ষরন করব!! তবে হ্যা খুব বেশি না কারন তুমি তো জানো এর সাইড ইফেক্ট ও আছে!!
আবির : আচ্ছা, চলবে। তবে একটা শর্ত! তোমার ইস্ট্রোজেন যেন আমার জন্যই ক্ষরন!
মিমি: আচ্ছা। আই লাভ ইউর হরমোনস বাবু :*।
আবির :লাভ ইউর হরমোনস টু জানু।
সংগ্রহীত
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৯
অশ্রুকারিগর বলেছেন: আহা ! বায়োলজিক্যাল লাভ!
আবির শর্ত দেয়ঃ তোমার ইস্ট্রোজেন যেন আমার জন্যই ক্ষরন!
মিমি কেন শর্ত দেয় না তোমার টেস্টোস্টেরনও যেন শুধু আমার জন্যেই ক্ষরন হয়