![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ইঞ্জিনিয়ারদের দেখভাল করার সংগঠন হচ্ছে IEB (The Institute of Engineers Bangladesh) । বিশ্ববিদ্যালয় লেভেল এর ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলোর IEB অনুমোদন না থাকলে সেখান থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে গণ্য হয় না । United International University (UIU) এর Electrical and Electronic Engineering অনেক আগেই IEB অনুমোদন পেয়েছিল এবং computer science and engineering গতবছর অনুমোদন পায় ।
এবং দীর্ঘদিন পর্যবেক্ষণ এর পরে কয়েকদিন আগে UIUর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট পূর্ববর্তী থেকে good র্যাঙ্কিং এ উন্নিত হল । উল্লেখ্য বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় এর ডিপার্টমেন্ট এর ক্ষেত্রে good র্যাঙ্কিংই সর্বচ্চো ।
বিশ্ববিদ্যালয় এর কারিকুলাম , ল্যাব , শিক্ষক , খাতা দেখার প্রক্রিয়া , পড়াশোনার মান , ছাত্রছাত্রীর পারফর্মেন্স , ছাত্র- শিক্ষক অনুপাতসহ আরও বিভিন্ন মানদণ্ডে এই র্যাটিং দেওয়া হয় ।
উল্লেখ্য যে University of Asia Pacific এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট satisfactory র্যাঙ্কিং ভুক্ত ।
এছাড়া American International University-Bangladesh (AIUB)র র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ২০০৯ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ IEB হতে সর্বচ্চো র্যাটিং পেয়েছিল । কিন্তু United International University (UIU) এর ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর থেকে বেশি র্যাটিং পেয়েগেলো ।
http://www.uiu.ac.bd/news/bsc-cse-bsc-eee-achieve-ieb-accreditation/
http://www.aiub.edu/offices/aiub-iqac
http://www.baete.org.bd/10th_M_M.php
২| ১৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮
অর্বাচীন শহর বলেছেন: দোষক্রুটি আছে । কিন্তু এটাই সর্বোচ্চ প্রতিষ্ঠান ।
©somewhere in net ltd.
১|
১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৮
এ কে এম রেজাউল করিম বলেছেন:
IEB (The Institute of Engineers Bangladesh)-এই প্রতিষ্ঠান নামে মাত্র একিটি প্রতিষ্ঠান, যাকে খাস বাংলায় নিধিরাম সরদার।