নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমুর অন্য নাম

তিসান

১২৩৪

তিসান › বিস্তারিত পোস্টঃ

নারী সমাজের এ কী হাল?

০২ রা অক্টোবর, ২০১৬ রাত ১২:১৬

বাসে উঠতে গিয়ে মাহা লক্ষ্য করল কেউ এক জন তার কোমরে হাত দিয়ে ধরেছে । শুধু ধরেনি রীতিমত খামচা খামচি করছে । মাহার খুব ইচ্ছে করছে ছেলেটাকে বীচি বরাবর একটা লাথি দিতে কিন্তু সে তা করল না চুপচাপ বাসে উঠল । এক পলকে দেখল তার পেছনের ছেলেটিকে । বাসে এত ভিড় একটা সিটও খালি নেই । তাকে দেখে এক ভদ্র লোক নিজের সিট টা তাকে দিয়ে দিল মাহা বসতে বসতে দেখল ওই ছেলেটা তার গাঁ ঘেঁষে দাড়িয়ে তার দিকে তাকাল । মাহার খুব বিরক্ত লাগছে ছেলেটাকে । একটা লাল হাফ শার্টের সাথে সবুজ রঙের প্যান্ট পরেছে । চোখে কালো চশমা ।
ছেলেটি মাহাকে বলল , এই যে আপু কোথায় যাবেন ?
ভার্সিটিতে ?
কিসে পড়েন ?
এনথ্রোপলজীতে ।
ওহ আচ্ছা খুব ভালো বিষয় ।
জ্বি ।
আপনার নাম কি জানতে পারি ?
জি পারেন ।
কি নাম আপনার ?
মাহা ।
আপনার ফোন নাম্বারটা বলুন ?
আপনার কি মনে হয় আপনার মত লোফার্ড একটা ছেলেকে আমি আমার নাম্বার দিব ?
কেন দিবেন না ?
দিব কেন ? আর তাছাড়া আপনি যে কত বড়ো একটা খারাপ ছেলে তা আপনি হয়ত জানেন না ?
চুপ করেন । এত কিসের কথা । মেয়ে হয়ে জন্মেছিস ছেলেদের চোখে তো লাগবেই ।
টাস করে মাহা ছেলেটির গালে একটা চড় দিয়ে বলল ,
তোদের গালে কষিয়ে চড় দেবার মত হাত আমাদেরও আছে ।
বাস থামতেই মাহা গাড়ি থেকে নেমে পড়ল ।
ছেলেটি বোকার মত দারিয়ে রইল ।
এই সমাজে মেয়েদেরকে পদে পদে লাঞ্ছিত হতে হিয় কিন্তু কেন ? কেন এমন হবে ?
এর থেকে বাচার উপায় কী ?

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.