![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজ ভার্সিটির তিন তলার বারান্দায় দাড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে । সে দেখল একজোড়া প্রেমিক প্রেমিকা বসে গল্প করছে । ছেলেটা বোকা টাইপ কিন্তু মেয়েটা খুব লাজুক । সে তেমন কোন কথা বলছেনা ।
নাজ ভাবল এই যে তাদের প্রেমের গভির সময়টা যাচ্ছে একদিন হয়ত সেগুলো শুধু স্মৃতি হয়ে যাবে । কি হবে এই সম্পর্কের । ওদের পরিবার কি মেনে নিবে তাদের এই সম্পর্ক ?
যদি না নে তবে তারা কি বলবে ?
নাজের খুব ইচ্ছে হচ্ছে সে এই কাপুলের সঙ্গে কথা বলতে ।
নাজ হেটে হেটে নিচে গেল । ওদের কাছে গিয়ে বলল , আচ্ছা আমি কি আপনাদের সাথে কিছু কথা বলতে পারি ?
মেয়েটি কিছু বলল না । ছেলেটি বলল , জ্বি বলুন ।
আচ্ছা এই যে আপনারা প্রেম করছেন আপনারা কি এই প্রেমকে বিয়েতে রুপান্তরিত করতে পারবেন ?
তা তো জানিনা । তবে আমরা বিশ্বাস করি একজন আরেকজনকে পাব ।
বাহ খুব ভালো ।
কিন্তু আপনি কে ? আর এসব কথা বলছেন কেন ?
না আসলে কি হয়েছে জানেন আপনাকে আমার অনেক দিন থেকে ভালো লাগে । এই ভালা লাগা কখন ভালোবাসায় পরিণত হয়েছে তা জানিনা । আমি আপনাকে ভালোবাসি ।
স্যারি । আপনি কি বলছেন এসব ।
বাংলায় বলেছি এবং খুব স্পষ্ট করে বলেছি আমার মনে হয়না আপনি বয়রা ।
ছেলেটি মেয়েটিকে একহাত দিয়ে জড়িয়ে ধরে বলল , আমি নিতুকে ভালোবাসি । আর ওকে ছাড়া বাঁচবনা ।
সেটা আপনিই ভালো জানেন । বাঁচবেন কি মরবেন আপনার ব্যাপার কিন্তু আমার কাজ আমি বলেছি । আচ্ছা যাই ।
নাজ চলে আসল । ছেলেটির প্রতি তার অন্যরকম মনে হচ্ছে । তার মত একটি মেয়েকে ফিরিয়ে দিল অথচ সে প্রায় পঞ্চাশেক ছেলেকে ফিরিয়ে দিয়েছে । ভালোবাসায় সে বিশ্বাসি নয় তাই ।
নাজ একটি বেঞ্চে বসে বসে বাদাম খাচ্ছে । হঠাত্ পিছন থেকে সেই ছেলে এসে বলল , কি ব্যপার একা বসে আছেন যে ! কারো অপেক্ষা করছেন ?
আরে না । এমনি বসে আছি ।
আপনি কি জানেন আপনি একটা চমত্কার মেয়ে ?
তাই বুঝি ?
হুম । আপনার ভালোবাসাকে ফিরিয়ে দেয়ার সাধ্য আমার নেই ।
ছেলেটি হাত বাড়িয়ে দিয়ে বলল , যদি সারাজীবনের জন্য এই হাতটি ধরতে পারেন তবে ধরুন ।
নাজের খুব রাগ হচ্ছে । গার্লফ্রেণ্ডের সাথে থাকতে কেমন ব্যবহার আর এখন কেমন ব্যবহার ।
নাজ রাগি কণ্ঠে বলল , আপনারা ছেলেরা না খুব সহজে একটি মেয়ের হাত ছেড়ে দিয়ে অন্য একটি মেয়ের হাত ধরতে পারেন । আপনাদের মত ছেলেদের. . . ,
ব্যাস থামুন আপনি ? কি ভেবেছেন ? ছেলেদেরকে হাতের পুতুল পেয়েছেন ? যেমন করে পরীক্ষা করবে তেমন করেই পরীক্ষা নিবে ? আপনিও যেমন আমাকে বোকা বানিয়েছেন আমিও তেমন আপনাকে বানালাম । দুই এ দুই এ চার হয় কখনো পাঁচ হয়না । আপনার থেকে আমার জি এফ অনেক ভালো । পিছনে তাকিয়ে দেখুন ও আপনাকে আর আমাকে দেখছে । আর এই পরিকল্পনাটাও ওর ।
ছেলে আর মেয়েটি হাতে হাত ধরে চলে গেল । নাজ দাড়িয়ে রইল । তার খুব খারাপ লাগছে কিন্তু কেন লাগছে তা সে নিজেও জানেনা ।
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান ।
©somewhere in net ltd.