![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রফিক সাহেবের বাসায় উপস্থিত হলাম রাত এগারোটায় । খাওয়া দাওয়া সেরে তিনি তখন ঘুমাবার আয়োজন করছিলেন। ঘুম ঘুম চোখে তিনি দরজা খুলে আমাকে দেখে হকচকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন , আরে ইমু সাহেব যে, কি ব্যাপার এত রাতে এই অধম কে মনে পড়ল কিভাবে?
রাত দিন বলে কিছু নেই। সবই আপেক্ষিক। মিথ্যে ছল কলার নানান ভঙ্গি মানুষ প্রকৃতি থেকে শিখে আর প্রকৃতিও মানুষ কে শেখাতে পছন্দ করে । প্রকৃতির আই নিষ্টুর খেলা মানুষ কখনই ধরতে পারেনা। রাত দিনও হল এমন একটি প্রকৃতির খেলা।
ইমু ভাই আপনার সাথে কথায় পারা যাবেনা। আসুন ভিতরে আসুন। আপনার সাথে আমার খুব দরকার কিন্তু আপনাকে পাই কোথায় আপনি তো মহাপুরুষ টাইপের মানুষ। মাঝে মাঝে অদৃশ্য হয়ে যান নাকি? হাহাহাহা
রফিক সাহেব বোকার মত হাসছেন, এই হাসি তাঁকে মানিয়েছে কারণ তিনি গম্ভির মানুষ না। গম্ভির মানুষদেরকে বোকার মত হাসিতে মানায় না। তাঁরা সবসময় চুপচাপ থাকবেন। তিনটি প্রশ্ন করলে একটির উত্তর দিবেন।
হাসি থামিয়ে রফিক সাহেব আমার দিকে একটু ঝুকে এসে গলা বাড়িয়ে বললেন , ভাই সাহেব কিছু মনে করবেন না আমার একটা জিনিস খুব জানতে ইচ্ছে হচ্ছে ।
জানতে ইচ্ছে হলে জানবেন। জানার ইচ্ছা কখনো আটকিয়ে রাখতে নেই। জানার জন্যই পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। মহান আল্লাহ পাক কোরআনেও বলেছেন , তোমরা বেশি বেশি করে জান, তোমাদের জন্য পৃথিবীতে রেখেছি অনেক নিদশণ। জানার জন্য তোমরা ভ্রমন কর, ঘুরে বেড়াও।
ভাই সাহেব ওই দিন আপনার সাথে বছর বিশের একটা সুন্দরী মেয়ে ছিলনা? পরে ওই মেয়েটাকে কি করেছিলেন?
রহস্যময় প্রশ্ন । এই সব প্রশ্নের উত্তর ইমুদেরকে দিতে নেই কারণ ইমুদের জীবন রহস্যের মোড়কে মোড়া । ইমুরা কখনোই রহস্যের সমাধান দেয়না। আমি রফিক সাহেবের কানের কাছে আমার মুখ নিয়ে বললাম , বুঝ ভাই সাহেব অতি মাত্রায় রুপবতী মেয়েদেরকে নিয়ে ঘোরাঘুরি করার মাঝেও আনন্দ আছে, আছেনা?
জী আছে। তবে আমি জানতে চাচ্ছি পরের ঘঠনা, পরে কি হল?
পরে কি আর হবে গতানুগতিক, যা হবার কথা।
রফিক সাহেব চোখ বড় বড় করে বললেন সব হয়ে গেছে?
না হওয়ার তো কারণ দেখিনা। হওয়াটাই তো স্বাভাবিক তাইনা?
রফিক সাহেব একটু নড়ে চড়ে বসে বললেন , ভাই চা খাবেন?
না এখন না , আমি একটা কাজে আপনার কাছে এসেছি।
জী বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?
আপনি একা থাকেন তাইনা?
জী।
আপনার কাছে আমি একটি অতি মাত্রায় রুপবতী মেয়েকে রেখে যাব। আপনার কোন অসুবিধা আছে?
কি বলেন ইমু ভাই? রসিকতা করছেন?
যদি না পারেন তবে আজ উঠি?
আমি একা মানুষ থাকি আমার ঘরে যদি একটা মেয়ে মানুষ থাকে তবে লোকে কি বলবে?
লোকে যা নিয়ে কথা বলবে তা যদি আপনি না করেন তবে লোকে যাই বলুক তাতে আপনার কি আসে যায়? আপনি ভাল তো জগত্ ভাল। আর মেয়েটি আপনাকে সব কাজে সাহায্য করবে। ও খুব ভাল রান্না করতে পারে, ঘর গোছাতে পারে, বাসন মাঝতে পারে।
ইমু ভাই আপনার উপর ভরসা করা যায়না কখন কি করেন, তবু আল্লাহর উপর ভরসা করে আপনার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কবে দিয়ে যাবেন?
এখনই।
এখন?
হুম। আমি নিলা কে ডাক দিলাম। বছর ৭ এর মেয়ে নিলা। সে তেররতন এলাকার একটি কলোনিএ থাকত। মেয়েটি দেখতে চমৎকার সুন্দরী তবে সে দুরারোগ্য রোগে আক্রান্ত। আমার বিশ্বাস রফিক সাহেব এই মেয়ের চিকিত্সা করাবেন।
রফিক সাহেব নিলা কে দেখে আবারো হকচকিয়ে গেলেন। মুখে কিছু বললেন না, আমিও চপচাপ বের হয়ে পড়লাম। এই মেয়েটি সুস্থ হয়ে উঠবেই।
রাত অনেক বেড়ে গেছে । একা একা হাটছি তবু মনে হচ্ছে অতি মাত্রায় রুপবতী কেউ আমার পাশে আছে। আমি তাএ সাথে গল্প কছি, কিন্তু কি গল্প করছি তা নিজেও জানিনা যদি জানতে পারতাম তবে হয়ত অনেক প্রশান্তি পেতাম।
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান।
©somewhere in net ltd.