![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিশোরীর কাঁচা রক্ত হাতে মেখে এসেছি
ধীক্কার জানাতে আসিনি,ফাসির দাবি নিয়ে আসিনি
আমি এসেছি খুনের দাবি নিয়ে, খুনের বদলে হবে খুন
হিংস্র কুকুরের জন্য আমি হব মানবতাহীন শকুন।
নগ্নশির, পুরুষ নামের কাপুরুষের মস্তক করব ছিন্ন
পাশবিকতার অত্যাচার দুমড়ে মুচড়ে হব আমি ভিন্ন
থামিব না আমি যবে না মিলিবে খুনের বিচার
লাত্থি মেরে ভেংগে দিব আছে যত বেদি মিথ্যার।
শত শত তনু খাদিজা অত্যাচারের স্বীকার
কে বা আছে ওদের, কে করবে বিচার?
এমন চিন্তা যেন আর না হয়, এই হোক শেষ
বিচারের দাবিতে ক্ষেঁপে উঠেছে পুরো বাংলাদেশ।
নারী সুন্দর নারী মমতাময়ী নারী মায়ার আধার
নারী উত্তম নারী সতী নারী পূণ্যের আগার
যত দিন না মিলিবে নারীর পূর্ণ মর্যাদা
তত দিন দেশ থাকবে হিংস্রতায় বাঁধা।
রাস্তায় নারী অপমানিত, হয় লাঞ্চিত, প্রতারিত
আমি পুরুষ বলে নিজেকে দাবি করতে ঘেন্না লাগে
নিজেকেও মনে হয় পাষাণ, নিস্প্রাণ ক্ষুদ্র
নিজেকে শেষ করব মনে হয় রাগে অনুরাগে।
যবে না অত্যাচারির খুনের রক্তে পিয়াসা না মেটাব
ততদিন আমি কবিতাকে বুলেট করে প্রশাসনের বুকে ছুড়ে মারব
আমার হাতে কলম থাকলে আমিই হব জাজ
বিচারের দাবিতে দিব আমি বাঁধ ভাংগা আওয়াজ।
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান।
©somewhere in net ltd.