![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অরনির সাথে সকল সম্পর্ক চুকিয়ে দিয়ে নিজেকে নিঃস্ব মনে হচ্ছে । আমার ইচ্ছে করছে আমি অরনির বাহুডরে নিজেকে সঁপে দিয়ে তাকে বলি , তুমি আমার স্বর্গ ।
কিন্তু কি হতে কি হয়ে গেল । সামান্য একটা বিষয় নিয়ে এত বড় ঝগড়া করে তুমি পারলে চলে যেতে !!! তুমি চেয়েছিলে আর দশটা প্রেমিকের মত রোমাঞ্চিত করে শারদ বৃষ্টির মাঝে আঁকাবাঁকা রাস্তা ধরে হাঁটি কিন্তু চক্ষুলজ্জার ভয়ে আমি তা করিনি বলে আমাকে ঠেলে দিয়েছ তোমার হৃদয় সাগর থেকে অনেক দূরে ।
তোমার ভালোবাসায় আমি দাহ্য । নিজের কাছে বারাম্বার ক্ষমা চেয়ে আমি তুষ্টি নই ।
ছেলেরা স্বার্থপর হয় । স্বার্থের বিনিময়ে ছেলেরা মিছরির ছুরির মত মেয়েদের কাছে আসে । স্বার্থ সিদ্ধি হয়ে গেল পৃষ্ট প্রদর্শন করে ।
ছেলেরা ফুলকে ভালোবাসে শুধু সুবাসের জন্য কিন্তু তারা ফুল গাছের পরিচর্যা থেকে সহস্র মাইল দূরে । কিন্তু আমি তে সেরকম ছেলে নই ।
উপর থেকে যিনি আমাদের স্বার্বক্ষনিক পর্যবেক্ষন করেন তিনি হয়ত বলতে পারবেন আমার ভালোবাসা কতটা পবিত্র !!!
সুধাংশু অনল লুকিয়ে আছে তোমার রুপের শুভ্রতায় । তোমার আলতো ছোয়ায় আমি মাতোয়ারা হয়ে যাই । কিন্তু এখন কে আমায় ভালোবাসবে ?
কে আমার যত্ন করবে ?
কে আমায় বলবে , চল না একটু বৃষ্টিতে ভিজি ।
আমি যে আজ দ্বিগবিদ্বিক জ্ঞান শূণ্য ।
আমি তোমায় কাছে পেতে চাই ? একদিন দুদিনের জন্য নয়,
পুরোটা জীবনের জন্য ।
ভালোবাসা ক্ষুদ্র পরমানু দিয়ে গঠিত হয়ে ক্রমে ক্রমে বিশাল আকার ধারণ করে । এই বিশলতা সৃষ্টি হয় দুজনের ভালোবাসায় অঠুট মেলবন্ধনে।
ছেড়ে যাওয়ার আগে অন্তত একটিবার ভেবে নিও তুমিহীনা একটি ছেলে হবে পথভ্রষ্ট।
লেখা: চৌধুরী মোহাম্মদ ইমরান ।
©somewhere in net ltd.